ফিচার কনফার্ম হয়ে গেল, iQOO 12 আসছে অমনিভিশনের দুর্ধর্ষ 50MP ক্যামেরার সঙ্গে

আইকো চলতি মাসের শেষের দিকে চীনে iQOO Z8 সিরিজের স্মার্টফোনগুলি উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। কোম্পানিটি তাদের ফ্ল্যাগশিপ iQOO 12 লাইনআপের লঞ্চের ওপরও মনোযোগী হয়েছে, যা এবছরের শেষে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। আর এখন এক টিপস্টার স্ট্যান্ডার্ড iQOO 12-এর প্রাইমারি ক্যামেরা সংক্রান্ত তথ্যগুলি শেয়ার করেছেন।

iQOO 12-এর ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ্যে

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, আইকো ১২-এ প্রাইমারি ক্যামেরা হিসাবে ৫০ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৫০এইচ সেন্সর উপস্থিত থাকবে, যা চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০২৩ (CES 2023)-এ লঞ্চ করা হয়েছিল। এই ক্যামেরাটির সেন্সর সাইজ ১/১.২৮ ইঞ্চি এবং পিক্সেল ডাইমেনশন ১.২ মাইক্রোমিটার। তবে আইকো ১২ প্রো-এর প্রাইমারি ক্যামেরার বিশদ তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

অন্যান্য স্পেসিফিকেশনের সম্পর্কে বললে, সাম্প্রতিক রিপোর্টগুলিতে উল্লেখ করা হয়েছে যে আইকো ১২-এ ফ্ল্যাট অ্যামোলেড (AMOLED) প্যানেল থাকবে, যা ২কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আইকো ১২-এ এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ সহ আসন্ন Snapdragon 8 Gen 3 চিপসেটটি ব্যবহার করা হতে পারে।

এছাড়াও, এই আসন্ন ডিভাইসটি দুটি কনফিগারেশনে উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে। একটিতে ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ থাকবে এবং অন্যটি ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ অফার করবে। যদিও সঠিক ব্যাটারি ক্ষমতা এখনও অপ্রকাশিত রয়ে গেছে, তবে শোনা যাচ্ছে যে iQOO 12-এর ব্যাটারির আকার ৫,০০০ এমএএইচ-এর বেশি হবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

উল্লেখ্য, আইকো-এর ভারতীয় শাখা নিশ্চিত করেছে যে, তারা আগামী ৩১ আগস্ট ভারতে iQOO Z7 Pro 5G ফোনটি লঞ্চ করবে। ডিভাইসটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডি+ কার্ভড-এজ অ্যামোলেড ডিসপ্লে, MediaTek Dimensity 7200 প্রসেসর, ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি, একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে।