এই পাঁচটি অ্যাপ স্মার্টফোনে ইনস্টল রয়েছে? সাবধান! চুরি হতে পারে আপনার পার্সোনাল ডিটেইলস

বর্তমান ডিজিটাল যুগে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় ছোটো বড়ো নানাবিধ জরুরি কাজ এখন স্মার্টফোনের মাধ্যমেই সেরে ফেলা যায়, আর এই কাজে ইউজারদেরকে সাহায্য করে বিভিন্ন অ্যাপ। এখনকার দিনে যেকোনো Android (অ্যান্ড্রয়েড) স্মার্টফোনেই হরেক রকমের অ্যাপের দেখা মেলে, আর গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে Google Play Store (গুগল প্লে স্টোর)-এ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায়শই ঘটে নিত্যনতুন অ্যাপের আবির্ভাব। ফলে দরকার পড়লে ব্যবহারকারীরা কিছু না ভেবেই ঝট করে নিজেদের প্রয়োজনমাফিক সেগুলিকে ফোনে ডাউনলোড করে ফেলেন।

যদিও দীর্ঘদিন ধরেই বিশেষজ্ঞরা ইউজারদেরকে সতর্ক করে আসছেন যে প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করার আগে যথাযথ সতর্কতা অবলম্বন করা উচিত, কিন্তু সত্যি কথা বলতে গেলে বর্তমানে নেট দুনিয়ায় ছড়িয়ে রয়েছে হাজারো অ্যাপ্লিকেশন, যার ফলে কোনটি অথোরাইজড আর কোনটি নয় তা বুঝে ওঠা খুবই মুশকিল। অনেক সময় ইউজাররা কোনো অ্যাপ ডাউনলোড করার সময় সেটির রিভিউ এবং এর আগে কতবার ডাউনলোড হয়েছে তা যাচাই করে নেন, তবে অ্যাপটি প্রকৃতপক্ষে নির্ভরযোগ্য কি না তা জানার জন্য এইটুকু কাজ করা মোটেই যথেষ্ট নয়। এদিকে এই সুযোগটিকে কাজে লাগিয়েই ক্ষতিকর ভাইরাস ফোনে প্রবেশ করিয়ে ব্যবহারকারীদের পার্সোনাল ডেটা হাতিয়ে নেয় সাইবার আক্রমণকারীরা। সেক্ষেত্রে সম্প্রতি ডঃ ওয়েবের (Dr.Web) অ্যান্টিভাইরাস টিমে একটি রিপোর্টে জানা গিয়েছে যে, সাইবার নিরাপত্তা গবেষকরা গত মাসে গুগল অ্যাপ স্টোরে উপলব্ধ ৫টি অ্যাপে অ্যাডওয়্যার এবং ডেটা-নিঃসরণকারী (পড়ুন ডেটা চোর) ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন। আর চিন্তার বিষয় এটাই যে, ইতিমধ্যেই দুই মিলিয়নেরও বেশি সংখ্যক বার এই অ্যাপগুলি ডাউনলোড হয়েছে।

কীভাবে কাজ করে এই অ্যাপগুলি?

বলা হচ্ছে যে, অ্যাডওয়্যারযুক্ত ক্ষতিকর অ্যাপগুলি ইউজারদের অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে বারংবার অবাঞ্ছিত অ্যাড প্রদর্শন করে, এবং এগুলিতে ভুলবশত ক্লিক করে ফেললেই ব্যবহারকারীদেরকে অতিরিক্ত টাকা অকারণে চার্জ করা হয়। সোজা কথায় বললে, এটি আসলে বারবার অ্যাড দেখিয়ে ইউজারদেরকে বিরক্ত করে তাদের কাছ থেকে টাকা হাতানোর একটি ফাঁদ। শুধু তাই নয়, এই ধরনের অ্যাপ ফোনে থাকলে হ্যান্ডসেটটির ব্যাটারির ক্ষতি হয়, সেইসাথে ফোন অনেকটা বেশি গরম হয়ে যায় যার ফলে ডিভাইস নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে।

তবে এর তুলনায় সেই সমস্ত ক্ষতিকর ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলি আরও অনেক বেশি বিপজ্জনক, যেগুলি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের অগোচরেই তাদের পার্সোনাল ডেটা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস, অন্যান্য গুরুত্বপূর্ণ সাইটের লগইন ক্রেডেনশিয়ালস, এমনকি সোশ্যাল মিডিয়া অ্যাপের পাসওয়ার্ডও চুরি করে। এই অ্যাপগুলি ডাউনলোড করা মাত্রই এতে মজুত থাকা ম্যালওয়্যারের মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীদের ফোনের যাবতীয় তথ্যের অ্যাক্সেস পেয়ে যায়, আর এর ফলটা যে কী হয় সেটা নিশ্চয়ই আর আপনাদেরকে আলাদা করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে ইউজারদের সুবিধার্থে নীচে এই ৫টি অ্যাপের তালিকা দেওয়া হল। বলে রাখি যে, গুগল প্লে স্টোর থেকে ইতিমধ্যেই এই অ্যাপগুলিকে সরিয়ে ফেলা হয়েছে। আপনাদের স্মার্টফোনে যদি এগুলির মধ্যে কোনোটি থেকে থাকে, তাহলে আর দেরি না করে অবিলম্বে সেটিকে ডিলিট করে ফেলুন।

Google Play Store-এ উপলব্ধ এই ৫টি বিপজ্জনক অ্যাপের তালিকা

১. PIP Pic Camera Photo Editor: এই অ্যাপ্লিকেশনটি ইতিমধ্যে গুগল প্লে স্টোর থেকে ১ মিলিয়ন মানুষ ডাউনলোড করেছেন। ইমেজ এডিটিং সফটওয়্যাররূপী এই ম্যালওয়্যারটি ইউজারদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস চুরি করতে পারে।

২. Wild & Exotic Animal Wallpaper: এই অ্যাপ্লিকেশনটিকে গুগল প্লে স্টোর থেকে ৫,০০,০০০ বার ডাউনলোড করা হয়েছে বলে জানা গিয়েছে। এই অ্যাডওয়্যার ট্রোজানটি তার আইকন এবং নামকে ‘সিম টুল কিট’ হিসেবে বদলে নিয়ে ব্যাটারি সেভার লিস্টে নিজেকে অ্যাড করে নেয়।

৩. ZodiHoroscope: এই ফরচুন ফাইন্ডার অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ৫,০০,০০০ বার ডাউনলোড হয়েছে। এটি একটি ম্যালওয়্যার যা ইন-অ্যাপ অ্যাডগুলিকে ডিসেবল করার পাশাপাশি ব্যবহারকারীদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস চুরি করে।

৪. PIP Camera 2022: এই অ্যাপ্লিকেশনটি ফেসবুক অ্যাকাউন্ট হাইজ্যাকারের মতো কাজ করে। প্লে স্টোর থেকে এটিকে ৫০,০০০ সংখ্যক ইউজার ডাউনলোড করেছেন।

৫. Magnifier Flashlight: প্রায় ১০,০০০ বার এই অ্যাপটিকে ডাউনলোড করা হয়েছে। এটি একটি অ্যাডওয়্যার অ্যাপ্লিকেশন যা ভিডিও এবং স্ট্যাটিক ব্যানার বিজ্ঞাপন সরবরাহ করে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

9 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

17 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

46 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago