Garena Free Fire ব্যান হওয়ায় মন খারাপ? ব্যাটেল রয়্যাল গেমের এই সেরা ৫টি বিকল্প দেখে নিন

বিগত প্রায় দু-বছরে কয়েকশোর বেশি চীনা অ্যাপ্লিকেশন ব্যান করার পর সম্প্রতি আবারও দেশের নিরাপত্তা এবং সুরক্ষার খাতিরে ৫৪টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার, যার মধ্যে জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম Garena Free Fire (গ্যারেনা ফ্রি ফায়ার) শামিল রয়েছে। সরকারি সিদ্ধান্তের ফলে গেমটি এখন আর Google Play Store (গুগল প্লে স্টোর) এবং Apple (অ্যাপল)-এর App Store (অ্যাপ স্টোর)-এ উপলব্ধ নয়। কারণ ইলেক্ট্রনিক্স ও আইটি মন্ত্রকের মতে, নিষিদ্ধ হওয়া অ্যাপগুলি ভারতীয় নাগরিকদের গোপনীয়তা ও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক।

ফলে খুব স্বাভাবিকভাবেই এখন স্মার্টফোনে ব্যাটেল রয়্যাল গেম খেলতে গেলে অন্য বিকল্পের সন্ধান করতে হবে গেমারদের। সেক্ষেত্রে আপনিও কি গ্যারেনা ফ্রি ফায়ারের কোনো ভালো বিকল্পের সন্ধান করছেন? তাহলে এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনারই জন্য, কারণ এখানে আমরা এমন পাঁচটি গেমের কথা উল্লেখ করতে চলেছি, যেগুলি এককথায় বললে গ্যারেনা ফ্রি ফায়ার গেমের একদম যোগ্য বিকল্প। এবং আপনি এই গেমগুলি খেলে ফ্রি ফায়ার খেলার মজা পুরোদস্তুর উপভোগ করতে সক্ষম হবেন। তাহলে চলুন, গেমগুলির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

১. Garena Free Fire Max

ভারত সরকার সম্প্রতি দেশে ফ্রি ফায়ার ব্যান করলেও গেমটির দ্বিতীয় ভার্সনটি কিন্তু নিষিদ্ধ করেনি, যা Garena Free Fire Max নামে পরিচিত। এটি এখনও গুগল প্লে স্টোরে ডাউনলোডের জন্য উপলব্ধ। এটিও ফ্রি ফায়ারের মতো একই সংস্থা কর্তৃক ডেভেলপড হলেও নিষিদ্ধ অ্যাপের তালিকায় এটির নাম অন্তর্ভুক্ত করা হয়নি। এই ব্যাটল রয়্যাল গেমটি গ্যারেনা ফ্রি ফায়ারের একটি আপগ্রেডেড এবং আরও অনেক বেশি কার্যকর স্পেসিফিকেশনযুক্ত সংস্করণ। ইউজারদের ব্যবহারিক অভিজ্ঞতাকে উন্নত করার জন্য এই গেমে অত্যাধুনিক এফেক্টস, অ্যানিমেশন এবং গ্রাফিক্সের ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ফোনে খেলার জন্য একটি দুর্দান্ত ব্যাটেল রয়্যাল গেম হিসেবে এটি ইউজারদের কাছে বিশেষভাবে জনপ্রিয়।

২. Battlegrounds Mobile India

আপনি যদি ব্যাটল রয়্যাল গেমের অন্ধ ভক্ত হন, তবে এই গেমটি মিস করা আপনার একেবারেই উচিত হবে না। ভারতে PUBG নিষিদ্ধ হওয়ার পর এটির পরিমার্জিত সংস্করণ হিসেবে গেম নির্মাতা সংস্থা ক্রাফটন (Krafton) ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমটি লঞ্চ করে, এবং লঞ্চ করা মাত্রই ব্যাপকভাবে সাড়া ফেলতে সক্ষম হয়েছে এই দুর্দান্ত ব্যাটেল রয়্যাল গেমটি। অনেকগুলি গেম মোডের পাশাপাশি বারংবার একাধিক আপডেটের মাধ্যমে নতুন নতুন ফিচার যুক্ত করে ক্রমশই গেমটিকে ইউজারদের কাছে ব্যাপকভাবে আকর্ষণীয় করে তুলছে ক্রাফটন। মূলত ভারতীয়দের কথা মাথায় রেখেই যেহেতু এই গেমটিকে তৈরি করা হয়েছে, তাই এটি খেলে আপনি অবশ্যই দুর্দান্ত গেমিং এক্সপেরিয়েন্স অর্জন করতে সক্ষম হবেন।

৩. Call of Duty: Mobile

কল অফ ডিউটি ফ্র্যাঞ্চাইজিও একটি অত্যন্ত জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম। ২০১৯ সালের শেষের দিকে গেমিং দুনিয়ায় এর আগমন ঘটলেও খুব কম সময়ে বিশ্বব্যাপী গেমারদের মনে একটি বিশেষ জায়গা করে নিতে সক্ষম হয়েছে। এটি অ্যান্ড্রয়েডের সেরা মাল্টিপ্লেয়ার গেমগুলির মধ্যে অন্যতম একটি, যেখানে আপনি একসঙ্গে ১০০ জন প্লেয়ারের সাথে খেলার সুযোগ পাবেন। ইউজারদের মধ্যে খেলার উত্তেজনা বহুল পরিমাণে বাড়িয়ে তুলতে গেমটি একাধিক নতুন গেমিং মোড, থিমড ইভেন্ট, রিওয়ার্ড সহ অন্যান্য অনেক আকর্ষণীয় জিনিস অফার করে।

৪. Fortnite

তরুণ গেমারদের কাছে বিশেষভাবে জনপ্রিয় আর-একটি ব্যাটেল রয়্যাল গেম হল Fortnite। মোবাইল ডিভাইসগুলিতে একটি ফ্রি-টু-প্লে ক্রস প্ল্যাটফর্ম ব্যাটল রয়্যাল গেম হিসেবে Epic Games এটিকে ২০১৮ সালে লঞ্চ করে। এটি একটি অত্যন্ত প্রলুব্ধকর হেভি গেম, তাই ল্যাগ-ফ্রি গেমিং এক্সপেরিয়েন্স অর্জন করতে চাইলে আপনাকে একটু হাই-এন্ড ফোনে এই গেমটি খেলতে হবে। তবে মনে রাখবেন যে, অ্যাপল এবং গুগল-এর সাথে Epic Games-এর আইনি লড়াইয়ের কারণে গেমটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে উপলব্ধ নয়। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গেমটি সাইডলোড করতে পারেন বা Samsung ফোনে Galaxy Store থেকে গেমটি ইনস্টল করতে পারেন।

৫. ScarFall: Royale Combat

এই গেমটিও ফ্রি ফায়ারের একটি আদর্শ বিকল্প, যা আপনি আপনার বন্ধুদের সাথে খেলতে পারেন। খুব বড়ো সাইজের এবং একাধিক ফিচারে ঠাসা ভারী গেম না হওয়ায় লো-এন্ড ডিভাইসেও অত্যন্ত অনায়াসে এই গেমটি খেলা যেতে পারে। এই গেমটি ইউজারদের ৪০ জন প্লেয়ার সহ ১০ মিনিটের ক্লাসিক মোড, ১০০ জন প্লেয়ার সহ ১৫ মিনিটের সারভাইভাল মোড এবং টিম ডেথম্যাচ মোড অফার করে।