ডার্কওয়েবে ফাঁস ২০টি বহুল প্রচলিত পাসওয়ার্ড, আপনি এগুলির মধ্যে কোনো একটি ব্যবহার করেন না তো?

বর্তমান ডিজিটাল দুনিয়ায় উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত সাইবার জালিয়াতির হাত থেকে নিরাপদ ও সুরক্ষিত থাকার জন্য এক অন্যতম হাতিয়ার হল পাসওয়ার্ড। আমরা সকলেই ফোন, ইমেইল এবং সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। হ্যাকার বা তৃতীয় পক্ষের কেউ যাতে সহজে কারোর ব্যক্তিগত ডিটেলসের নাগাল না পেতে পারে, সেজন্য বিশেষজ্ঞরা সবসময় এমন কোনো পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দেন, যা সহজে অনুমান করা যাবে না। কিন্তু মনে রাখার সুবিধার জন্য বা সময় বাঁচানোর জন্য আমরা অনেক সময়ই এই সাবধানবাণী ভুলে যাই, যা হ্যাকারদের কাজকে আরও সহজ করে তোলে। সেক্ষেত্রে সম্প্রতি মোবাইল সিকিউরিটি ফার্ম লুকআউট (Lookout) বিশ্বে ইউজারদের দ্বারা সর্বাধিক ব্যবহৃত ২০টি পাসওয়ার্ডের একটি তালিকা প্রকাশ করেছে। বলা হচ্ছে এই পাসওয়ার্ডগুলি সারা বিশ্বে বিপুল সংখ্যক মানুষ ব্যবহার করছেন।

সিকিউরিটি ফার্মের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপস হ্যাকারস ফোরাম ডার্ক ওয়েবে এই সমস্ত পাসওয়ার্ডগুলি এখন উপলব্ধ। ফলে আপনিও যদি এই পাসওয়ার্ডগুলির কোনো একটি ব্যবহার করে থাকেন, তাহলে ভবিষ্যতে কিন্তু আপনার সাইবার জালিয়াতির শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এখন নিশ্চয়ই আপনার এই ২০টি পাসওয়ার্ডের কথা জানতে ইচ্ছে করছে? মনে হচ্ছে কোন কোন ‘গোপন’ কথাটি আদৌ গোপনে নেই! আসুন সে সম্পর্কেই আমরা বিশদে এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি।

পাসওয়ার্ড ম্যানেজার NordPass-এর প্রতিবেদনে বলা হয়েছে যে, একজন ব্যবহারকারী গড়ে ১০০টি বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড ব্যবহার করে থাকে। এমত পরিস্থিতিতে ইউজাররা সহজ পাসওয়ার্ড ব্যবহার করতেই বেশি পছন্দ করে। কিন্তু এই সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করার জন্য হ্যাকাররা সহজেই মানুষকে সাইবার জালিয়াতির ফাঁদে ফেলে এবং তাদের ডিভাইস হ্যাক করে। অনেক সময় এই পাসওয়ার্ডের সাহায্যে হ্যাকাররা ইউজারদের ব্যাংক অ্যাকাউন্টেরও অ্যাক্সেস পেয়ে যায়, যা নিঃসন্দেহে সকলের জন্যই বিপজ্জনক।

উল্লেখ্য যে, লুকআউট মোবাইল ডিভাইসগুলির জন্য ক্লাউড সিকিউরিটি সার্ভিস প্রদান করে। সংস্থাটি তাদের ব্লগে জানিয়েছে যে, ডিসেম্বর মাসে গড়ে ৮০ শতাংশ ব্যবহারকারীর ইমেইল ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গেছে। ফাঁস হওয়া ইমেইলের পাশাপাশি কিছু অ্যাকাউন্টের পাসওয়ার্ডও ফাঁস হয়ে গিয়েছে, যা বেশ উদ্বেগজনক। এর মধ্যে মূলত ২০টি পাসওয়ার্ডের সন্ধান পাওয়া গেছে, যেগুলি ডার্কওয়েবে উপলব্ধ এবং ব্যবহারকারীরাও বিপুল পরিমাণে এই পাসওয়ার্ডগুলি ব্যবহার করেন। নীচে সেগুলির তালিকা উল্লেখ করা হল।

ফাঁস হয়েছে এই কয়েকটি পাসওয়ার্ড

১. 123456

২. 123456789

৩. Qwerty

৪. Password

৫. 12345

৬. 12345678

৭. 111111

৮. 1234567

৯. 123123

১০. Qwerty123

১১. 1q2w3e

১২. 1234567890

১৩. DEFAULT

১৪. 0

১৫. Abc123

১৬. 654321

১৭. 123321

১৮. Qwertyuiop

১৯. Iloveyou

২০. 666666

অতএব আপনি যদি এই পাসওয়ার্ডগুলির মধ্যে কোনো একটি ব্যবহার করে থাকেন, তবে ভবিষ্যতে আপনি কিন্তু যে-কোনো সময় সাইবার হামলার শিকার হতে পারেন। সেজন্য অবিলম্বে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করুন।

প্রসঙ্গত উল্লেখ্য, সাইবার বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতি যুদ্ধের কারণে সারা বিশ্বে সাইবার হামলার সংখ্যা অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেতে পারে। মার্কিন ব্যাংকগুলিও উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে, হ্যাকাররা খুব শীঘ্রই তাদেরকে টার্গেট করতে পারে। রিপোর্ট অনুযায়ী, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১,৮৬২টি সাইবার আক্রমণ হয়েছে, যা ২০২০ সালের তুলনায় ৬৮% বেশি। তাই এমত পরিস্থিতিতে নিরাপদে এবং সুরক্ষিত থাকতে যথাযথ সতর্কতা অবলম্বন করুন।