Poco C4 বাজেট রেঞ্জে চলতি মাসের শেষে আসছে? জল্পনা বাড়াল টিজার

গত বছরের অক্টোবরে ভারতে আত্মপ্রকাশ করেছিল Poco C3। বাজেট রেঞ্জে আসা সেই স্মার্টফোনটি বিপুল জনপ্রিয় হয়েছিল। সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে ২০ লক্ষের উপরে Poco C3 বিক্রি হয়েছে। Poco C3-এর সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে এবার এর সাক্সেসরের আবির্ভাব ঘটছে। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেলের অন্যতম চমক হিসেবে ভারতে লঞ্চ হচ্ছে Poco C4।

সম্প্রতি একটি টিজার ফোটো শেয়ার করেছে পোকো। তাতে লেখা সি ইউ সুন। নীচে ৩০ সেপ্টেম্বর, দুপুর ১২টার সময়কে উল্লেখ করা হয়েছে। ব্যস এইটুকুই! আর কিছু বলতে নারাজ পোকো। তবে টিপস্টারদের দাবি, ওইদিন Poco C4 ভারতে লঞ্চ হতে চলেছে।

প্রসঙ্গত, গত অক্টোবরে Redmi 9-এর স্পেসিফিকেশনের সঙ্গে সাদৃশ্য রেখে Poco C3 লঞ্চ হয়েছিল। সেই কথা স্মরণ করে স্মার্টফোন মহল মনে করছে, প্রিডিসেসরের মতো এবারও Poco C4, Redmi 10-এর মতো স্পেসিফিকেশনের সহিত আসতে পারে।

উল্লেখ্য, বর্তমানে Poco C3-এর দাম ৭,৩৪৯ টাকা। যা এর ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজের বেস ভ্যারিয়েন্টের দাম। আবার এটি ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভার্সনেও পাওয়া যায়, দাম ৮,৩৪৯ টাকা। Poco C4-এর দাম ৯,০০০ টাকার মধ্যে রাখা হবে বলে আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন