২,০০০ টাকার কমে ওয়্যারলেস ইয়ারফোন কিনতে চান?এই চারটি মডেল হতে পারে সেরার সেরা বিকল্প

স্মার্টফোন ব্যবহার করুন বা ট্যাবলেট, কম্পিউটার – ইয়ারফোন ছাড়া যেকোনো ডিভাইস যেন মশলা ছাড়া খাবার! গান শোনা বা স্বচ্ছন্দে কথা বলা, সমস্ত কিছুই আসান করে দিতে পারে ইয়ারফোন। কিন্তু যদি বারবার এই শখের আনুষাঙ্গিকের তারে জট পড়ে যায় তাহলে কি ভালো লাগে? একদমই না! সেক্ষেত্রে ইউজারদের পছন্দ এবং চাহিদার সাথে ভিত্তি করে এখন বহু কোম্পানিই ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চ করছে। বাজারে উপলব্ধ রয়েছে বহু TWS (ট্রু ওয়্যারলেস স্টেরিও) বিকল্পও। তবে আপনি যদি এই মুহূর্তে ২,০০০ টাকার কমে একটি ওয়্যারলেস ইয়ারফোন কিনতে চান, তাহলে আমাদের এই প্রতিবেদন আপনার কাজে আসতে পারে। কারণ আজ আমরা এই রেঞ্জে উপলব্ধ চার চারটি সেরা বিকল্পের কথা বলব যাতে ১ বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। তো আসুন এই ইয়ারফোনগুলির ফিচার ও দাম সম্পর্কে বিস্তারিত জেনে নিই…

২,০০০ টাকার কমে মিলবে এই ওয়্যারলেস ইয়ারফোনগুলি

Boult Audio ProBass X1-WL: এই ইয়ারফোনে অফ-অ্যাক্সিস ম্যাগনেটিক প্রযুক্তি দেওয়া হয়েছে যা সরাসরি কানে শব্দ পৌঁছে দেয়। অন্যদিকে এতে নয়েজ-আইসোলেটিং অ্যারোস্পেস গ্রেড এএল (AL) ড্রাইভার রয়েছে, এটি বেস অডিও এবং আইসোলেটিং এক্সপেরিয়েন্স প্রদান করে। এছাড়া এটি ইনবিল্ট মাইক্রো উফার বহন করে। ব্যাটারির কথা বললে, এটি ১০ ​​ঘন্টা প্লেব্যাক দেয় এবং চার্জ হতে মাত্র ১-১.৫ ঘন্টা সময় নেয়। এই Boult ইয়ারফোন কিনতে ৭৯৯ টাকা দাম পড়বে।

Tunez R40: ১০ মিমি ডায়নামিক ড্রাইভারের সাথে সজ্জিত এই ইয়ারফোনে কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৫.০ প্রযুক্তি। স্থিতিশীল ট্রান্সমিশনের জন্য, এটি টাইপ সি ট্যুরিং পোর্ট দেওয়া হয়েছে যা ফাস্ট চার্জিং বৈশিষ্ট্য সমর্থন করে। এছাড়াও, এটিতে ১৮০ এমএএইচ লি-আয়ন ব্যাটারি রয়েছে যা মাত্র ১০ মিনিটের চার্জে ১০ ঘন্টা টকটাইম প্রদান করে। এতে ইরগোনোমিক ফিটিং ডিজাইন রয়েছে। উপরন্তু, এটি জল এবং ঘাম প্রতিরোধীও। ইয়ারফোনটির দাম ১,৬৯৯ টাকা।

Realme Buds Wireless: এই ইয়ারফোন বেস্টটেকনিক বিইএস২৩০০ (Besttechnic BES2300) অডিও চিপ এবং ১১.২ মিমি সাউন্ড ড্রাইভার বহন করে। আবার এতে ১১০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৯০ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যায় ও ১২ ঘন্টা মিউজিক প্লেব্যাক প্রদান করে। এছাড়া এটি ম্যাগনেটিক ফাস্ট পেয়ার টেকনোলজির সাথে আসে। এটি কিনতে চাইলে ১,৭৯৯ টাকা দাম পড়বে।

OnePlus Bullets Wireless Z Bass Edition: এতে সেরা অভিজ্ঞতার জন্য ৯.২ মিমি ডায়নামিক ড্রাইভার এবং সুপার বাস টোন ফিচার রয়েছে। আবার এটি একক চার্জে ১৭ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। শুধু তাই নয়, এই OnePlus Bullets ওয়ার্প চার্জ বৈশিষ্ট্যের সাথে সজ্জিত যা মাত্র ১০ মিনিটের চার্জিংয়ে ১০ ঘন্টা মিউজিক প্লেব্যাক প্রদান করবে। এছাড়াও এতে গেমিংয়ের জন্য থাকবে ১০০ এমএস (100ms)-এর কম লেটেন্সি মোড। আগ্রহীরা অ্যামাজন ইন্ডিয়া থেকে এটি ১,৯৯৯ টাকার বিনিময়ে কেনা যাবে।