Honda Activa ফের এক নম্বরে, তারপরেই TVS Jupiter, জানুয়ারিতে দেশে বেস্ট সেলিং স্কুটারের তালিকায় আর কারা

২০২২-এর জানুয়ারি ভারতের বাজারে টু-হুইলারের বিক্রিবাটা হতাশ করেছে সংস্থাগুলিকে। করোনার প্রকোপ কমায় অর্থনীতির চাকা ফের একবার সচল হতে শুরু করলেও বছরের শুরুতেই মন্দার মুখ দেখল কোম্পানিগুলি। ২০২১-এর তুলনায় বেচাকেনা ছিল অনেকাংশেই কম। সেই ধারা বজায় থাকলো স্কুটারের বিক্রিতেও। তবুও অন্যান্যবারের মতই গত মাসে দেশের মধ্যে সবচেয়ে বিক্রি হওয়া স্কুটারের তালিকার প্রথম স্থান ধরে রেখেছে হন্ডা অ্যাক্টিভা (Honda Activa)। গেল মাসে এর ১,৪৩,২৩৪ ইউনিট বিক্রি হয়েছে, ২০২১-এর জানুয়ারিতে যে সংখ্যাটি ছিল ২,১১,৬৬০। ফলে Activa-র বিক্রিবাটা কমেছে ৩২.৩%।

বিক্রির নিরিখে Honda Activa-র চাইতে অনেকটাই পেছনে থাকলেও তালিকার দ্বিতীয় স্থানটি দখল করেছে টিভিএস জুপিটার (TVS Jupiter)। এ বছর জানুয়ারিতে মোট ৪৩,৪৭৬ টি জুপিটারের মডেল বিক্রি হয়েছে। গত বছর যা ছিল ৫১,৯৫২ টি। গত মাসে ১৬.৩ শতাংশ বিক্রি সঙ্কুচিত হয়েছে। জানুয়ারিতে ৪২,১৪৮ ইউনিট বিক্রির মাধ্যমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সুজুকি অ্যাক্সেস (Suzuki Access)। ২০২১-এ এটি বিক্রি হয়েছিল ৪৫,৪৭৫টি৷

তালিকার চতুর্থ স্থানের দখলদার হন্ডা ডিও (Honda Dio)। গেল মাসে ২৭,৮৩৭ সংখ্যক বিক্রি হয়েছে স্কুটারটি। আবার গত বছর একই সময়ে এটি বিক্রয় হয়েছিল ২৮,৯১৪ টি। এরপর রয়েছে টিভিএস এনটর্ক (TVS Ntorq), এটি ২১,১২০টি বিক্রি হয়েছে৷ তুলনাস্বরূপ, ২০২১-এর জানুয়ারিতে ২৭,৭৬৬টি এনটর্কবিক্রি হয়েছিল । তালিকার ষষ্ঠ স্থান দখল করেছে হিরোর স্কুটার। হিরো প্লেজার+ (Hero Pleasure+) গত মাসে মোট ১৩,১৯৫টি বিক্রি হয়েছে। ২০২১-এর জানুয়ারিতে সেটা ছিল ১৮,৬০৩ টি।

সুজুকি বার্গম্যান স্ট্রীট (Suzuki Burgman Street) এর বিক্রির পরিমাণ ৯,৫০৪। গেল বার সেটি ছিল ৮,৭৪৩। এরপর আছে ইয়ামাহা রেজিআর (Yamaha RayZR), যেটির বেচাকেনার সংখ্যা ৭,০৩০ টি, গত বছরে ১০,৫০৪ টি বিক্রি হয়েছিল এটি। তালিকার নবম ও দশম স্থানটি দখল করেছে যথাক্রমে সুজুকি অ্যাভিনিস (Suzuki Avenis) ও ইয়ামাহা ফ্যাসিনো (Yamaha Fascino)। জানুয়ারিতে এই দুটি স্কুটার বিক্রি হয়েছে যথাক্রমে ৬,৩১৪ টি ও ৬,২২১ টি।