সস্তায় কিনুন এই 4টি সেরা Water Purifier, বর্ষায় শরীর সুস্থ থাকবে, পাবেন সুস্বাদু জলও

Best Water Purifier under 20000: বর্ষার দিন এসে গেছে! আর বাদলা দিনে একটু সাবধান না থাকা মানেই পেটের গণ্ডগোলসহ নানাবিধ শরীর খারাপ। আসলে এই সময়ে…

Best Water Purifier under 20000: বর্ষার দিন এসে গেছে! আর বাদলা দিনে একটু সাবধান না থাকা মানেই পেটের গণ্ডগোলসহ নানাবিধ শরীর খারাপ। আসলে এই সময়ে চোখে দেখা যায়না এমন কিছু অশুদ্ধি এবং ব্যাকটেরিয়া জলের সাথে মিশে থাকে, যা আমাদের শরীরের সাথে মিশে গেলেই আমাদের অসুস্থ করে তুলতে পারে। এমতাবস্থায় জল সংক্রান্ত ঝামেলা মেটাতে হলে একটি ওয়াটার পিউরিফায়ার (Water Purifier) প্রয়োজন। সেক্ষেত্রে আপনি যদি বর্তমানে একটি ভালো মানের ওয়াটার পিউরিফায়ার কিনতে চান এবং আপনার বাজেট কম হয়, তাহলে Amazon-এর Monsoon Appliances Fest-এর অফারগুলি অত্যন্ত কাজে আসতে পারে। কারণ চলতি সেলে কয়েকটি সেরা ওয়াটার পিউরিফায়ার বা জল পরিশোধক মেশিনে ছাড় দেওয়া হচ্ছে, যার ফলে আপনি খুব সস্তাতেই এগুলি কিনতে পারবেন এবং পাবেন বিশুদ্ধ, সুস্বাদু ও স্বাস্থ্যকর জলের জোগান। আসুন, এক নজরে দেখে নিই Amazon Sale-এর কিছু অফার।

সেলে এই চারটি ওয়াটার পিউরিফায়ারে ছাড় দিচ্ছে Amazon

১. V-Guard Zenora RO+MF+MB Water Purifier: এই ওয়াটার পিউরিফায়ারের দাম ১২,৭৪৯ টাকা হলেও, এখন অ্যামাজন মনসুন সেলে এটি ৮,৪৯৯ টাকায় কেনা যাবে।

ওয়াটার পিউরিফায়ারটি ২,০০০ পিপিএম পর্যন্ত জল বিশুদ্ধ করে, যার জন্য এতে ৮টি বিশেষ স্টেজ রয়েছে। অন্যদিকে এতে ৭ লিটারের ট্যাঙ্ক, ইউভি (UV) এবং আরও (RO) ফিচার, এলইডি ইন্ডিকেটর ইত্যাদি ইত্যাদি ফিচার দেওয়া হয়েছে। এটি ১০০% ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি।

২. Livpure Pep Pro Grand RO+UV+Mineraliser 15 LPH Water Purifier: সেলে এই ওয়াটার পিউরিফায়ারটি ১২,৯৯০ টাকা দিয়ে কেনা যাবে, এর এমআরপি (MRP) এমনিতে ১৬,৯৯০ টাকা।

এই ওয়াটার পিউরিফায়ারটি ৭ লিটারের বিশুদ্ধ স্টোরেজ ট্যাঙ্ক, ৭ স্টেজ পিউরিফিকেশন, সুরক্ষিত প্লাস্টিক ও কপার মেটেরিয়াল এবং এলইডি ইন্ডিকেটর অফার করে। এতে ইউভি, আরও এবং মিনারেলাইজার দেওয়া হয়েছে।

৩. LG WW152NP 8L Dual Protection airtight Water Purifier: এর মূল্য ২৪,৯৯৯ টাকা, কিন্তু এখন এটি অ্যামাজনে ১৬,৪৯৯ টাকায় কেনার জন্য উপলব্ধ।

এই আরও+ মিনারেল বুস্টার ওয়াটার পিউরিফায়ারটিতে ৮ লিটারের বায়ুরোধী স্টেইনলেস স্টিলের ট্যাঙ্ক আছে। সাথে রয়েছে ৪ স্টেজ পিউরিফিকেশনের সুবিধা, স্মার্ট ডিসপ্লে, মাল্টিস্টেজ ফিল্টারের মতো ফিচার। এর ডিজাইনও খুবই স্টাইলিশ, অন্যদিকে আপনি এর ট্যাঙ্কে ১০ বছরের ওয়ারেন্টি এবং সম্পূর্ণ প্রোডাক্টে ১ বছরের ওয়ারেন্টি পাবেন।

৪. Aquaguard Ritz RO+UV Copper & Zinc Water Purifier: অ্যাকোয়াগার্ড ভারতের বাজারে একটি জনপ্রিয় নাম। সেক্ষেত্রে চলতি সেলে সংস্থার এই প্রোডাক্টটি ২৭,০০০ টাকার বদলে ১৭,৯৯৯ টাকায় মিলছে।

ফিচারের কথা বললে, এই ওয়াটার পিউরিফায়ারটিতে ৮ স্টেজ পিউরিফিকেশন, টেস্ট অ্যাডজাস্টার প্রযুক্তি, এনার্জি সেভিং মোড, জিঙ্ক বুস্টার ইত্যাদি ফিচার থাকবে। পাশাপাশি এটি ৫.৫ লিটার ট্যাঙ্ক বহন করবে। এর ডিজাইনও বেশ স্টাইলিশ।