ভাড়াবাড়িতেও ইচ্ছেমতো বরফ-শীতল হাওয়া পাবেন, এই গরমে 1,000 টাকার কমে কিনুন Mini AC

এই বছর গ্রীষ্মের মরসুম পশ্চিমবঙ্গ তথা প্রায় গোটা ভারতের জন্য অসহ্যকর পরিস্থিতি তৈরি করেছে। এপ্রিল থেকেই চরম গরমে নাকাল হচ্ছেন সকলেই, মাঝে দু-এক পশলা বৃষ্টি…

এই বছর গ্রীষ্মের মরসুম পশ্চিমবঙ্গ তথা প্রায় গোটা ভারতের জন্য অসহ্যকর পরিস্থিতি তৈরি করেছে। এপ্রিল থেকেই চরম গরমে নাকাল হচ্ছেন সকলেই, মাঝে দু-এক পশলা বৃষ্টি হলেও স্বস্তি নেই। এমতাবস্থায় বাড়ির বাইরের আবহাওয়ার বিপরীতে কিছু করা সম্ভব না হলেও, অধিকাংশেরই বাড়িতে কুলার বা এসি ছাড়া কাজ চলছেনা। কিন্তু যদি কেউ বাড়ি থেকে দূরে হোস্টেল বা ভাড়া বাড়িতে থাকেন, সেক্ষেত্রে কী হবে? কেননা এইসব জায়গায় কেবলমাত্র ফ্যানের হাওয়ায় কাজ মেটেনা, এদিকে এসি রুমের ভাড়া প্রচুর। কুছ পরোয়া নেই, এরও সমাধান আছে!

হ্যাঁ, আপনিও যদি কোথাও পেয়িং গেস্ট হিসেবে ভাড়া থাকেন, তাহলে আপনার জন্য সস্তা এবং সেরা বিকল্প হতে পারে পোর্টেবল মিনি এসি। এই এসিগুলি সহজেই যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, আর এগুলি থেকে নির্গত ঠান্ডা বাতাস একজনের পক্ষে আরামসে উপভোগ্য। আপনার সুবিধার জন্য আমরা এখানে অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-তে উপলব্ধ ‘দামে কম মানে ভালো’ তিন-তিনটি পোর্টেবল মিনি এসির হদিশ দেব।

সস্তায় কিনে নিতে পারেন এই তিনটি Mini AC

১. VOFFY Arctic Air Ultra Mini AC: এই মিনি এসিটি অ্যামাজনে মাত্র ৯৮৫ টাকায় পাওয়া যাচ্ছে।

স্টাইলিশ ডিজাইনের এই এসিতে রয়েছে Ontel Arctic Air Pure Chill 2.0 ফিচার, যা কয়েক মিনিটেই ঠান্ডা অনুভূতি দেয়। এর উপরের অংশে, আইস-কিউব রাখার জন্য ক্যাবিনেটও আছে।

২. EYUVAA LABEL Portable Mini AC: অ্যামাজনে এটির দাম মাত্র ৯৯৯ টাকা।

শক্তিশালী বিল্ড-কোয়ালিটির এই মিনি এসিটি লো, মিড ও হাই – তিনটি ভিন্ন স্পিড অফার করে। এছাড়া এটিতে সাইলেন্ট অপারেশনের সুবিধা মেলে।

৩. V FAS World Portable-AC: এটিও অ্যামাজন থেকে মাত্র ৯৯৯ টাকায় কেনা যাবে।

অত্যন্ত স্টাইলিশ এবং পোর্টেবল ডিজাইনের এই মিনি এসিতে ৬০০ মিলিলিটার ক্যাপাসিটির জলের ট্যাঙ্ক রয়েছে, আবার এটি এসি মিস্ট, স্প্রে ইত্যাদি মোডও অফার করে। এতে ইউএসবি পোর্টে প্লাগ-ইনের অপশনও আছে।