Top 10 Best Selling Scooters In Feb 2022: গত মাসে সবচেয়ে বেশি কোন স্কুটার বিক্রি হল, দেখে নিন সম্পূর্ণ তালিকা

জানুয়ারির পর ২০২২-এর ফেব্রুয়ারিও ভারতের বাজারে স্কুটারের বিক্রি হতাশ করেছে সংস্থাগুলিকে। ২০২১-এর ফেব্রুয়ারির তুলনায় গত মাসে বিক্রিবাটা অনেকাংশেই সংকুচিত হতে দেখা গেছে। করোনার তৃতীয় ঢেউয়ের পর অর্থনীতিতে ফের একবার গতি এলেও এ বছরের ফেব্রুয়ারি টু-হুইলার সংস্থাগুলির মুখে হাসি ফোটাতে ব্যর্থ। তবুও বেচাকেনার নিরিখে দেশের সর্বাধিক বিক্রিত স্কুটার হিসেবে নিজের স্থান ধরে রেখেছে হন্ডা অ্যাক্টিভা (Honda Activa)। গত মাসে এর ১,৪৫,৩১৭ ইউনিটবিক্রয় হয়েছে। যদিও ২০২১-এর ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছিল ২,০৯,৩৮৯টি। ফলে Honda Activa-র বিক্রিতে পতন ঘটেছে ৩০.৬%।

বেচাকেনার নিরিখে তালিকার দ্বিতীয় স্থানটি দখল করেছে টিভিএস জুপিটার (TVS Jupiter)‌। এ বছর ফেব্রুয়ারিতে মোট ৪৭,০৯২টি জুপিটার বিক্রি হয়েছে। গত বছর একই সময়ে এর ৫২,১৮৯ ইউনিট নতুন ক্রেতা খুঁজে পেয়েছিল। গত মাসে ৩৭,৫১২ ইউনিট বিক্রির মাধ্যমে তালিকার তৃতীয় স্থান ধরে রেখেছে সুজুকি অ্যাক্সেস (Suzuki Access)। এটি ২০২১-এর ফেব্রুয়ারিতে ৪৮,৪৯৬টি বিক্রি হয়েছিল৷

তালিকার চতুর্থ স্থানের দখলদার টিভিএস এনটর্ক (TVS Ntorq)। এবছর ফেব্রুয়ারিতে ২৩,০৬১টি বিক্রি হওয়ায় গত বছরের এই সময়ের তুলনায় কমেছে ৬%। ২০২১-এ এর বিক্রির পরিমাণ ছিল ২৪,৫৫৫। এরপর রয়েছে হন্ডা ডিও (Honda Dio), এটি ১৫,৪৮৭টি বিক্রি হয়েছে গত মাসে। তুলনাস্বরূপ, ২০২১-এর ফেব্রুয়ারীতে ২৮,১৭১টি হন্ডা ডিও বিক্রিবাটা হয়েছিল। আগের মাসের মত ফেব্রুয়ারিতে তালিকার ষষ্ঠ স্থান নিজের দখলে রেখেছে হিরো প্লেজার+ (Hero Pleasure+)। গত মাসে মোট ১৪,২০৭টি বেচাকেনা হয়েছে। ২০২১-এর ফেব্রুয়ারিতে সেটা ছিল ২৩,১০৬টি।

সুজুকি অ্যাভিনিস (Suzuki Avenis) এর বিক্রির পরিমাণ ১০,৩৮২। আবার এ বছরের ফেব্রুয়ারিতে সুজুকি বার্গম্যান স্ট্রিট (Suzuki Burgman Street)-এর বেচাকেনা সামান্য বেড়েছে। গত মাসে এটি ৮,৬৩৬টি বিক্রি হয়েছিল, গত বারের ফেব্রুয়ারিতে এর বিক্রির সংখ্যা ছিল ৮,৫৩৩টি। তালিকার নবম ও দশম স্থানটি দখল করেছে যথাক্রমে ইয়ামাহা রেজিআর (Yamaha RayZR) ও টিভিএস স্কুটি পেপ+ (TVS Scooty Pep+)। ফেব্রুয়ারিতে এই দুটি স্কুটার বিক্রি হয়েছে যথাক্রমে ৮,৩৫৫টি ও ৬,৬৯৫টি।