প্রায় অর্ধেক দামে iPhone সহ Redmi, Samsung, Realme-র ফোন! রিফারবিশড মোবাইল কিনবেন নাকি?

নয়া স্মার্টফোন কেনার ক্ষেত্রে বাজেট কম থাকলে, ফিচারের দিক থেকে আমাদের আপস করতে হয়। কিন্তু এমন একটি উপায় আছে, যার দরুন ফিচারে ঠাসা স্মার্ট মোবাইল অতিশয় সাশ্রয়ী মূল্যে কিনে নেওয়া যাবে। এর জন্য আপনাদের চলে যেতে হবে, অনলাইন শপিং সাইট Flipkart (2Gud) অথবা Paytm Mall -এর ‘রিফারবিশড ফোন স্টোর’ (Refurbished Phone) -এ। এখানে Samsung, Xiaomi, Oppo, এমনকি Apple ব্র্যান্ডের মোবাইল ‘মার্কেট প্রাইজ’ এর থেকে অনেক কমে কিনে নেওয়া যাবে। আগ্রহীরা, টেকগাপের এই প্রতিবেদন থেকে কয়েকটি সেরা ডিল যুক্ত রিফারবিশড স্মার্টফোনের তালিকা দেখে নিতে পারেন।

প্রসঙ্গত জানিয়ে রাখি, রিফারবিশড ফোন দু’প্রকারের হয়। যার মধ্যে একটি সেকেন্ড হ্যান্ড বা ব্যবহৃত ফোন। আর অপর প্রকারটি, শিপিং বা বিক্রির সময় ম্যানুফ্যাকচার জনিত ত্রুটি ধরা পড়লে কোম্পানি পুনরায় সেটি ঠিক করে বাজারে নিয়ে আসে। তাই এগুলির বিক্রয় মূল্য তুলনায় কম রাখা হয়। তবে, পুরোনো হওয়া বা ত্রুটি থাকা নিয়ে যদি আপনাদের মনে দ্বিধা তৈরি হয়, তবে বলে দিই, রিফারবিশড বা সংস্কারকৃত এই ফোনগুলি সংস্থা দ্বারা সার্টিফাইড হয় এবং বিক্রির সময়ে এগুলির সাথে কিছু মাসের ওয়ারেন্টিও দেওয়া হয়। ফলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফোনে কোনো সমস্যা দেখা দিলে আপনাকে অতিরিক্ত গ্যাঁটের কড়ি খরচ করতে হবে না।

রিফারবিশড ফোনের তালিকা

iPhone 11 : ১১তম প্রজন্মের এই আইফোনের বিক্রয় মূল্য ৩৯,৯৯৯ টাকা। এই দাম ফোনের ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের। এটি ব্ল্যাক কালারে উপলব্ধ।

iPhone 7 : ২ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত আইফোন ৭ হ্যান্ডসেটের দাম ১৪,৯৯৯ টাকা। ফোনটি ব্ল্যাক কালারে কেনা যাবে।

Realme 7 : রিয়েলমি ৭ স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে।এটি ব্লু কালারে এসেছে।

Xiaomi Redmi 5A : শাওমির সাব-ব্র্যান্ড রেডমির উক্ত স্মার্টফোনকে কিনতে কেবল ৩,৫৯৯ টাকা খসাতে হবে। এটি ডার্ক গ্রে কালারে উপলব্ধ।

Samsung Galaxy M31 : স্যামসাং গ্যালাক্সি এম৩১ স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা রাখা হয়েছে। ওসিয়ান ব্লু কালারে বেছে নেওয়া যাবে এই হ্যান্ডসেট।

Nokia 6.1 Plus : নোকিয়া ব্যান্ডের এই স্মার্টফোনকে কিনতে ক্রেতাদের ৬,১৯৯ টাকা খরচ করতে হবে। যা কিনা ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বিক্রয় মূল্য। এটি ব্লু কালারে উপলব্ধ।

Poco F1 : ব্লু কালারের সাথে আসা পোকো এফ১ স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা।

Samsung Galaxy A51 : ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত স্যামসাং গ্যালাক্সি এ৫১ স্মার্টফোনের দাম ১৩,৮৯০ টাকা। এটিকে প্রিজম ক্রস ব্ল্যাক কালারে কেনা যাবে।

Samsung Galaxy M30s : স্যামসাং গ্যালাক্সি এম৩০এস স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। ফোনটি ওপাল ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

Poco X3 : পোকো এক্স৩ স্মার্টফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,১৯৯ টাকা। এটি কোবাল্ট ব্লু কালারে উপলব্ধ।