চলতি জুলাইয়েই লঞ্চ হয়েছে, বাজেট ৪০ হাজার টাকা হলে কিনতে পারেন এই ৪টি ‘লা-জবাব’ Smartphone

স্মার্টফোন ছাড়া আজকাল জীবন অচল। আর মানুষ তথা বাজারের চাহিদা মেটাতে ব্র্যান্ডগুলি প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো নতুন স্মার্টফোন লঞ্চ করছে। যেমন এই জুলাই…

Top 4 Smartphone That Launches In This July In Rs 40000 Segment Check List With Details

স্মার্টফোন ছাড়া আজকাল জীবন অচল। আর মানুষ তথা বাজারের চাহিদা মেটাতে ব্র্যান্ডগুলি প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো নতুন স্মার্টফোন লঞ্চ করছে। যেমন এই জুলাই মাসটি অনেক নতুন ফোনের আত্মপ্রকাশের সাক্ষী হয়েছে। বাজেট রেঞ্জ থেকে শুরু করে ফ্ল্যাগশিপ – বিভিন্ন ক্যাটেগরিরই নতুন মডেল বাজারে পা রেখেছে। সেক্ষেত্রে আপনি যদি এই ধরণের নতুন ফোন কিনতে চান, আর তার জন্য আপনার বাজেট হয় ৪০ হাজার টাকা, তাহলে আপনার জন্য আজ রইল ওয়ানপ্লাস, শাওমি, রিয়েলমির চারটি সেরা তথা লেটেস্ট মোবাইলের হদিশ।

চলতি মাসে এই ফোনগুলি লঞ্চ হয়েছে, দাম ৪০ হাজার টাকার কম

১. ওপ্পো রেনো ১২ প্রো: ফোনটির দাম শুরু হচ্ছে ৩৬,৯৯৯ টাকা থেকে।

এতে ১,২০০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ ওলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭,৩০০ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‍্যাম, ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

২. ওয়ানপ্লাস ১২আর: এর দাম শুরু হচ্ছে ৩৯,৯৯৯ টাকা থেকে।

হ্যান্ডসেটটিতে ১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড প্রো-এক্সডিআর ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম, ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং ১০০ ওয়াট সুপারভোক চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,৫০০ এমএএইচ ব্যাটারি আছে। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোন ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে।

৩. শাওমি ১৪ সিভি: এটি ন্যূনতম ৩৯,৯৯৯ টাকায় পেয়ে যাবেন।

এই মোবাইল ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫৫ ইঞ্চি কোয়াড-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট, ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম, ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৪,৭০০ এমএএইচ ব্যাটারি, লেইকা টিউনড্ ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৩২ মেগাপিক্সেল ডুয়াল ফ্রন্ট ক্যামেরা এবং ডলবি অডিও স্টেরিও স্পিকার অফার করে।

৪. রিয়েলমি জিটি ৬: এর প্রারম্ভিক মূল্য ৪০,৯৯৯ টাকা। তবে নানাবিধ অফারে দাম আরও কমিয়ে নেওয়া যাবে।

ফিচার বলতে এই ফোনটিতে ৬,০০০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত ৬.৭৮ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড স্ক্রিন, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম, ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, ১২০ ওয়াট সুপারভোক চার্জিং সাপোর্ট, ৫,৫০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত (সনি এলওয়াইটি-৮০৮ সেন্সর) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন। এছাড়াও এটি রিয়েলমি নেক্সট এআই ফাংশন উপভোগ করতে দেবে।