These 5 things must to do after a new phone buying for better experience safety and longevity

নতুন Smartphone কেনার সাথে সাথেই করুন এই 5টি কাজ, নাহলে পরে আফসোস হতে পারে

Smartphone tips: নতুন কোনো জিনিস কেনার পর কমবেশি সবারই মনে আনন্দ জমাট বাঁধে। আর সেই জিনিসটি যদি হয় স্মার্টফোন, তাহলে তো আর কথাই নেই! কেননা ব্র্যান্ড নিউ ফোন হাতে পাওয়া মানেই লেটেস্ট ফিচার এক্সপ্লোর এবং ব্যবহার করার সুযোগ। কিন্তু অন্যান্য যেকোনো নতুন জিনিস কেনার পরপরই যেমন সবাই সেটির প্রতি যত্নশীল হয়ে পড়েন, তেমনই স্মার্টফোন কেনার পরেও কিছু কাজ করাটা আবশ্যক। অনেক সময়ই ইউজাররা এসব বিষয়কে ততটা আমল দেননা, এদিকে পরবর্তী সময়ে তাদের এই অবহেলা বড় চাপ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আজ আমরা এমন পাঁচটি জিনিস সম্পর্কে কথা বলব, যেগুলি ফোন কেনার ঠিক পরের মুহূর্তের জন্য মাথায় উচিত।

এই ৫টি কাজ করলে নতুন ফোন ভালোভাবে, নিরাপদে উপভোগ করতে পারবেন

  • প্রোটেকশন ব্যবহার: নতুন ফোন আনবক্সিং করার পরপরই সেটিকে স্ক্র্যাচ এবং অন্যান্য ড্যামেজ থেকে রক্ষা করতে স্ক্রিন প্রোটেক্টর এবং ব্যাক কভার লাগান। বাজারে অনেক ধরনের স্ক্রিন প্রোটেক্টর বা ব্যাক কভার পাওয়া যায়, আপনি নিজের পছন্দ এবং বাজেট অনুযায়ী সেরা বিকল্পটি বেছে নিতে পারেন।
  • সফ্টওয়্যার আপডেট: নতুন ফোন চালু করার পর অবশ্যই তাতে উপস্থিত সমস্ত সফ্টওয়্যার এবং অ্যাপ্লিকেশন আপডেট করুন। এতে করে আপনি লেটেস্ট সিকিউরিটি প্যাচের সুরক্ষা এবং নতুন ফিচার পাবেন। এক্ষেত্রে অ্যাপ স্টোর থেকে প্রয়োজনীয় ও পছন্দের অ্যাপ ডাউনলোড করে নিন।
  • SIM কার্ডের সেটআপ: নতুন ফোনে নিজের সিম কার্ডটি লাগিয়ে সেটিকে সক্রিয় ও সেটআপ করুন। এর পাশাপাশি কানেক্টিভিটির জন্য ইন্টারনেট সেট আপ করুন বা স্মার্টফোনটিকে ওয়াই-ফাইতে সংযুক্ত করুন।
  • ডেটা ট্রান্সফার: পুরানো ফোন থেকে নতুন ফোনে ডেটা (কন্ট্যাক্ট, ফটো, ভিডিও ইত্যাদি) ট্রান্সফার করুন। এছাড়া গুগল ড্রাইভ (Google Drive), আইক্লাউড (iCloud) বা অন্য কোনো ক্লাউড স্টোরেজ পরিষেবা ব্যবহার করে ডেটা ব্যাকআপ এবং রিকভার করতে পারেন।
  • সিকিউরিটি সেটিংস এডিট: নতুন ফোন কেনার পর সেটির সুরক্ষার দিকটিও দেখা দরকার। তাই যত তাড়াতাড়ি সম্ভব ফোনের সিকিউরিটি সেটিংসে গিয়ে পিন, পাসওয়ার্ড বা প্যাটার্ন লক সেট করুন। এছাড়া নিজের সুবিধেমতো বায়োমেট্রিক সিকিউরিটি (যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রেকগনিশন) সক্রিয় করতে পারেন।

এছাড়াও নতুন ফোনে ‘ফাইন্ড মাই ডিভাইস’ (Find my device)-এর মতো পরিষেবাও অ্যাক্টিভেট করে রাখতে হবে, যাতে ফোনটি কোনোভাবে হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে খুঁজে পেতে সমস্যা না হয়। ফোনটিকে জল ও ধুলোবালি থেকে যথাসম্ভব দূরে রাখা দরকার। আর সবসময় অফিশিয়াল চার্জার বা কেবল ব্যবহার করুন। কোনো অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোড করবেননা।