Ather আনছে নতুন ইলেকট্রিক ম্যাক্সি স্কুটার, জল্পনা বাড়িয়ে ফাঁস হল পেটেন্ট

টু-হুইলার সেগমেন্টে ইলেকট্রিক মোবিলিটির কথা বলতে গেলে ভারতের অটোমোটিভ মার্কেটে বেঙ্গালুরুর স্টার্টআপ, Ather Energy, বিশিষ্ট সংস্থাগুলির মধ্যে একটি। অল্প সময়ের মধ্যেই Ather Energy-র বৈদ্যুতিন স্কুটারগুলি প্রযুক্তিগত উৎকর্ষতা ও গুণগত মানের দিক থেকে বেশ সমীহ আদায় করে নিয়েছে। বাজারে জনপ্রিয়তা আরও বাড়াতে সংস্থাটি শীঘ্রই তাদের নতুন স্কুটার লঞ্চ করতে পারে। রিপোর্ট বলছে, ভারতে Ather তার আপকামিং ইলেকট্রিক স্কুটারের ডিজাইন পেটেন্ট দায়ের করেছে। ২০১৯-এর মে মাসে পেটেন্টের জন্য আবেদন জানানো হয়েছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি পেটেন্ট ইমেজ ফাঁস হওয়ার ফলে Ather-এর নতুন ই-স্কুটারে কেমন ডিজাইন থাকবে, তার একটি ধারণা পাওয়া যাচ্ছে।

লিক হওয়া ছবি থেকে স্পষ্ট, বড় অ্যাপরন, লম্বা উইন্ডস্ক্রিন, ফ্রন্ট হেভি ফেয়ারিং, এবং সুজুকি বার্গম্যান স্ট্রিটের অনুরূপে হ্যান্ডেলবার সহ এথারের নতুন বৈদ্যুতিক স্কুটারের ডিজাইন অনেকটা ম্যাক্সি স্কুটারের মতোন লাগছে। এছাড়াও, এতে আরও প্রশস্ত ফ্ল্যাটবোর্ডের সাথে সমান ও দীর্ঘতর সিঙ্গেল পিস সিট রয়েছে বলে মনে হচ্ছে। অন্যান্য স্টাইলিং হাইলাইটের মধ্যে শর্ট ফ্রন্ট ফেন্ডার, ব্ল্যাক অ্যালয় হুইল, ফ্রন্ট ডিস্ক ব্রেক অর্ন্তভুক্ত আছে। এক্সটেরিয়র ডিজাইন ছাড়াও, এথার এই নতুন ইলেকট্রিক স্কুটারের সুইংআর্মের পাশাপাশি চ্যাসিসও পেটেন্ট করেছে।

Ather Energy 450X

অবশ্যই এটা মাথায় রাখার বিষয় যে, এটি শুধুমাত্র পেটেন্ট এবং চূড়ান্ত প্রোডাকশনের জন্য প্রস্তুত মডেলটি একেবারে ভিন্ন লুকসে হাজির হতে পারে। যদি ই-স্কুটারটি সত্যিই বাস্তবে রূপ পায়, তাহলে এথার এটি আরও ফিচার, আরও পাওয়ার, এবং উন্নত রাইডিং রেঞ্জ সহ প্রিমিয়াম প্রোডাক্ট হিসবে অফার করতে পারে।

প্রসঙ্গত, বর্তমানে Ather Energy-র 450X মডেলের ই-স্কুটারটি ভারতের বাজারে অত্যন্ত সাদরে গৃহীত হয়েছে। Plus এবং Pro ভ্যারিয়েন্টে উপলব্ধ এই ফ্ল্যাগশিপ ই-স্কুটারের টপ স্পিড ৮০ কিমি/ঘন্টা ও রাইডিং রেঞ্জ ৮৫ কিমি। ব্লুটুথ এনাবেল্ড টাচস্ক্রিন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ফুল-এলইডি লাইটিং, ইন্টিগ্রেটেড ৪জি এলটিই সিম কানেক্টিভিটি, মিউজিক ও কন্ট্রোল সহ নানা অত্যাধুনিক ফিচারে ই-স্কুটারটি সজ্জ্বিত।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন