Tata Nexon থেকে Maruti Suzuki Alto, এগুলো 2022-এর জানুয়ারিতে সর্বাধিক বিক্রিত পাঁচটি গাড়ি

বিক্রি কমলেও প্রতিবারের মতো গত মাসে দেশের বাজারে যাত্রী গাড়িতে শীর্ষস্থান দখলে রেখেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)৷ গত বছরের ডিসেম্বরে হুন্ডাই (Hyundai)-কে সরিয়ে দু’নম্বরে উঠে এলেও নতুন বছরের প্রথম মাসে জায়গা হাতছাড়া হয়েছে টাটা মোটরস (Tata Motors)-এর, সংস্থার ইতিহাসে এক মাসে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি সত্বেও৷ ফের দ্বিতীয় স্থানে জায়গা কায়েম করেছে দক্ষিণ কোরিয়ার হুন্ডাই৷ কিন্তু ২০২২-এর জানুয়ারিতে সর্বাধিক বিক্রিত পাঁচটি গাড়ির মডেলের তালিকায় সংস্থাটি জায়গা পায়নি৷ সেখানে দাপিয়ে বেড়াচ্ছে মারুতি সুজুকি-র চারটি এবং টাটা-র একটি গাড়ি৷ কোন কোন মডেলের, দেখে নেওয়া যাক সেগুলি৷

Maruti Suzuki WagonR

অন্যান্য বারের মতো এবারও তালিকার প্রথম স্থানটি কুক্ষিগত রেখেছে মারুতি সুজুকি ওয়াগনআর (Maruti Suzuki WagonR)। পাশাপাশি গত বছর জানুয়ারির তুলনায় এবারে নিজের বিক্রি ১৮% (ইয়ার-অন-ইয়ার বৃদ্ধি) বাড়িয়েছে। চিপের আকাল সামলে গত মাসে ২০,৩৩৪টি এই মডেলের গাড়ি বিক্রি করেছে তারা। যা ডিসেম্বর, ২০২১-এর (১৯,৭২৯টি) চাইতেও বেশি। উল্লেখ্য, আগের বছরের জানুয়ারিতে ১৭,১৬৫টি ওয়াগনআর বেচেছিল মারুতি-সুজুকি৷

Maruti Suzuki Swift

ভারতের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় গত বছরের ডিসেম্বরের মতো নতুন বছরের প্রথম মাসেও দ্বিতীয় স্থানে মারুতি সুজুকি সুইফ্ট (Maruti Suzuki Swift)৷ ২০২২-এর জানুয়ারিতে ১৯,১০৮ টি সুইফ্ট বিক্রি হয়েছে । আগের বছরের একই সময়ে Swift-এর বেচাকেনার সংখ্যা ছিল ১৭,১৮০ ইউনিট। এর ফলে গতবারের তুলনায় এবারে গাড়িটির বিক্রি ১১% বেড়েছে। ২০২১-এর ডিসেম্বরে এর বিক্রির পরিমাণ ছিল ১৫,৬৬১ টি।

Maruti Suzuki Dzire

জানুয়ারিতে মারুতি সুজুকি ডিজায়ার (Maruti Suzuki Dzire)-এর বিক্রিবাটার পরিমাণ ছিল ১৪,৯৭৬। এটি বিক্রির নিরিখে সাব কম্প্যাক্ট সেডান সেগমেন্টের গাড়ি হিসেবে প্রতিপক্ষদের অনেকটাই পেছনে ফেলেছে। গত বছর জানুয়ারিতে এর বিক্রির সংখ্যা ছিল সামান্য বেশি, ১৫,১২৫ ইউনিট। কিন্তু ডিসেম্বরের (১০,৬৩৩টি) তুলনায় জানুয়ারিতে এর বিক্রি অনেকটাই বেশি হয়েছে।

Tata Nexon

সর্বাধিক বিক্রিত গাড়ির তালিকায় মারুতি সুজুকি বাদে অন্য সংস্থার মডেল বলতে টাটা নেক্সন (Tata Nexon)। গত মাসে এটি ১৩,৮১৬ ইউনিট বিক্রি হয়েছে। এই নিয়ে পরপর দু’মাস ভারতের বেস্ট সেলিং এসইউভি-র তকমা ধরে রেখেছে টাটা নেক্সন৷ পাশাপাশি ২০২২-এর জানুয়ারির আগে এক মাসে এত পরিমাণ নেক্সন কখনও বিক্রি হয়নি৷ গত বছর জানুয়ারিতে এর বেচাকেনার পরিমাণ ছিল ৮,২২৫। এবারের বিক্রির শতকরা হার ৬৮ শতাংশ বেড়েছে। ডিসেম্বরে এটি বিক্রি হয়েছিল ১২,৮৯৯ টি।

Maruti Suzuki Alto

মারুতি সুজুকি-র সংস্থার সবচেয়ে পুরনো মডেল (বিক্রি জারি এমন) হলেও জনপ্রিয়তা যে এতটুকু ফিকে হয়নি, তা ফের প্রমাণ করল অল্টো (Alto)৷ তবে গত বছরের জানুয়ারির তুলনায় গত মাসে র বিক্রি সামান্য কমলেও প্রথম পাঁচে জায়গা পেতে অল্টো-র অসুবিধা হয়নি৷ ২০২১-এর প্রথম মাসে গাড়িটির ১৮,২৬০ ইউনিট বিক্রি হলেও গত মাসে এর বিক্রির সংখ্যা ছিল ১২,৩৪২। তবে ডিসেম্বরের (১১,১৭০ টি) চেয়ে জানুয়ারিতে বিক্রি সামান্য বেড়েছে।