মঙ্গল গ্রহের থিম এবার Realme Narzo 60 ফোনে, ছবি সামনে আসতেই হইচই

Martian Horizon ডিজাইনের সাথে Realme Narzo 60-এর ফার্স্ট লুক এল প্রকাশ্যে

রিয়েলমি (Realme) আগামী মাসের শুরুতেই ভারতে তাদের পরবর্তী প্রজন্মের Narzo সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আজই কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে যে, আগামী ৬ জুলাই Realme Narzo 60 5G লাইনআপটির ওপর থেকে পর্দা সরানো হবে। লঞ্চের সময়সূচি প্রকাশ্যে আসার পাশাপাশি, একটি রিপোর্টে আসন্ন Narzo 60 সিরিজের আকর্ষণীয় ডিজাইনের ফার্স্ট লুকটিও শেয়ার করা হয়েছে। মঙ্গল গ্রহের থিম যুক্ত এই বিশেষ ডিজাইনটিকে ‘মার্সিয়ান হরাইজন’ (Martian Horizon) বলে অভিহিত করা হয়েছে। কেমন দেখতে হবে পরবর্তী প্রজন্মের Realme Narzo ফোনগুলি, আসুন জেনে নেওয়া যাক।

Martian Horizon ডিজাইনের সাথে Realme Narzo 60-এর ফার্স্ট লুক এল প্রকাশ্যে

৯১মোবাইলস-এর একটি নতুন রিপোর্টে রিয়েলমি নারজো ৬০ ৫জি সিরিজের স্মার্টফোনের ডিজাইন প্রকাশ করা হয়েছে। এই অভিনব ডিজাইনটিকে কোম্পানি ‘মার্সিয়ান হরাইজন’ নাম দিয়েছে। নাম থেকেই বোঝা যাচ্ছে যে, ব্র্যান্ডটি মঙ্গল গ্রহ থেকে অনুপ্রেরণা নিয়েছে। ফাঁস হওয়া ছবিটিতে নারজো ৬০ ৫জি-এর রিয়ার প্যানেলটিকে স্পষ্টভাবে প্রদর্শন করা হয়েছে।

ইমেজ অনুযায়ী, ডিভাইসটির কমলা রঙের রিয়ার প্যানেলে একটি বড় বৃত্তাকার ক্যামেরা আইল্যান্ড রয়েছে। এই উজ্জ্বল রঙটি স্পষ্টতই মঙ্গলের ল্যান্ডস্কেপ দ্বারা অনুপ্রাণিত। রিয়েলমি নারজো ৬০ ডিজাইনটি সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া রিয়েলমি ১১ প্রো সিরিজের অনুরূপ। বিশেষত রিয়ার ক্যামেরা মডিউলের ডিজাইনটি একই রকম। যদিও ছবিতে সূক্ষ্ম বিবরণগুলি স্পষ্টভাবে দেখা যায়নি, তবে নারজো ৬০ ৫জি সিরিজের পিছনেও ১১ প্রো সিরিজের মতো একটি ফেক লেদার ফিনিশ থাকবে বলে অনুমান করা হচ্ছে।

এছাড়াও, ছবিটি থেকে জানা গেছে যে Realme Narzo 60-এর ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন অবস্থান করবে। চারধারে একটি অ্যালুমিনিয়াম ফ্রেম দেখা যাবে এবং এর কোণগুলি গোলাকার হবে। যদিও, নতুন Realme Narzo 60 সিরিজের মূল স্পেসিফিকেশনগুলি এখনও অস্পষ্ট, তবে এটি একটি বিশাল ১ টিবি ইন-বিল্ট স্টোরেজ সহ কমপক্ষে একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।