Best Mileage Cars in 2022: তেলের দাম আগুন, এই গাড়িগুলি থেকেই সবচেয়ে বেশি মাইলেজ পাবেন

কোভিড পরবর্তী সময়কাল থেকে বিশ্ব বাজারের পাশাপাশি সমগ্র ভারতবর্ষ জুড়ে খনিজ তেলের দাম আকাশছোঁয়া। প্রতিনিয়তই একটু একটু করে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। আজকের দিনে দাড়িয়ে বাণিজ্য নগরী মুম্বাইতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১১১ টাকা ও ৯৭ টাকা। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে মানুষজন অধিক মাইলেজ প্রদানকারী গাড়ি কেনার পক্ষপাতী। ২০২২ সালের এই শেষ লগ্নে দাঁড়িয়ে এমনই দেশের সেরা ৫ টি তেল সাশ্রয়ী গাড়ির তালিকা দিলাম আমরা।

Maruti Suzuki Celerio- ২৬.৬৮ কিমি/লিটার

এই মুহূর্তে মারুতি সুজুকি সেলেরিওর দ্বিতীয় জেনারেশনের মডেলটি ভারতবর্ষের অন্যতম তেল সাশ্রয়যোগ্য গাড়ি হিসেবে পরিচিত। এর VXi AMT সংস্করণটি এক লিটার পেট্রলে প্রায় ২৬.৬৮ কিমি রাস্তা চলতে পারে। অন্যদিকে ZXi এবং ZXi+AMT ভ্যারিয়েন্ট দুটির ক্ষেত্রে মাইলেজ ২৬ কিমি/লিটার। তবে ZXi ম্যানুয়ালের ক্ষেত্রে মাইলেজ আরো একটু কমে হয়েছে ২৪.৯৭ কিমি/লিটার।

বর্তমানে দিল্লির বুকে এর এক্স শোরুম মূল্য ৫.১৫ লাখ টাকা থেকে শুরু করে ৬.৯৪ লাখ টাকা পর্যন্ত গিয়েছে। নতুন এই সেলেরিওতে ৯৯৮ সিসির তিনটি সিলিন্ডার যুক্ত ডুয়েল জেট K10 পেট্রোল ইঞ্জিন লাগানো রয়েছে যা থেকে ৬৭ বিচপি শক্তি এবং ৮৯ এনএম টর্ক উৎপন্ন হয়। ফাইভ স্পিড মানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম উপলব্ধ রয়েছে এতে।

Maruti Suzuki Wagno R- ২৫.১৯ কিমি/লিটার

ফ্যামিলি কার হিসেবে পরিচিত মারুতি সুজুকি ওয়াগনর ভারতবর্ষের অধিক মাইলেজ প্রদানকারী গাড়ির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। এর দামের রেঞ্জ ৫.৪৫ লাখ থেকে ৭.০৮ লাখ টাকা পর্যন্ত (এক্স শোরুম)। এই হ্যাজব্যাক গাড়িটিতে দুটি ধরনের ইঞ্জিনের অপশন রয়েছে। প্রথমটি ৬৭এইচপি শক্তির উৎপাদনকারী ১.০ লিটারের পেট্রোল ইঞ্জিন ও দ্বিতীয়টি ১.২ লিটারের পেট্রোল চালিত ইঞ্জিন যা থেকে ৯৯ এইচপি শক্তি উৎপাদিত হয়। প্রথম ইঞ্জিনটি অটোমেটিক ট্রান্সমিশন যুক্ত হওয়ায় তা থেকে ২৫.১৯ কিমি/লিটার মাইলেজ পাওয়া গেলেও দ্বিতীয়টির অটোমেটিক ট্রান্সমিশনযুক্ত সংস্করণে তা কমে হয় ২৪.৪৩ কিমি/লিটার। তবে মারুতি সুজুকি ওয়াগনার এর সিএনজি চালিত মডেলের মাইলেজ ৩৪.০৪ কিমি/কেজি।

