পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতেও থাকবেন টেনশন ফ্রি, এই ইলেকট্রিক স্কুটারগুলি কাছে থাকলে

পেট্রল-ডিজেলের ঝাঁঝালো দামে নাস্তানাবুদ দেশবাসী। যার হাত থেকে নিস্তার পেতে মরিয়া সকলেই। গাড়ি নিয়ে পাম্পে গেলে জ্বালানি তেলের দামের উত্তাপে কুপোকাত মধ্যবিত্ত। পকেটের টান সামলাতে…

পেট্রল-ডিজেলের ঝাঁঝালো দামে নাস্তানাবুদ দেশবাসী। যার হাত থেকে নিস্তার পেতে মরিয়া সকলেই। গাড়ি নিয়ে পাম্পে গেলে জ্বালানি তেলের দামের উত্তাপে কুপোকাত মধ্যবিত্ত। পকেটের টান সামলাতে তাই বিকল্প জ্বালানি দিকেই ঝুঁকছেন বহু মানুষ। বিকল্প জ্বালানির মধ্যে সর্বাধিক জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি। এদিকে বিগত কয়েক বছরে ভারতে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা তাৎপর্যপূর্ণ হারে বৃদ্ধি পেয়েছে। বিক্রি হওয়া ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে ৬০% হল টু-হুইলার। তাই আপনিও যদি একটি সেরা মডেলের ইলেকট্রিক টু-হুইলারের খোঁজ করে থাকেন, এই প্রতিবেদনটি আপনার জন্য। দেশের সর্বাধিক জনপ্রিয় পাঁচটি ইলেকট্রিক স্কুটার সম্পর্কে আলোচনা করা হয়েছে।

হিরো ইলেকট্রিক ফোটন (Hero Electric Photon)

হিরো ইলেকট্রিক (Hero Electric) দীর্ঘদিন ধরেই সর্বাধিক বিক্রিত বৈদ্যুতিক স্কুটারের ব্র্যান্ডের জায়গাটি ধরে রেখেছে। Photon ই-স্কুটারটি হল এক চর্জে ১০৮ কিমি পথ পাড়ি দিতে পারে এবং সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪৫ কিমি। আজকালকার বাজার চলতি ইলেকট্রিক স্কুটারের মত Photon-এর ফিচারের তালিকাটি সমৃদ্ধ না হলেও, দামের বিচারে এটি নিঃসন্দেহে একটি সেরা পছন্দ। ৭৪,০০০ টাকার এক্স-শোরুম মূল্যে কেনা যাবে স্কুটারটি। তবে সংশ্লিষ্ট রাজ্য সরকারের ভর্তুকি ধরলে দাম আরও কমে আসবে।

বাজাজ চেতক ইভি (Bajaj Chetak EV)

উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার প্রায় ১৫ বছর পর বৈদ্যুতিক সেগমেন্টে চেতক (Chetak)-এর পুনর্জন্ম দিয়েছে বাজাজ (Bajaj)। ২০২০-তে ভারতের বাজারে বৈদ্যুতিক ভার্সনে লঞ্চ হয়েছিল বাজাজ চেতক। বর্তমানে দেশের সকল প্রান্ত থেকেই যাতে স্কুটারটি কেনা যায় তার ব্যবস্থা করছে সংস্থা। Chetak-এর রেঞ্জ ৯০ কিমি এবং দাম ১.৪১ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

ওলা এস১ প্রো (Ola S1 Pro)

বাজারে আসার অল্প দিনের মধ্যেই ক্রেতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে Ola S1 Pro। অত্যাধুনিক ফিচারে সজ্জিত হয়ে এসেছে এটি। S1 Pro-র রেঞ্জ ১৮১ কিমি দাবি করা হলেও বাস্তবিক ১৩৫ কিমি রেঞ্জ দেয়। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১১৫ কিমি। ইলেকট্রিক স্কুটারটির বাজার মূল্য ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে এর দাম বাড়ানোর কথা জানিয়েছে ওলা।

এথার ৪৫০এক্স (Ather 450X)

ভারতের বাজারে প্রথম ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারীদের মধ্যে একটি হল এথার এনার্জি (Ather Energy)। 450X মডেলটিতে রয়েছে তরুণ প্রজন্মের পছন্দের ফিচার। স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৮০ কিমি এবং রেঞ্জ প্রায় ৮৫ কিমি। Ather 450X-এর মূল্য ১.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

বাউন্স ইনফিনিটি ই১ (Bounce Infinity E1)

ভারতের বাজারে Infinity E1-এর সাথে প্রথম ব্যাটারি সোয়াপিং টেকনোলজি নিয়ে এসেছে Bounce। স্কুটারটি ব্যাটারি সমেত অথবা ব্যাটারি ভাড়ায় কেনা যায়। ব্যাটারি সমেত মডেলটির দাম ৬৮,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। তবে ব্যাটারি ভাড়ার বিকল্পে কিনলে পড়বে ৩৬,০৯৯ টাকা (এক্স-শোরুম)। Infinity E1-এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬৫ কিমি এবং রেঞ্জ ৮৫ কিমি।