ভারতের সাথে বিশ্বের অন্যান্য দেশগুলির পেট্রলের দামে ফারাক কতটা, দেখুন

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যে উত্তাপ ক্রমাগত বাড়িয়ে চলেছে। ব্যারেল পিছু দাম ১০০ ডলার পার করে গিয়েছে। যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে পেট্রল-ডিজেল আমদানি নির্ভরশীল দেশগুলির তেলের দামে। ভারতে বিগত কয়েক মাসে পেট্রল-ডিজেলের মূল্য স্থিতিশীল থাকলেও খুব শীঘ্রই তা চড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের। ভারতে বিভিন্ন রাজ্যে ভ্যাটের পরিমাণ ভিন্ন হওয়ার কারণে রাজ্য ভেদে জ্বালানি তেলের দামও আলাদা। তবুও এই প্রতিবেদনে এক লিটার পেট্রলের গড় মূল্য ১.৩৪৫ ডলার বা ১০২.১৫ টাকা ধরে নিয়ে বিশ্বের কয়েকটি দেশের সাথে দামের তুলনামূলক আলোচনা করা হল।

দক্ষিণ এশিয়ায় পেট্রলের দাম

দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পাকিস্তানে বর্তমানে এক লিটার পেট্রলের দাম ০.৮৩৭ ডলার বা ৬৩.৪৩ টাকা। আবার শ্রীলঙ্কায় পেট্রলের মূল্য ১.১১১ ডলার বা ৮৪ টাকা। বাংলাদেশ এবং নেপালে লিটার প্রতি পেট্রলের দাম যথাক্রমে ১.০৩৫ ডলার বা ৭৮.৪৩ টাকা এবং ১.২২৬ ডলার বা ৯৩ টাকা। এ থেকে বোঝা যাচ্ছে যে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতেই লিটার প্রতি পেট্রলের দাম সর্বোচ্চ।

পশ্চিম এশিয়ায় পেট্রলের দাম

পশ্চিম এশিয়ার দেশগুলি তৈল প্রধান দেশ হাওয়ায় স্বভাবতই এখানে পেট্রোলের দাম কম। যেমন সৌদি আরবে লিটার প্রতি পেট্রলের দাম ০.৬২১ ডলার বা ৪৭.১৬ টাকা। আবার সংযুক্ত আরব আমিরশাহীতে এর মূল্য ০.৮৪৯ ডলার বা ৬৪.৪৮ টাকা। অন্যদিকে কুয়েত, ইরান, ইরাক, বাহারাইন, কাতারে দাম যথাক্রমে ০.৩৪৫ ডলার বা ২৬.২০ টাকা, ০.৫১ ডলার বা ৩৮.৭৩ টাকা, ০.৫১৪ ডলার বা ৩৯.০৪ টাকা, ০.৫৩১ ডলার বা ৪০.৩৩ টাকা এবং ০.৫৭৭ ডলার বা ৪৩.৮২ টাকা।

আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ায় পেট্রলের দাম

বিশ্বের একাধিক দেশে পেট্রল গ্যাসোলিন নামেও পরিচিত। পশ্চিমের দেশগুলিতে পেট্রোলের দাম তুলনামূলক বেশি। যেমন আমেরিকায় মূল্য ১.২৩৯ ডলার বা ৯৩.৮৯ টাকা। অস্ট্রেলিয়ায় লিটার পিছু পেট্রলের দাম ১.৪২১ ডলার বা ১০৭.৬৯ টাকা। আবার ইংল্যান্ডে দর সর্বাধিক, যা ২.১২৯ ডলার বা ১৬১ টাকা।

পেট্রলের দাম সবচেয়ে সস্তা ও বেশি এইসব দেশে

বিশ্বের মধ্যে ভেনেজুয়েলায় পেট্রলের দাম সবচেয়ে কম। মাত্র ০.০২৫ ডলার বা ১.৮৯ টাকা। বর্তমান দিনে দাঁড়িয়ে এটি রসিকতা বলে মনে হলেও এটাই সত্যি! আবার লিবিয়ায় পেট্রলের মূল্য ০.০৩২ ডলার বা ২.৪৩ টাকা। এদিকে হংকং-এ পেট্রলের দাম ২.৮৭৯ ডলার বা ২১৮ টাকা। অন্য দিকে, নেদারল্যান্ড ও ফিনল্যান্ড জার্মানিতে এক লিটার পেট্রলের দাম ২০০ টাকার কাছাকাছি।