রান্নাঘর বারবার তেলচিটে হচ্ছে? এই পাঁচটি চিমনি মেটাবে সমস্ত সমস্যা, দাম শুরু ৪,৬৪৯ টাকা থেকে

একাধিক স্মার্ট গ্যাজেটের সমাহারে বসতভিটেকে ঝকঝকে করে তোলার পাশাপাশি বাড়ি কিংবা ফ্ল্যাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান অর্থাৎ রান্নাঘরটিকে হাইটেক করে তোলাও এখনকার দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়…

একাধিক স্মার্ট গ্যাজেটের সমাহারে বসতভিটেকে ঝকঝকে করে তোলার পাশাপাশি বাড়ি কিংবা ফ্ল্যাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান অর্থাৎ রান্নাঘরটিকে হাইটেক করে তোলাও এখনকার দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এই কারণে মার্কেটে বিভিন্ন ধরনের অত্যাধুনিক কিচেন অ্যাপ্লায়েন্সের আবির্ভাব ঘটেছে। এর মধ্যে নির্বিঘ্নে এবং আরামসে রান্না করার জন্য চলতি সময়ে প্রায় প্রত্যেকের রান্নাঘরেই জায়গা করে নিয়েছে চিমনি। তবে কিচেন চিমনি কেনার শখ থাকলেও অনেকসময় বাজেটের জন্য কিন্তু অনেককেই পিছিয়ে যেতে হয়। কারণ এই ইলেকট্রনিক গ্যাজেটটির দামটা তো নেহাত কম নয়, তাই সাধের রান্নাঘর তেল চিটচিটে বা ধোঁয়া ভর্তি হওয়ার বদলে সেটিকে সুন্দর করতে চাইলেও চিন্তাভাবনায় সফল হওয়া যায়না। সেক্ষেত্রে আপনিও যদি এই দলের অন্তর্ভুক্ত হন, তাহলে আপনার জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে রয়েছে একটি দারুণ সুখবর! কারণ আজ আমরা ১৩,০০০ টাকারও কম দামে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon (অ্যামাজন)-এ উপলব্ধ একগুচ্ছ কার্যকর ফিচারে ঠাসা বেশ কয়েকটি চিমনির কথা আপনাদেরকে জানাতে চলেছি। আপনি আপনার রান্নাঘরের সাইজ অনুযায়ী এই ডিভাইসগুলি কিনতে পারবেন।

রান্নাঘরের বাতাস সতেজ রাখবে এইসব সস্তা চিমনি

১. Online Allia Chimney 60 Cms, 800 m3/h Suction: আপনার রান্নাঘর যদি খুব ছোটো হয়, তাহলে আপনি এই চিমনিটি কেনার কথা ভেবে দেখতে পারেন। ছোটো আকারের রান্নাঘরের জন্য উপযুক্ত ব্যাফেল ফিল্টারসহ আসা এই ডিভাইসটিতে ঘণ্টায় ৮০০ ঘনমিটার এয়ার সাকশন ক্যাপাসিটি, পুশ বাটন কন্ট্রোল এবং দুটি এলইডি লাইট দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই চিমনিটিতে ২ বছরের ওয়ারেন্টি এবং এর মোটরে ৫ বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। বর্তমানে অ্যামাজনে এই ডিভাইসটির দাম ৪,৬৪৯ টাকা।

২. BLOWHOT 60 Cms Ariel Chimney 800 m3/h: যদি আপনার রান্নাঘরটি খুব ছোটো হয়, তাহলে এই চিমনিটি আপনার জন্য এককথায় আদর্শ। ব্যাফল ফিল্টারযুক্ত (Baffle Filter) এই চিমনিটি একটি প্লাস্টিকের তৈরি ব্লোয়ার এবং পুশ বাটন কন্ট্রোলসহ আসে। এটি রান্নার সময় রান্নাঘরে উৎপন্ন ধোঁয়া খুব সহজেই নির্মূল করতে পারে। বর্তমানে অ্যামাজন থেকে এই ডিভাইসটি কিনতে হলে খরচ পড়বে মাত্র ৫,১০৫ টাকা।

৩. Inalsa 60 cm, 1050 m3/hr Kitchen Chimney: ৫ বছরের ওয়ারেন্টিসহ আসা এই দুর্দান্ত কিচেন চিমনিটি ১ ঘণ্টার মধ্যে ১০৫০ ঘনমিটার বায়ু পরিষ্কার করতে পারে। দুর্দান্ত পারফরম্যান্স প্রদানের জন্য এই ডিভাইসটিতে স্টেইনলেস স্টিলের তৈরি ব্যাফেল ফিল্টার দেওয়া হয়েছে, যার ফলে ২ থেকে শুরু করে ৪ টি বার্নারযুক্ত গ্যাস স্টোভ থাকলেও এই চিমনিটি অতি অনায়াসে ব্যবহার করা যেতে পারে। এছাড়া, এই গ্যাজেটটিতে পুশ বাটন কন্ট্রোলের সুবিধাও মজুত রয়েছে। এই চিমনিটির দাম পড়বে মাত্র ৫,২৯০ টাকা, এটিও অ্যামাজন থেকে কেনা যাবে।

৪. Faber 60 cm 1200 m³/hr Auto-Clean curved glass Kitchen Chimney: ৬০ সেন্টিমিটারের এই অটো ক্লিন কিচেন চিমনিটি ১ ঘন্টায় রান্নাঘরের ১২০০ কিউবিক মিটার বাতাস পরিষ্কার করতে পারে। আরও ভালোভাবে বললে, ২০০ বর্গফুটের রান্নাঘর থেকে কোনো কিছু গ্রিল করা বা ভাজার সময় উৎপন্ন ধোঁয়া সম্পূর্ণভাবে নির্মূল করে রান্নাঘরকে সতেজ করতে চিমনিটি অত্যন্ত পটু। এছাড়া এই ডিভাইসটিতে কার্ভড গ্লাস, ফিল্টারলেস টেকনোলজি এবং টাচ কন্ট্রোলের মতো অত্যাধুনিক ফিচার দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বহু ইউজার অ্যামাজন থেকে এই ডিভাইসটি কিনেছেন এবং ৪.৫ স্টার রেটিংও দিয়েছেন। আপনিও যদি এই ইলেকট্রনিক গ্যাজেটটিকে ঘরে আনতে চান, তাহলে আপনাকে এর জন্য ১২,৪৯০ টাকা ব্যয় করতে হবে।

৫. Elica 60 cm 1200 m3/hr Filterless Auto Clean Chimney: এই চিমনিটিতে মোশন সেন্সর কন্ট্রোলের সুবিধা রয়েছে, যার ফলে ইউজাররা খুব সহজেই এটিকে ব্যবহার করতে পারবেন। ফিল্টারলেস টেকনোলজি সহ আসা এই ডিভাইসটি একটি অটো ক্লিন চিমনি, ফলে এটিকে বারবার পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়বে না। এটি কয়েক মিনিটের মধ্যে রান্নাঘর থেকে সমস্ত অস্বাস্থ্যকর ধোঁয়া বের করে দিতে যথেষ্ট পটু। অ্যামাজন থেকে বহু সংখ্যক ইউজার এই ডিভাইসটি কিনেছেন এবং খুব ভালো রেটিংও দিয়েছেন। সেক্ষেত্রে বর্তমানে থেকে এই চিমনিটি কিনতে হলে খরচ পড়বে ১২,৯৯০ টাকা।

বিঃদ্রঃ – কনটেন্টটি লেখার সময় অ্যামাজনে উল্লিখিত দামে কিচেন চিমনিগুলি তালিকাভুক্ত ছিল।