Maruti থেকে Tata, গত ডিসেম্বরে ভারতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এই পাঁচটি গাড়ি

প্রকাশ পেল ২০২১-এর ডিসেম্বরে ভারতের সর্বাধিক যাত্রীবাহী গাড়ি বিক্রির তালিকা। গাড়ি বিক্রিতে অন্যান্যবারের মতো এবারও Maruti Suzuki নিজের কর্তৃত্ব বজায় রেখেছে। প্রথম পাঁচটি সর্বাধিক বিক্রিত গাড়ির মধ্যে চারটিই হল এই সংস্থার। তালিকায় Maruti Suzuki-র পর রয়েছে Tata Motors। তবে Tata-র একটিমাত্র গাড়ি এই তালিকায় জায়গা করতে পেরেছে। আসুন ভারতে ডিসেম্বরে কোন গাড়ির বিক্রি সবচেয়ে বেশি, তা দেখে নেওয়া যাক।

Maruti Suzuki WagonR

২০২১-এ সর্বাধিক বিক্রিত গাড়ির তকমা পেয়েছে মারুতি সুজুকি ওয়াগনআর (Maruti Suzuki WagonR)। তাই এক্ষেত্রেও যে এটি তালিকার প্রথম স্থানে দেখা মিলবে তা বলাই বাহুল্য। এমনকি গত বছর নভেম্বরেও তালিকার শীর্ষস্থানটি দখল করেছিল এটি। গত বছর ডিসেম্বরে এটি ১৯,৭২৯ ইউনিট বিক্রি হয়েছে, ২০২০-তে যেই সংখ্যাটি ছিল ১৭,৬৮৪ ইউনিট। গত বছর নভেম্বরে আবার এই গাড়িটি ১৬,৮৫৩ ইউনিট বিক্রি হয়েছিল।

Maruti Suzuki Swift

মারুতি সুজুকি (Maruti Suzuki)-র প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টের সুইফ্ট গাড়িটি ডিসেম্বরে বিক্রির নিরিখে এই তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে। যদিও নভেম্বরেও এটি দ্বিতীয় সর্বাধিক বিক্রিত গাড়ি হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছিল। আকর্ষণীয় ফিচার এবং কেবিনের ভেতরে বেশি জায়গার কারণে এই গাড়িটির চাহিদা বরাবরই তুঙ্গে। ডিসেম্বরে এর ১৫,৬৬১ ইউনিট বিক্রি হয়েছে, তবে ২০২০-র একইসময়ে এর বিক্রির সংখ্যা অনেকটাই বেশি ছিল, যা ১৮,১৩১ ইউনিট। অন্যদিকে গত বছর নভেম্বরের তুলনায় ডিসেম্বরে অধিক বিক্রির হয়েছে গাড়িটি। নভেম্বরে এর বিক্রির সংখ্যা ছিল ১৪,৫৬৮ ইউনিট।

Maruti Suzuki Baleno

এ মাসের ১৪ তারিখ থেকে মারুতি সুজুকি ব্যালেনো Maruti Suzuki Baleno)-র আসন্ন নতুন মডেলটির বুকিং শুরু হবে। আবার ফেব্রুয়ারির শেষের দিকে এটি লঞ্চ হতে পারে বলে জানা গেছে। ডিসেম্বরে এর বিক্রির সংখ্যা ছিল ১৪,৪৫৮ ইউনিট, যা নভেম্বরের (৯,৯৩১ ইউনিট) চাইতে অনেকটাই বেশি। তবে ২০২০-র ডিসেম্বরে এটি বিক্রি হয়েছিল ১৮,০৩০ ইউনিট।

Tata Nexon

প্রথম তিনটি একই সংস্থার গাড়ির পর তালিকার চতুর্থ স্থানটি দখল করেছে টাটা নেক্সন (Tata Nexon)। এই গাড়িটির হাত ধরেই ডিসেম্বরে দেশের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত গাড়ির সংস্থা হিসেবে উঠে এলো টাটা মোটর্স (Tata Motors)-এর নাম। ডিসেম্বর ২০২১-এ এই গাড়িটি ভারতে ১২,৮৯৯ ইউনিট বিক্রি হয়েছে। নভেম্বরে এটি বিক্রি হয়েছিল ৯,৮৩১ ইউনিট। এদিকে ২০২০-র ডিসেম্বরে এর বিক্রির সংখ্যা ছিল মাত্র ৬,৮৩৫ ইউনিট।

Maruti Suzuki Ertiga

মারুতি সুজুকি আর্টিগা (Maruti Suzuki Ertiga)-র নতুন ফেসলিফ্ট মডেলটি এ বছরের শেষের দিকে বাজারে আসতে পারে। ডিসেম্বরে এটি বিক্রি হয়েছে ১১,৮৪০ ইউনিট, তার আগের বছরে এই সময় এর বিক্রির সংখ্যা ছিল ৯,১৭৭ ইউনিট। এদিকে গত বছরের নভেম্বরে ৮,৭৫২ ইউনিট আর্টিগা বিক্রি করেছিল Maruti Suzuki।