ভারতের এই পাঁচটি অ্যাপকে সেরা ঘোষণা করল Google, আপনার ফোনে আছে তো?

বর্তমান ডিজিটাল যুগে কমবেশী ভারতের সকল মানুষের হাতেই স্মার্টফোন দেখা যায়। আর স্মার্টফোনের একটি অপরিহার্য অঙ্গ হল এতে মজুত থাকা একগুচ্ছ অ্যাপ। এখন মানুষ এই…

বর্তমান ডিজিটাল যুগে কমবেশী ভারতের সকল মানুষের হাতেই স্মার্টফোন দেখা যায়। আর স্মার্টফোনের একটি অপরিহার্য অঙ্গ হল এতে মজুত থাকা একগুচ্ছ অ্যাপ। এখন মানুষ এই মোবাইল অ্যাপগুলির সহায়তাতেই তাদের দৈনন্দিন প্রয়োজনীয় কাজ সারার পাশাপাশি অবসর সময় কাটিয়ে থাকেন। বিশেষত সাম্প্রতিককালে করোনা পরিস্থিতিতে সমস্ত কাজই অনলাইন নির্ভর হয়ে যাওয়ায় এই অ্যাপগুলির মাহাত্ম্য তথা কার্যকারিতা বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। চাকরি খোঁজা থেকে শুরু করে ফিটনেস ট্রেনিং, চিকিৎসা বা শিক্ষাভিত্তিক যে-কোনো কাজই এখন মূলত মোবাইল অ্যাপের মাধ্যমে হয়ে থাকে।

তবে যেহেতু ভারতে নানা ভাষার মানুষ বসবাস করেন, তাই এই অ্যাপগুলি ব্যবহারের ক্ষেত্রে ভাষা একটি বাধার সৃষ্টি করে। সেই কারণে এই সমস্যার সমাধান করতে অনেক লোকাল স্টার্ট-আপ এবং ডেভলপাররা বেশ কিছু অ্যাপ সলিউশন ডেভেলপ করেছে। Google India-র প্লে পার্টনারশিপ ডিরেক্টর আদিত্য স্বামীর মতে, চাকরি হোক অথবা ফিটনেস কিংবা মেন্টাল হেলথ গ্রোথ – যে-কোনো ক্ষেত্রেই এই লোকাল অ্যাপগুলি লক্ষ লক্ষ ভারতীয়দের প্রয়োজনীয় সকল চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে আজ আমরা এই প্রতিবেদনে আপনাদেরকে সেইসব অ্যাপগুলির কথা জানাতে চলেছি, যেগুলিকে Google ভারতের সেরা ৫ টি লোকাল অ্যাপ্লিকেশন হিসেবে ঘোষণা করেছে।

Evolve

Evolve একটি হেলথ টেক স্টার্ট-আপ। এই অ্যাপটি মানুষকে মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করে। সেইসাথে কিছু সহজ ও মজাদার উপায়ে মানুষের মানসিক স্বাস্থ্য রক্ষা করতেও সহায়তা করে থাকে। মূলত মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নতির কথা ভেবেই এই অ্যাপটিকে ডিজাইন করা হয়েছে, এবং যে কেউ খুব সহজেই এই অ্যাপটি ব্যবহার করতে পারবে। এছাড়াও ইন্টারেক্টিভ বিহাভিয়েরাল থেরাপির মাধ্যমে মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রেও অ্যাপটি এক অনন্য ভূমিকা পালন করে। বিশ্বব্যাপী Evolve-এর ১০০,০০০-এরও বেশি ইউজার রয়েছে।

