Categories: Tech News

Hero ফের শীর্ষস্থানে, অনেকটা পিছিয়ে Honda, রইল দেশের বাইক মার্কেটের হালহকিকত

২০২২ সাল শেষ হয়েছে ঠিকই। কিন্তু প্রতিবারের ন্যায় এ মাসেও ২০২২-এর ডিসেম্বরে ভারতের প্রথম সারিতে থাকা টু-হুইলারের বিভিন্ন সংস্থার তালিকা প্রকাশিত হল। যেখানে Hero MotoCorp, Honda, Royal Enfield-এর মতো নামজাদা কোম্পানিগুলিকে জায়গা পেতে দেখা গেছে। আসুন গত মাস অর্থাৎ ২০২২-এর ডিসেম্বরে বিক্রির নিরিখে এগিয়ে থাকা প্রথম পাঁচটি দু’চাকার গাড়ির সংস্থা সম্পর্কে জেনে নিই।

Hero MotoCorp

তালিকার সর্বাগ্রে Hero MotoCorp-এর নামটি ভীষণভাবে কাম্য। দীর্ঘদিন ধরেই দেশের তথা বিশ্বের বৃহত্তম টু-হুইলার সংস্থার স্থান দখল করে রেখেছে এরা। গত মাসে হিরো মোট ৩,৮১,৩৬৫ ইউনিট স্কুটার ও মোটরসাইকেল বিক্রি করতে পেরেছে। তুলনাস্বরূপ ২০২১-এর ডিসেম্বরে বেচাকেনার পরিমাণ ৩,৭৪,৪৮৫ ইউনিট থাকায় গত মাসে বিক্রিতে ১.৮% অগ্রগতি ঘটেছে।

দেশীয় সংস্থাটির বেস্ট সেলিং মডেল হিসেবে Hero Splendor গেল মাসেও অন্যান্যদের মাত করেছে। এর পরের স্থান দখল করেছে HF Deluxe। উভয় মডেলই আগের বছরের ওইসময়ের চাইতে এবারে নিজেদের বিক্রি বাড়িয়েছে। এদিকে তাদৈর স্কুটার সেগমেন্টে সর্বাধিক বিক্রিত মডেলের তকমা পেয়েছে Pleasure।

Honda

২০২২-এর অন্তিম মাসে মোট ২,৩৩,১৫১ ইউনিট টু-হুইলার বিক্রির মাধ্যমে তালিকার দ্বিতীয় স্থানের অংশীদার হল Honda। এদিকে ২০২১-এর ওই মাসে এদের বেচাকেনা হয়েছিল ২,১০,৬৩৮টি বাইক ও স্কুটার। Honda Activa স্কুটারটি জাপানি সংস্থার পাশাপাশি দেশেরও বেস্ট সেলিং মডেল। সম্প্রতি তারা লঞ্চ করেছে Honda Activa 6G H-Smart। আর ১২৫ সিসি মোটরসাইকেল সেগমেন্ট সবচেয়ে বেশি বিক্রি হয়েছে CB Shine।

TVS

তৃতীয় বৃহত্তম টু-হুইলার সংস্থা হিসেবে উঠে এসেছে TVS-এর নাম। গত মাসে দেশীয় সংস্থাটি ১,৬১,৩৬৯টি দু’চাকা গাড়ি বিক্রি করতে পেরেছে। ২০২১-এর ওইসময়ে বিক্রিবাট্টা হয়েছিল ১,৪৬,৭৬৩ ইউনিট। ফলে এবারের বিক্রিতে ১০% বৃদ্ধি নজরে পড়েছে। Jupiter হল গত মাসে তাদের বেস্ট সেলিং স্কুটার। এর ঠিক পরেই রয়েছে TVS Raider।

Bajaj

গত মাসে বাজাজ ১,২৫,৫২৫ ইউনিট টু-হুইলার বিক্রির ফলে বর্তমানে দেশের চতুর্থ বৃহত্তম সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে ২০২১-এর বছর শেষ মাসে বেচাকেনার পরিমাণ ১,২৭,৫৯৩ ইউনিট থাকায় গত মাসের বিক্রিতে পতন দেখেছে বাজাজ। বর্তমানে বাজাজের বেস্ট-সেলিং মডেল হল Pulsar 125। পরের স্থানে রয়েছে Platina, Pulsar 150।

Royal Enfield

তালিকার সর্বশেষ অর্থাৎ পঞ্চম বৃহত্তম সংস্থার জায়গা দখল করেছে Royal Enfield। গত মাসে এদের বিক্রির পরিমাণ ছিল ৫৯,৮২১। এদিকে ২০২১-এর ওই সময়ে ৬৫,১৯৪ ইউনিট টু-হুইলার বিক্রি হওয়ায়, গত মাসে বিক্রিতে ৮.২% ভাটা দেখেছে রয়্যাল এনফিল্ড। বর্তমানে চেন্নাইয়ের সংস্থাটির বেস্ট সেলিং মডেল হল Classic 350। পরবর্তী স্থানে রয়েছে Hunter 350। এদিকে Super Meteor 650 লঞ্চের মাধ্যমে ভারত এবং বিশ্ববাজারে বেচাকেনা সম্প্রসারণ ঘটাতে মরিয়া হয়ে উঠেছে সংস্থাটি।

Subhadip Dasgupta

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

9 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

9 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

11 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

11 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

12 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

12 hours ago