Categories: Tech News

আপনার ডিভাইসকে সুরক্ষিত রাখতে বিনামূল্যে ডাউনলোড করুন এই ৫টি অ্যান্টিভাইরাস

বলার অপেক্ষা রাখেনা, উইন্ডোজ ১০ (Windows 10) এখন বহুল ব্যবহৃত একটি ডেস্কটপ অপারেটিং সিস্টেম। বিপুল সংখ্যক মানুষ তাদের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজের লেটেস্ট ভার্সনটি (Windows 10) ব্যবহার করেন। যে কারণে সুযোগ সন্ধানী হ্যাকার এবং ম্যালওয়্যার নির্মাতারা লাভের উদ্দেশ্যে উইন্ডোজ ১০ ব্যবহারকারীকেই প্রধান লক্ষ্যবস্তু বানিয়েছে। অ্যাডওয়্যার, ট্রোজান, ভাইরাস, র‌্যানসমওয়ার থেকে শুরু করে ইন্টারনেটে বিদ্যমান অন্যান্য নানান বিপজ্জনক এবং ম্যালিসিয়াস কন্টেট যে কোনো মুহূর্তে আপনার উইন্ডোজ ১০ সিস্টেমকে ক্ষতিগ্ৰস্থ করতে পারে। এই জন্য নিজস্ব সিস্টেমকে সুরক্ষিত রাখতে সবার আগে প্রয়োজন একটি নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার। অবশ্য, উইন্ডোজ ১০ (Windows 10) ইনস্টলেশনটির সাথে মাইক্রোসফ্ট ডিফেন্ডার (Microsoft Defender) অন্তর্নির্মিত থাকে। তবে মাইক্রোসফ্ট ডিফেন্ডার আদৌ যথেষ্ট সুরক্ষাদায়ক কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সেই জন্য আজ আমরা এই প্রতিবেদনে বিনামূল্যে উপলব্ধ এমন পাঁচটি শীর্ষ অ্যান্টিভাইরাস প্রোগ্রাম সম্বন্ধে আলোচনা করবো।

১. Avast Free Antivirus

Avast আজকের সময়ে উপলভ্য একটি সর্বাধিক জনপ্রিয় ফ্রি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম। অ্যান্টিভাইরাসটির সুরক্ষা পরীক্ষার ল্যাবগুলি থেকে প্রাপ্ত স্কোর খুবই বেশী। এই অ্যান্টিভাইরাসে স্ক্যান করার সময়, সন্দেহজনক ফাইলের নমুনাগুলিকে আরও গভীর বিশ্লেষণের জন্য ক্লাউডে (Cloud) আপলোড করা যায়। Avast অ্যান্টিভাইরাসটির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নেটওয়ার্কগুলিতে অনুপ্রবেশকারীদের ওপর নজরদারি করতে পারে এবং তাদের সিস্টেমের অখণ্ডতা বজায় রাখতে পারে। ফলে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে এমন কিছু দুর্বলতা যেমন দুর্বল পাসওয়ার্ড, খারাপ সেটিংস এবং আউটডেটেড সফ্টওয়্যার ইত্যাদিকে Avast অ্যান্টিভাইরাসটি প্রতিহত করে এবং সিস্টেমকে সুরক্ষিত রাখতে চেষ্টা করে।

আপনি এই লিঙ্কটি থেকে Avast ফ্রি অ্যান্টিভাইরাস ডাউনলোড করতে পারেন: avast.com

২. AVG Antivirus Free

ডেস্কটপ কম্পিউটার সুরক্ষার খাতিরে আরেকটি বিশ্বস্ত সফ্টওয়্যারের নাম AVG অ্যান্টিভাইরাস। AVG সুরক্ষা সফ্টওয়্যারটি ল্যাব পরীক্ষায় ভাল স্কোর অর্জন করেছে। এর ফ্রি সংস্করণটি ভাইরাস এবং ম্যালওয়্যার উভয়কেই আটকাতে সক্ষম, তবে পেইড সংস্করণটি আরও অনেক বেশি সুরক্ষা প্রদান করে।

AVG ফ্রি সংস্করণটির সাহায্যে আপনি এমন ম্যালওয়্যারকে আক্রমণ করতে পারেন যাকে মুছে ফেলা শক্ত। এর জন্য ‘বুট-টাইম স্ক্যান’ (Boot-Time Scan) নামে একটি ফিচার আছে। কম্পিউটার বুট হওয়ার আগে চালিত হয়ে ম্যালওয়্যারকে নির্মূল করে। যেহেতু আপনি আপনার কম্পিউটারটি চলাকালীন চলমান ম্যালওয়্যারগুলি অপসারণ করতে পারবেন না, তাই আপনার উইন্ডোজ ১০ (Windows 10) ইনস্টলেশনটি বুটের আগেই AVG ম্যালওয়্যারগুলিকে মুছে ফেলবে। পেইড সংস্করণটিতে আরও অতিরিক্ত অনেক ফিচার আছে।

আপনি AVG অ্যান্টিভাইরাসটি এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন: avg.com