এই গাড়িতে ব্যবহৃত প্রথম ইঞ্জিনটির সক্ষমতা ৯৯৮ সিসি এবং তা ৩টি সিলিন্ডার যুক্ত। এখান থেকে উৎপাদিত টর্ক ৮৯ এনএম। তবে দ্বিতীয় ইঞ্জিনটি ১১৯৭ সিসি ক্ষমতাযুক্ত। এক্ষেত্রেও রয়েছে ৩টি সিলিন্ডার। এটি থেকে ১১৩ এনএম টর্ক জেনারেট হয়।

Maruti Suzuki Dzire – ২৪.১৪কিমি/লিটার

১১৯৭ সিসির চারটি সিলিন্ডার যুক্ত ইঞ্জিন সমৃদ্ধ মারুতি সুজুকি ডিজায়ার ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় একটি ফোর হুইলার। এতে রয়েছে ১.২ লিটারের K12N পেট্রোল ইঞ্জিন। সেলেরিওর থেকে এই ইঞ্জিনটি ৭ হর্স পাওয়ার অতিরিক্ত শক্তি উৎপাদন করতে পারে এবং এতে মাইলেজ খানিকটা বেশি পাওয়া যায়। সুজুকি ডিজায়ারে থাকা ফাইভ স্পিড মানুয়াল ট্রান্সমিশন সংস্করণে ১ লিটার পেট্রলে ২৩.২৬ কিমি চলা সম্ভব হলেও অটোমেটিক ট্রান্সমিশন যুক্ত মডেলে এই মাইলেজ বেড়ে হয় ২৪.১২ কিমি/লিটার। ভারতবর্ষের রাজধানী দিল্লির বুকে এর বেস মডেলের এক্স শোরুম মূল্য ৬.২৪ লাখ টাকা। টপ মডেলটির দাম পড়বে ৯.১৭ লাখ টাকা।

Maruti Suzuki Baleno/Toyota Glanza – ২২.৯৪ কিমি/লিটার

মারুতি সুজুকি ব্যালেনো এবং টয়োটা গ্লেনজা দুটির ক্ষেত্রেই চালিকাশক্তি যোগায় ২.২ লিটারের চারটি সিলিন্ডার যুক্ত K12N পেট্রল চালিত ইঞ্জিন যা থেকে সর্বাধিক ৯০ এইচপি শক্তি উৎপাদিত হয়। ফাইভ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক দুই ধরনের সংস্করণই রয়েছে এতে। ম্যানুয়াল সংস্করণের মাইলেজ ২২.৩৫ কিমি/লিটার এবং অটোমেটিক ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রতি লিটার পেট্রলে ২২.৯৪ কিমি পথ চলা যায়। ব্যালেনোর দামের রেঞ্জ ৬.৩৫ লাখ টাকা থেকে শুরু করে ৯.৪৯ লাখ টাকা পর্যন্ত গিয়েছে। টয়োটা গ্লেনজার ক্ষেত্রে এই দাম ৬.৩৯ লাখ – ৯.৬৯ লাখ টাকা। উভয় ক্ষেত্রেই এক্স শোরুম মূল্য দেওয়া হয়েছে।

Maruti Suzuki Alto – ২২.০৫ কিমি/লিটার

স্বল্প মূল্যের জনপ্রিয় হাজব্যাক মডেল হিসেবে বিপুল জনপ্রিয়তা রয়েছে মারুতি সুজুকি অল্টোর। একে চালিকাশক্তি যোগায় ৭৯৬ সিসির তিনটি সিলিন্ডার যুক্ত ০.৮ লিটারের পেট্রোল চালিত ইঞ্জিন যা থেকে ৪৮ এইচপি শক্তি উৎপাদিত হয়। এই ইঞ্জিনটি প্রতি লিটার পেট্রোলে ২২.০৫ কিমি পথ চলতে পারে। তবে এর সিএনজি ভার্সনের মাইলেজ ৩১.৫৯ কিমি/কেজি। দিল্লিতে মারুতি সুজুকি অল্টোর এক্স শোরুম মূল্য ৩.৩৯ লাখ টাকা। সর্বোচ্চ সংস্করণটির ক্ষেত্রে দাম পড়বে ৫.০৩ লাখ টাকা।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

12 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago