Feature phone: দাম শুরু মাত্র ৭১৯ টাকা থেকে, সেরা ৫টি ফিচার ফোন দেখে নিন

আপনি যদি নিজের বা পরিবারের কারও জন্য একটি ফিচার ফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে আজ আমরা আপনাকে ভারতের বাজারে উপলব্ধ কয়েকটি সেরা সাশ্রয়ী মূল্যের কী-প্যাড যুক্ত ফোনের খোঁজ দেব। এই তালিকায় সামিল আছে – Intex Eco 105vx, IAIR Basic, G Five U106, itel Ace এবং Micromax X412। উল্লেখিত প্রত্যেকটি ফিচার ফোনই দুর্দান্ত ও দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। আর জানিয়ে রাখি, তালিকাভুক্ত ফোনগুলিকে কেনার জন্য আপনাদের সর্বনিম্ন ৭১৯ টাকা খরচ করতে হবে এবং প্রত্যেকটি মডেল ই-কমার্স সাইট Flipkart-এ পেয়ে যাবেন আপনারা। আসুন এবার উক্ত ৫টি ফিচার ফোনের দাম এবং স্পেসিফিকেশন বিশদে জেনে নেওয়া যাক।

৭১৯ টাকা থেকে শুরু ফিচার ফোনের তালিকা (Best feature phone price starting Rs. 1000)

১. IAIR Basic : ৭১৯ টাকা

আইএয়ার বেসিক একটি ১.৭৭ ইঞ্চির (১৬০×১২৮ পিক্সেল) ডিসপ্লে সহ এসেছে। স্টোরেজের ক্ষেত্রে, এই ফিচার ফোনটিতে ৩২ এমবি র‌্যাম পাওয়া যাবে। আর, নির্ধারিত স্টোরেজ ছাড়াও, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ডিভাইসের স্টোরেজ ক্যাপাসিটি ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, এই মডেলে ০.৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া, ডুয়াল সিম কানেক্টিভিটি, ভিডিও প্লেয়ার, এফএম রেডিও, LED টর্চ এবং ব্লুটুথ কানেকশনের সাপোর্ট পাওয়া যাবে। ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে কথা বললে, এই ফিচার ফোনে ২,৮০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ সময় ধরে ডিভাইসকে সক্রিয় রাখবে।

২. G Five U106 : ৭৩৫ টাকা

জি ফাইভ ইউ১০৬ ফিচার ফোনে রয়েছে একটি ১.৭৭ ইঞ্চির ডিসপ্লে। স্টোরেজের কথা বললে, উক্ত মডেলে ৩২ এমবি র‌্যাম দেওয়া হয়েছে। আর, নির্ধারিত ইন্টারনাল স্টোরেজ ছাড়াও, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ছবি তোলার জন্য এতে ০.৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা বর্তমান। এছাড়া, অন্যান্য ফিচার হিসাবে, এই ফিচার ফোনে ডুয়েল সিম কানেক্টিভিটি, ভিডিও প্লেয়ার, এফএম রেডিও, LED টর্চ এবং ব্লুটুথ কানেকশনের সাপোর্ট পাওয়া যাবে। এই ডিভাইসে ১,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ সময় ধরে ব্যাটারি ব্যাকআপ অফার করবে।

৩. itel Ace : ৮৯৯ টাকা

আইটেল এস ফোনে একটি ১.৮ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ৩২০×২৪০ পিক্সেল। অন্যান্য ফিচারের কথা বললে, এটি ব্লুটুথ কানেক্টিভিটি, ৮টি ভারতীয় ভাষার সমর্থন এবং এফএম রেডিও সহ এসেছে। ব্যাটারি ব্যাকআপের কথা বললে, এই ফিচার ফোনে ১,০০০এমএএইচ পাওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে।

৪. Micromax X412 : ৯৫২ টাকা

১.৭৭ ইঞ্চি (৩২০×২৪০ পিক্সেল) ডিসপ্লে সাইজের সাথে আসা মাইক্রোম্যাক্স এক্স৫১২ ফোনে, ৫৬ এমবি র‌্যাম এবং ২৪ এমবি স্টোরেজ দেওয়া হয়েছে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। আবার ছবি তোলার সুবিধার্থে এই ফোনে থাকছে, ০.৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এই ফিচার ফোনে ফ্ল্যাশলাইট বাটন এবং কল রেকর্ডিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৮০০ এমএএইচ ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি।

৫. Intex Eco 105vx : ১,০৯৯ টাকা

ইনটেক্স ইকো ১০৫ভিএক্স ফোনে, একটি ১.৮ ইঞ্চির QVGA (১২৮×১৬০ পিক্সেল) কালার ডিসপ্লে দেখা যাবে। এটি ৪ এমবি র‌্যাম সহ এসেছে। আর মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। অন্যান্য ফিচারের মধ্যে সামিল রয়েছে, কোয়ার্টি (QWERTY) কীপ্যাড ও LED টর্চ লাইট। আর ছবি তোলার জন্য থাকছে জুম সাপোর্ট সহ ০.৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ব্যাটারি ব্যাকআপের কথা বললে, এই ফিচার ফোনে ১,০৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ সময় ধরে ডিভাইসকে সক্রিয় রাখবে।