  1. Kaspersky Security Cloud- Free

Kaspersky স্ক্যানার প্রযুক্তিগতভাবে একটি ক্লাউড-ভিত্তিক (Cloud based) অ্যান্টিভাইরাস হলেও সফ্টওয়্যারটি ধারাবাহিকভাবে থার্ড পার্টি পরীক্ষামূলক ল্যাবগুলিতে দুর্দান্ত শনাক্তকরণের হারসহ ভাল স্কোর করেছে। সংস্থাটির দাবি, এই ফ্রি অ্যান্টিভাইরাসটি আপনি যা কিছু করছেন তার সাথে সহজে খাপ খাইয়ে নিতে পারে এবং কখন সতর্কতা অবলম্বন করতে হবে, কখন সতর্ক করতে হবে এবং কখন থ্রেড ব্লক করতে হবে এই সমস্ত বিষয়ে স্বতঃস্ফূর্ত হস্তক্ষেপ করে।

Kaspersky তাঁদের পেইড সংস্করণে আরও উচ্চতর পরিষেবা সরবরাহ করে, তবে এটি বিনামূল্যে ব্যবহারকারীদের জন্য একটি খুব সীমিত সংস্করণও সরবরাহ করে। যার মধ্যে ‘রিয়েল-টাইম সিকিউরিটি’ (Real-time Security) অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও এখানে রিয়েল-টাইম অ্যালার্ট, সীমিত ভিপিএন কভারেজ অ্যাক্সেস এবং ১৫ টি পর্যন্ত পাসওয়ার্ড সংস্থার ভল্টে স্টোর করতে পারবেন।

Kaspersky Security Cloud- Free ডাউনলোড করুন এই লিঙ্কে ক্লিক করে: usa.kaspersky.com

৪. Sophos Home Free

অন্যান্য অ্যান্টিভাইরাসগুলির চেয়েও Sophos বিনামূল্যে অনেক বেশী প্রিমিয়াম পরিষেবা সরবরাহ করে। থার্ড পার্টি পরীক্ষামূলক ল্যাবগুলিতেও Sophos ভালো স্কোর করছে। এটি ফ্রি সংস্করণে ‘প্রেডিক্টিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থ্রেড ডিডেকশন’ (Predictive artificial intelligence thread detection) পরিষেবা অফার করে। ফলে অনেক গভীরে স্ক্যান করতে পারে।

এছাড়াও এতে আছে ‘রিয়েলটাইম অ্যান্টিভাইরাস স্ক্যানার’ (Realtime Antivirus scanner)।

কম্পিউটার ভাইরাস, ম্যালওয়্যার, ট্রোজান, ওর্মস, বোটস, পোটেনশিয়ালি আনওয়ান্টেড অ্যাপ (PUAs) এবং র‌্যানসমওয়ারের জন্য লোকাল স্ক্যানিং ছাড়াও Sophos অ্যান্টিভাইরাসে আছে সোফোস ল্যাবস ব্ল্যাকলিস্ট ডাটাবেস (Sophos labs blacklist datsbase) পরিষেবা, যার মাধ্যমে বিপজ্জনক ওয়েবসাইটগুলি ব্লক হয়ে যায়। আপনি ওয়েব ইন্টারফেসসহ তিনটি ডেস্কটপ এবং অসংখ্য মোবাইল অ্যাপ্লিকেশনে Sophos ডেস্কটপ ইনস্টলেশন পরিচালনা করতে পারেন। সফ্টওয়্যারটি কোম্পানির ওয়েবসাইট থেকে বিনামূল্যে পাওয়া যায়। এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করুন: home.sophos.com

৫. Microsoft Defender

আপনি কি এই তালিকায় মাইক্রোসফ্ট ডিফেন্ডারকে দেখে অবাক হয়েছেন? উইন্ডোজ ১০ র্নির্মিত অভ্যন্তীরণ অ্যান্টিম্যালওয়্যার সফ্টওয়্যারটি গতানুগতিকভাবে প্রতিযোগিতায় পিছিয়ে থাকলেও, থার্ড পার্টি পরীক্ষামূলক ল্যাব চার্টের বিচারে পারফরম্যান্স এবং স্কোরের দিক থেকে সফ্টওয়্যারটি বর্তমানে যথেষ্ট উন্নত হয়েছে এবং পারফরম্যান্সের দিক থেকে অনেক দ্রুত।

আপনি যদি ওয়েব ব্রাউজ করতে মাইক্রোসফ্ট এজ (Microsoft edge) ব্যবহার করেন, যা ঘটনাক্রমে গুগল ক্রোমের ব্রাউজার ইঞ্জিনে চলে, তবে সংস্থার ‘স্মার্টস্ক্রিন ফিল্টার’ (Smart screen filter) ম্যালিসিয়াস ডাউনলোডগুলিও ব্লক করতে পারে। কিন্তু আপনি যদি ফায়ারফক্স বা ক্রোম ব্যবহার করেন তবে ফিশিং সাইটগুলি থেকে আপনি একই রকম সুরক্ষা পাবেন না। সেক্ষেত্রে আপনি উপরোক্ত তালিকার যে কোনো একটি সফ্টওয়্যার ব্যবহার করতে পারেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

53 mins ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

54 mins ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

2 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

4 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

4 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

5 hours ago