উইন্ডোজ ১০ ইউজাররা সাবধান, একটি ফাইল খুললেই নষ্ট হতে পারে হার্ড ডিস্ক

আপনি কি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে মাইক্রোসফটের উইন্ডোজ ১০ (Windows 10) সিস্টেম ব্যবহার করেন? তাহলে এক্ষুনি সতর্ক হোন। আসলে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে একটি বিপদজনক ম্যালিশিয়াস বাগ (malicious bug) খুঁজে পাওয়া গেছে। সিকিউরিটি রিসার্চার Jonas L এই বাগ খুঁজে পেয়েছেন। এই বাগটি আপনার ডিভাইসের হার্ড ডিস্ক নষ্ট (corrupt) করে দিতে পারে।

সিকিউরিটি রিসার্চার জানিয়েছেন, এই বাগ কোনো জিপ ফাইল, কোনো ফোল্ডার, এমনকি উইন্ডোজের কোনো শর্টকাটের মধ্যে লুকিয়ে থাকতে পারে। ২০১৮ সালে উইন্ডোজ ১০ ১৮০৩ আপডেট থেকে এই বাগ সিস্টেমে ঢুকে পরে। অ্যানালিস্ট Will Dormann বলেছেন, বিগত তিন বছর ধরে এই বাগটি উইন্ডোজ ১০এ সক্রিয় আছে। এই ম্যালওয়্যার কেবল ISO, VHD, VHDX অথবা একটি HTML ফাইল খুললেই ডিভাইসের ক্ষতি করতে পারে।

মাইক্রোসফটও উইন্ডোজ ১০ এর এই বাগটির কথা স্বীকার করেছে, এবং এটিকে কত তাড়াতাড়ি সিস্টেম থেকে দূর করা যায় তার ওপরে কাজ করছে । দ্যা ভার্জ-কে দেওয়া এক বিবৃতিতে মাইক্রোসফট বলেছে, “আমরা এই বিষয়ে সচেতন এবং ভবিষ্যতে একটি আপডেট প্রদান করব।”

Bleeping Computer এর রিপোর্ট অনুযায়ী, যেসমস্ত উইন্ডোজ ১০ ব্যবহারকারির হার্ড ডিস্কে এই বাগের কারণে সমস্যা হয়েছে, তারা পিসি রিস্টার্ট করলে সমস্যা ঠিক হয়ে যাবে। যদিও সবার ক্ষেত্রে এই কৌশল না খাটতেও পারে। সেক্ষত্রে সমস্যা সমাধানের অন্য কোনো পথ আপাতত নেই বলে রিপোর্টে দাবি করা হয়েছে।