Hero Splendor-এর আধিপত্য অব্যাহত, জানুয়ারিতে দেশে টপ টেন বেস্ট সেলিং বাইক ও স্কুটারের তালিকা দেখে নিন

প্রকাশ পেল ২০২২-এর জানুয়ারিতে ভারতে সর্বাধিক বিক্রিত প্রথম দশটি টু-হুইলারের তালিকা। সেখানে দেখা গেছে বাজাজ প্ল্যাটিনা (Bajaj Platina) বাদে প্রতিটি টু-হুইলারের বিক্রি গত বছরের তুলনায় অনেকাংশেই কমেছে। বরাবরের মত এবারও তালিকার প্রথম স্থানে রয়েছে হিরো স্প্লেন্ডর (Hero Splendor)। গত মাসে Hero মোট ২,০৮,২৬৩ টি Splendor বিক্রয় করেছে। গত বছরের তুলনায় যা ৭.৬ শতাংশ কম। ২০২১-এর জানুয়ারিতে বাইকটির বেচাকেনার পরিমাণ ছিল ২,২৫,৩৮২।

তালিকার দ্বিতীয় স্থানটি দখল করেছে হন্ডা অ্যাক্টিভা (Honda Activa)। জানুয়ারিতে ভারতে এটি বিক্রিবাটা হয়েছে ১,৪৩,২৩৪ টি। তবে গত বছরের ওই মাসে স্কুটারটির বিক্রির সংখ্যা ছিল অনেকাংশেই বেশি, যা ২,১১,৬৬০ ইউনিট। ফলে গত বছরের তুলনায় এ বছর এর বিক্রির হার ৩২.৩ শতাংশ কমেছে। হন্ডা সিবি সাইন (Honda CB Shine) জানুয়ারিতে ১,০৫,১৫৯ টি বিক্রি হওয়াহ মাধ্যমে তালিকার তৃতীয় স্থান দখল করেছে। ২০২১-এর জানুয়ারিতে ১,১৬,২২২ টি বিক্রি হওয়ায় এর চাহিদায় পতন ঘটেছে ৯.৫%।

চতুর্থ স্থানে রয়েছে হন্ডা এইচএফ ডিলাক্স (Honda HF Deluxe)। এটি গত মাসে ৮৫,৯২৬ টি বিক্রি হয়েছিল৷ গত বছরের জানুয়ারির তুলনায় বিক্রি ৩৬.২% সঙ্কুচিত হয়েছে। ২০২১-এর জানুয়ারিতে এই সংখ্যাটি ছিল ১,৩৪,৮৬০ টি। ভারতীয়দের সবচেয়ে প্রিয় রেসিং বাইক বাজাজ পালসার (Bajaj Pulsar) জানুয়ারিতে ৬৬,৮৩৯ টি বিক্রি হয়েছে। গত বছর এটি বিক্রি হয়েছিল ৯৭,৫৮০ টি। ২০২২-এর জানুয়ারিতে বিক্রির নিরিখে ৭১.৩% হার বাড়িয়েছে বাজাজ প্ল্যাটিনা (Bajaj Platina)।

২০২১-এর জানুয়ারিতে প্ল্যাটিনার ২৭,১৩১টি ইউনিট বিক্রি হয়েছিল৷ আর সেটা গতমাসে বেড়ে দাঁড়িয়েছে ৪৬,৪৯২ ইউনিট৷ জানুয়ারিতে ৪৩,৪৭৬ ইউনিট বিক্রয়ের ফলে তালিকার সপ্তম স্থানে রয়েছে টিভিএস জুপিটার (TVS Jupiter)। এরপরই রয়েছে সুজুকি অ্যাক্সেস (Suzuki Access)। জানুয়ারিতে এটি ৪২,১৪৮ টি বিক্রয় হয়েছে। গতবার এর বিক্রয়ের সংখ্যা ছিল ৪৫,৪৭৫ টি। তালিকার নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে টিভিএস এক্সএল১০০ (TVS XL100) ও হন্ডা ডিও (Honda Dio)। গত মাসে এদের বিক্রির সংখ্যা ছিল যথাক্রমে ৩৫,৭৮৫ টি ও ২৭,৮৩৭ টি।