১০ হাজার টাকার কমে Nokia, Realme, Moto, Infinix-র সেরা দশটি স্মার্টফোন দেখে নিন

ভারত সহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ১০,০০০ টাকার রেঞ্জের স্মার্টফোনের চাহিদা তুঙ্গে। এই কারণে স্মার্টফোন কোম্পানিগুলি এই রেঞ্জে নতুন নতুন ফোন লঞ্চ করে থাকে। বিগত কয়েকমাসে ভারতে Micromax In 2b, Poco C3, Motorola Moto G10 Power, Infinix Hot 10S, Nokia C20 Plus, Realme Narzo 30A এবং Infinix Smart 5 এর মতো ফোনগুলি বাজেট রেঞ্জে লঞ্চ হয়েছে। এই প্রতিবেদনে আমরা এই রেঞ্জের এমনই সেরা ১০টি স্মার্টফোনের খোঁজ দেব। ফলে যারা ১০,০০০ টাকার কমে নতুন ফোন খোঁজ করছেন, তারা প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

১০,০০০ টাকার কমে উপলব্ধ সেরা ১০টি স্মার্টফোনের তালিকা

Micromax In 2b: অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম চালিত মাইক্রোম্যাক্স ইন ২বি স্মার্টফোনে একটি ৬.৫২ ইঞ্চির (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে আছে। এতে অক্টা-কোর ইউনিসক টি৬১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ছবি তোলার জন্য ফোনে, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল-রিয়ার ক্যামেরা আছে। থাকছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ এবং প্রক্সিমিটি সেন্সর বর্তমান। এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে।

দাম : মাইক্রোম্যাক্সের অফিশিয়াল ওয়েবসাইটে Micromax In 2b ফোনের ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৪৯৯ টাকা। এটি ব্ল্যাক, ব্লু ও গ্রীন কালারে পাওয়া যাবে।

Poco C3: ৬.৫৩ ইঞ্চির (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে সহ আসা পোকো সি৩ স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১০ ওএস সিস্টেমে কাজ করবে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে ফোনে, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এতে ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে।

দাম : ই-কমার্স সাইট ফ্লিপকার্টের লিস্টিং অনুযায়ী, Poco C3 ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা। এটি আর্কটিক ব্লু, লাইম গ্রিন এবং ম্যাট ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

Motorola Moto G10 Power: মোটোরোলা মোটো জি১০ পাওয়ার স্মার্টফোনে রয়েছে একটি ৬.৫১ ইঞ্চির (৭২০x১,৬০০ পিক্সেল) এইচডি প্লাস ডিসপ্লে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে ফোনে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১১ ওএস। ছবি তোলার জন্য ফোনের ব্যাক প্যানেলে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। আর সেলফি তোলার জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর। সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

দাম : Motorola Moto G10 Power ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। এটি অরোরা গ্রে এবং ব্রীজ ব্লু কালারে পাওয়া যাবে।

Infinix Hot 10S: অ্যান্ড্রয়েড ১১ ওএস চালিত ইনফিনিক্স হট ১০এস স্মার্টফোনে দেওয়া হয়েছে একটি ৬.৮২ ইঞ্চির (৭২০x১,৬৪০ পিক্সেল) ডিসপ্লে। এটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর সহ এসেছে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে এতে, ২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এতে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

দাম : Infinix Hot 10S ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। এটি ব্ল্যাক, মোরান্ডি গ্রীন, হার্ট অফ ওশান এবং পার্পল কালারে পাওয়া যাবে।

Nokia C20 Plus: ৬.৫০ ইঞ্চির (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে যুক্ত নোকিয়া সি২০ প্লাস স্মার্টফোনে থাকছে অক্টা-কোর ইউনিসক এসসি৯৮৬৩এ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১০ (গো এডিশন) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। ক্যামেরা ফ্রন্টের প্রসঙ্গে বললে ফোনে, ডুয়েল-রিয়ার ক্যামেরা (৮ মেগাপিক্সেল+২ মেগাপিক্সেল) সেটআপ এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৪,৯৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম : নোকিয়ার অফিসিয়াল সাইট অনুযায়ী, Nokia C20 Plus ফোনের প্রারম্ভিক মূল্য প্রায় ৮,৯৯৯ টাকা। এটি ব্লু ও গ্রে কালারে পাওয়া যাবে।

Realme C15: অ্যান্ড্রয়েড ১০ ওএস চালিত রিয়েলমি সি ১৫ স্মার্টফোনে একটি ৬.৫০ ইঞ্চির ডিসপ্লে দেখা যাবে। এতে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। একই সাথে, সেলফি তোলার জন্য থাকছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। আবার সিকিউরিটির জন্য উপলব্ধ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে।

দাম : রিয়েলমির অফিসিয়াল সাইট অনুযায়ী, Realme C15 ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। এটি পাওয়ার ব্লু এবং পাওয়ার সিলভার কালারে পাওয়া যাবে।

Tecno Spark 7: অ্যান্ড্রয়েড ১১ ওএস চালিত টেকনো স্পার্ক ৭ স্মার্টফোনে একটি ৬.৫২ ইঞ্চির (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে আছে। উন্নত পারফরম্যান্সের জন্য থাকছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও এ২৫ প্রসেসর। ক্যামেরা ফ্রন্টের কথা বললে ফোনে, ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।

দাম : ই-কমার্স সাইট অ্যামাজনে, Tecno Spark 7 ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৭,৬৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এটিকে স্প্রুস গ্রিন, ম্যাগনেট ব্ল্যাক এবং মরফিউস ব্লু কালারে পাওয়া যাবে।

Infinix Smart 4 Plus: ৬.৮২ ইঞ্চির (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে যুক্ত ইনফিনিক্স স্মার্ট ৪ প্লাস স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে কাজ করবে। আবার উন্নত পারফরম্যান্সের জন্য এটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও এ২৫ প্রসেসর সহ এসেছে। ছবি তোলার জন্য ফোনের ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর সেলফি তোলার জন্য থাকছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর। এতে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে।

দাম : ই-কমার্স সাইট ফ্লিপকার্টের লিস্টিং অনুযায়ী, Infinix Smart 4 Plus ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭,৯৯৯ টাকা। এটিকে মিডনাইট ব্ল্যাক, ওশেন ওয়েভ এবং ভায়োলেট কালারে পাওয়া যাবে।

Realme Narzo 30A: রিয়েলমি নারজো ৩০এ স্মার্টফোনে রয়েছে ৬.৫০ ইঞ্চির (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে। এটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর সহ এসেছে। অ্যান্ড্রয়েড ১০ ওএস চালিত এই ফোনে, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। পাওয়ার ব্যাকআপের জন্য পাওয়া যাবে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি।

দাম : রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, Realme Narzo 30A ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা। এটি লেজার ব্ল্যাক এবং লেজার ব্লু কালারে পাওয়া যাবে।

Infinix Smart 5: অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চালিত ইনফিনিক্স স্মার্ট ৫ ফোনে রয়েছে একটি ৬.৮২ ইঞ্চির (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে। এতে ২ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ক্যামেরা ফ্রন্টের প্রসঙ্গে বললে এতে, ১৩ মেগাপিক্সেল রিয়ার সেন্সর এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। থাকছে ফেস আনলক ফিচার ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম : ই-কমার্স সাইট ফ্লিপকার্টে Infinix Smart 5 ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেকে এখন ৭,৪৯৯ টাকায় এনলিস্ট করা হয়েছে। এটি এজিয়ান ব্লু, মোরান্ডি গ্রিন, অবসিডিয়ান ব্ল্যাক এবং ৭° পার্পেল কালারে পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন