টিকটক বনাম ইউটিউব: ক্যারিমিনাটির ভিডিওতে গর্ব চূর্ণ টিকটকারদের

আপনি যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন, তাহলে নিশ্চই জানবেন গত তিন সপ্তাহ ধরে একটি হ্যাশট্যাগ ট্রেন্ড করছে, যা হল ইউটিউব বনাম টিকটক। দুই জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক ও ইউটিউবের কিছু ক্রিয়েটরদের মধ্যে, কোন প্ল্যাটফর্ম বড় সেই নিয়ে বিতর্ক শুরু হয়। বিতর্কের সূত্রপাত, এলভিস যাদব যখন তার দ্বিতীয় ইউটিউব চ্যানেল Elvish Yadav Vlogs থেকে টিকটকের উপর একটি রোস্ট ভিডিও আপলোড করে।

যেখানে এলভিস যাদব রিভলবার রানী সহ টিকটকের জনপ্রিয় কিছু ক্রিয়েটরদের নিয়ে মজা করে। যা মোটেই পছন্দ হয়নি কিছু টিকটক ক্রিয়েটরের। এরপর Amir Siddiqui নামে একজন টিকটকার IGTV তে একটি ভিডিও পোস্ট করে ইউটিউব ও তাদের ক্রিয়েটরদের বিরুদ্ধে অভিযোগ করে যে, ইউটিউবারদের মধ্যে কোনো একতা নেই এবং ইউটিউবাররা টিকটকের ভিডিও নিয়ে জনপ্রিয়তার পাশাপাশি পয়সা কামাচ্ছে।

আমির সিদ্দিকী এও জানায় যে, বড় বড় ব্র্যান্ড ইউটিউব ছেড়ে এখন টিকটকে আসছে। এই ভিডিও আসার পর আর বসে থাকেনি ভারতের নম্বর ওয়ান ইউটিউব রোস্টার Carry Minati (অজেয় নাগর)। গতকাল ক্যারি তার চ্যানেলে YOUTUBE VS TIK TOK: THE END নামে একটি ভিডিও আপলোড করে। যেখানে সে আমির সিদ্দিকীর সমস্ত অভিযোগ খণ্ডন করেছে।

এই ভিডিও মানুষের এতটাই পছন্দ হয়েছে যে এক দিনের মধ্যে এই ভিডিও তে ৩৩ মিলিয়ন ভিউ এসেছে। শুধু তাই নয়, ক্যারির এই ভিডিও ভারতের সবচেয়ে বেশি লাইক (আপাতত ৬.৭ মিলিয়ন) পাওয়া ভিডিও তে পরিণত হয়েছে। এমনকি এই ভিডিও আসার পর টুইটারে #CarryMinati ও ট্রেন্ড করতে শুরু করে। নিচের লিংকে ক্লিক করে আপনি এই ভিডিও দেখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *