Cars With Largest Touchscreen : বড় টাচস্ক্রিনযুক্ত গাড়ি খুঁজছেন? এই পাঁচটি দুর্দান্ত মডেল দেখুন

একটা সময় ছিল যখন গাড়িতে কেবল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার অর্থাৎ স্পিডোমিটার, ট্যাকোমিটার, ফুয়েল গজ-সহ একাধিক তথ্য অ্যানালগ সিস্টেমে হাজির হত। কিন্তু স্মার্টফোনের যুগে মানুষের প্রযুক্তির প্রতি চাহিদা ক্রমশই বেড়ে চলেছে। হালে আমাদের ব্যবহারের প্রয়োজনীয় হরেক সামগ্ৰী মুঠোফোনের সাথে ব্লুটুথ কানেক্টিভিটি দ্বারা সংযুক্ত করার সুবিধা সহ হাজির হচ্ছে। যেমন নাম নেওয়া যেতে পারে স্মার্ট ওয়াচ, স্মার্ট ব্যান্ড ব্লুটুথ ইয়ারফোন এবং আরও অন্যান্য গ্যাজেট।

এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বর্তমান দিনের যানবাহনে দেওয়া হচ্ছে একটি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট কনসোল৷ যার সাথে আমাদের স্মার্টফোন সংযুক্ত থাকলে আমরা কল, গান শোনা, ম্যাপ দেখা, ভিডিয়ো উপভোগ মতো কাজ ওই টাচস্ক্রিন থেকেই করতে পারি। আজকের প্রতিবেদন ১৫ লাখের মধ্যে বড় টাচস্ক্রিনযুক্ত ৫টি গাড়ির সন্ধান রইল।

Hyundai Creta

হুন্ডাইয়ের বেস্ট-সেলিং এসইউভি গাড়ি ক্রেটাতে রয়েছে একটি ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং একটি ৭ ইঞ্চি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। নতুন প্রজন্মের ব্লু-লিঙ্ক কানেক্টেড কার টেকনোলজির মতো আধুনিক ফিচারে সমৃদ্ধ হয়ে এসেছে এটি। আবার “Hey BlueLink” কমান্ডের মাধ্যমে এটিকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া যায়। ব্লু-লিঙ্কের অন্যান্য ফিচারের মধ্যে জিও ফেন্সিং, লাইভ ট্র্যাকিং, রিমোট লকডাউন এবং রিমোট হেলথ মনিটরিংয়ের দেখা মেলে। ভয়েস কমান্ডের মাধ্যমে আবার এর প্যানোরমিক সানরুফটি খোলা যায়। গাড়িটির টপ স্পেক ভ্যারিয়েন্টটিতে আছে বোস প্রিমিয়াম ৭-স্পিকার সাউন্ড সিস্টেম।

Hyundai i20

হুন্ডাই আই২০ মডেলে ক্রেতার বহু ফিচার দেওয়া হয়েছে। সংস্থার প্রথম বোস প্রিমিয়াম ৭-স্পিকার সাউন্ড সিস্টেমযুক্ত গাড়ি ছিল এটি। এছাড়াও হুন্ডাই আই২০-তে আছে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং হুন্ডাইয়ের নিজস্ব ব্লু-লিঙ্ক কানেক্টেড কার টেকনোলজি।

Kia Seltos

হুন্ডাই ক্রেটার মতো কিয়া সেল্টস-এও উপস্থিত অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে কানেক্টিভিটি সাপোর্ট সহ ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। আবার এতে রয়েছে স্প্লিট স্ক্রিন ফাংশনালিটি এবং একটি ৩৬০° পার্কিং ক্যামেরা। এছাড়া স্মার্ট ভয়েস কমান্ডের মাধ্যমে ক্লাইমেট কন্ট্রোল, নেভিগেশন, এয়ার পিউরিফায়ার এবং আরও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ন্ত্রণ করা যায়। তবে এর কম দামী ভ্যারিয়েন্টে ৮-ইঞ্চি টাচস্ক্রিন সহ লিমিটেড ফিচার উপলব্ধ৷

MG Hector

এমজি হেক্টর-এএকটি বৃহত্তর ১০.৪ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম লক্ষ্য করা যায়। এটি অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে কানেক্টিভিটি, একটি ৩৬০ ডিগ্রী ভিউ পার্কিং ক্যামেরা অফার করে। ক্রেটা ও সেল্টসের মতো এটিও সংস্থার iSMART কানেক্ট কার প্রযুক্তি-সহ এসেছে। “Hello MG” কমান্ডের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা, গান চালানো, ক্লাইমেট কন্ট্রোল, সানরুফ, নেভিগেশন সহ অন্যান্য ফিচার নিয়ন্ত্রণ করা যায়।

Kia Sonet

সনেট এদেশে কিয়ার দ্বিতীয় গাড়ি। এতেও রয়েছে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে প্রযুক্তি সাপোর্ট সহ একটি ১০.২৫ ইঞ্চি এইচডি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং একটি ৪.২ ইঞ্চি রঙিন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, মাল্টি-ফাংশানাল স্টিয়ারিং হুইল, কিয়ার UVO Connect, বোস প্রিমিয়াম ৭-স্পিকার অডিও সিস্টেম, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ওয়ারলেস চার্জার – গাড়িটির ফিচারগুলির মধ্যে উল্লেখযোগ্য৷