বিপুল সংখ্যায় Splendor বেচে Hero নিয়ন্ত্রকের ভূমিকায়, Honda Shine এর প্রায় দ্বিগুণ বিক্রি

ভারতবর্ষের মতো মধ্যবিত্ত প্রধান দেশে নতুন মোটরসাইকেল কেনার আগে “মাইলেজ” বেশি গুরুত্ব পায়। যে বাইকে কম তেল পুড়িয়ে যত বেশি দৌড়বে, তার জনপ্রিয়তাও ঠিক ততটাই বেশি। আর এখন জ্বালানির দাম আকাশ ছোঁয়া হওয়ায় আরো বেশি করে জ্বালানি সাশ্রয়ী বাইকগুলির দিকে পাল্লা ভারী হচ্ছে। পাশাপাশি স্টাইলিশ ডিজাইন আছে এমন কমিউটার বাইক বিক্রি হচ্ছে আগের তুলনায় বেশি।

প্রতি মাসে দেশের সর্বাধিক বিক্রিত মোটরসাইকেলের তকমা ধরে রাখে Hero Splendor। আর জুনেও তার অন্যথা হল না। গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২,৪২,৩৫৮ ইউনিট বিক্রি হয়ে গত মাসের বেস্ট সেলিং বাইকের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে এটি। এমনকি জুনের বিক্রিবাটা মে মাসকেও ছাপিয়ে গিয়েছে। সেই সময়ের তুলনায় জুনে ১৩,৮৬৩ ইউনিট বেশি Splendor বেচেছে।

তবে হিরোর আরেক জনপ্রিয় মডেল HF Delux তালিকায় দুই থেকে তিন নম্বর স্থানে নেমে এসেছে। কারণ মে এর তুলনায় জুনে তার বিক্রিতে ১১.১৪ % পতন ঘটছে। জুনে ডিলাক্সের গ্রাহক সংখ্যা ১,১৩,১৫৫। সেকেন্ড বয় খেতাব পেয়েছে দেশের ১২৫ সিসির বেস্ট সেলিং মডেল Honda Shine। জুনে প্রায় ১,২৫,৯৪৭ জন গ্রাহকের কাছে পৌঁছে গেছে এই বাইকের চাবি। মে মাসে যে সংখ্যাটি ছিল ১,১৯,৭৬৫।

জুনে হিরো এইচএফ ডিলাক্সের প্রায় অর্ধেক বিক্রি হয়েছে Bajaj এর ১২৫ সিসি রেঞ্জের বাইক Pulsar 125 ও NS 125। এই তালিকায় তাদের স্থান চতুর্থ। গত মাসে ৫১,৫৫৪টি বিক্রি হয়েছে‌। এর ঠিক পরেই অর্থাৎ পঞ্চম স্থান রয়েছে Hero Glamour-এর দখলে। ৩০,১০৫টি বিক্রি হয়েছে। এটা গেল জুনে সর্বাধিক বিক্রিত পাঁচ মোটরসাইকেলের কথা‌।

দেশের অন্যতম সর্বাধিক জ্বালানি সাশ্রয়ী বাইকের পরিচিতি পাওয়া Bajaj Platina রয়েছে ষষ্ঠ স্থানে। গত নাসে মডেলটির ২৭,৭৩২ ইউনিট বেচেছে বাজাজ। আর রেট্রো মোটরসাইকেলপ্রেমীদের আবেগ Royal Enfield Classic 350 সপ্তম স্থানে ঠাঁই পেয়েছে। বিক্রি হয়েছে ২৫,৪২৫টি‌। তবে মে মাসের তুলনায় বিক্রিতে ১৫.১৪ শতাংশ পতন।