Hotstep

এই অ্যাপটি করোনা মহামারীর সময় লঞ্চ করা হয়েছিল। Hotstep সমস্ত ডান্সার, ফিটনেস প্রেমী মানুষদের জন্য একটি আদর্শ অনলাইন প্ল্যাটফর্ম। এই অ্যাপটি বেশ কার্যকর কিছু টিউটোরিয়াল এবং লাইভ সেশন অফার করে, যা সমস্ত ব্যবহারকারীকে সাশ্রয়ী মূল্যে সহজেই নাচ শিখতে সহায়তা করতে পারে। এই টিউটোরিয়াল এবং লাইভ সেশনগুলি অনেক প্রশিক্ষিত শিল্পীদের সহায়তায় তৈরি করা হয়েছে। অভিনেতা-নৃত্যশিল্পী ও উদ্যোক্তা বিনয় খান্ডেলওয়াল এই অ্যাপটির স্রষ্টা। অ্যাপটি এতটাই জনপ্রিয় হয়েছে যে, বর্তমানে দেশে ১,০০০ টিরও বেশি শহরের পাশাপাশি বাইরের ২৫ টি দেশেও এই অ্যাপের ইউজার মজুত রয়েছে। Hotstep-এর মূল লক্ষ্য হল, বিখ্যাত কোরিওগ্রাফারদের পাশাপাশি নাচ শিখতে যারা ভীষণভাবে আগ্রহী, তাদেরকে একজোট করে ‘বৃহত্তম নৃত্য সম্প্রদায়’ তৈরি করা।

being

মানসিক অসুস্থতায় ভুগছেন, এরকম মানুষের সংখ্যা ভারতে নেহাত কম নয়। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের প্রায় অর্ধেক মানুষেরই এখন মানসিক স্বাস্থ্যসেবা বা মেন্টাল হেলথকেয়ারের প্রয়োজন। বেশিরভাগ জেড জেনারেশনের মানুষই এখন এই সমস্যার শিকার। পাশাপাশি এখন অধিকাংশ মানুষই খুব নিঃসঙ্গ বোধ করেন, ফলে দীর্ঘদিনব্যাপী একা থাকতে থাকতে তারা মানসিক অবসাদের জটাজালে আবদ্ধ হয়ে যান। এই ধরনের মানুষদের সাহায্য করতেই হাজির হয়েছে being। being-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও বরুণ গান্ধী জানিয়েছেন যে, এই অ্যাপটি বিজ্ঞানভিত্তিক পন্থায় শিশু থেকে শুরু করে যে-কোনো বয়সের মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে। অ্যাপটির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এক বিলিয়ন মানুষকে সাহায্য করা।

Sortizy

যারা রান্না করতে পছন্দ করেন, এবং সেইসাথে নিজের রান্নাঘরটিকে মনোমতোভাবে একদম নিপুণ, পরিপাটি করে সাজিয়ে-গুছিয়ে রাখতে চান, তাদের জন্য Sortizy অ্যাপটি এককথায় আদর্শ। এই অ্যাপের সাহায্যে আপনি আপনার পছন্দের খাবারের রেসিপি খুব সহজেই খুঁজে পেতে পারেন। এছাড়া কিচেন সংক্রান্ত কোনো প্রোডাক্ট খোঁজা বা কেনা, কিংবা মুদিখানার জিনিসপত্রও এই অ্যাপের মাধ্যমে কেনা যাবে। Sortizy-র সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা নিতিন গুপ্তার মতে, দেশের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ধরনের খাবারের রেসিপি এবং তার প্রয়োজনীয় যাবতীয় উপকরণের যোগান দিতে ইউজারদের সাহায্য করবে এই অ্যাপ। অর্থাৎ, এককথায় আপনাকে একজন দক্ষ রাঁধুনি তথা গৃহিণী হয়ে উঠতে সহায়তা করতে পারে Sortizy।

jumpingMinds

মানুষকে তার মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে সাহায্য করার লক্ষ্য নিয়ে হাজির হয়েছে jumpingMinds। স্মার্ট এআই বট এবং সেলফ-কেয়ার টুলস সমন্বিত এই অ্যাপটি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক উপায়ে মানুষের মেন্টাল হেলথকেয়ার গ্রোথে সহায়তা করে। মানসিক স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে বেশিরভাগ প্ল্যাটফর্মই যেখানে প্রথমেই থেরাপি-ভিত্তিক পদ্ধতি গ্রহণ করার কথা বলে, সেখানে এই অ্যাপটি বিভিন্ন কার্যকর, সহজ, অ্যাক্সেসযোগ্য এবং মজাদার উপায়ে ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করে। ফলে যে কেউই এই অ্যাপটি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে মানসিক চাপ থেকে মুক্ত হয়ে যেতে পারেন। এত সহজ-সরল পদ্ধতিতে মানসিক সমস্যা দূর করতে সক্ষম এই অ্যাপটির লক্ষাধিক ইউজারবেস রয়েছে।