Xiaomi থেকে OnePlus, সাধ্যের মধ্যে এই মিড রেঞ্জ ফোনগুলি হবে আপনার প্রথম পছন্দ

স্মার্টফোন এখন আগের থেকে অনেক উন্নত, ফলে আমরা অনেকেই স্মার্টফোনের মাধ্যমে আমাদের অধিকাংশ কাজ সারি। যদিও অত্যাধুনিক ফিচারের সাথে আসা ফোনগুলির দাম তুলনামূলক ভাবে বেশি…

স্মার্টফোন এখন আগের থেকে অনেক উন্নত, ফলে আমরা অনেকেই স্মার্টফোনের মাধ্যমে আমাদের অধিকাংশ কাজ সারি। যদিও অত্যাধুনিক ফিচারের সাথে আসা ফোনগুলির দাম তুলনামূলক ভাবে বেশি হয়। তবে আজকের এই প্রতিবেদনে আমরা OnePlus, Realme ও Xiaomi ব্র্যান্ডের এমন কয়েকটি স্মার্টফোনের বিষয়ে জানাবো, যেগুলি দুর্দান্ত ফিচার সহ আসলেও দাম সাধ্যের মধ্যে। এই 4G বা 5G কানেক্টিভিটির স্মার্টফোনে, FHD+ রেজোলিউশনের ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কোয়াড বা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর মিলবে। আবার কিছু ফোনে ডুয়েল সেলফি ক্যামেরা পেয়ে যেতে পারেন। আর এই ফোনগুলির মূল্য থাকছে ৩০,০০০ টাকার কম। তাহলে চলুন ৫টি সেরা মিড-রেঞ্জ স্মার্টফোনের তালিকা দেখে নেওয়া যাক।

৩০,০০০ টাকার কমে উপলব্ধ সেরা মিড-রেঞ্জ স্মার্টফোনের তালিকা

OnePlus Nord: ডুয়েল সিমের ওয়ানপ্লাস নর্ড স্মার্টফোনে একটি ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ ও এসপেক্ট রেশিও ২০:৯। এটি অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে ফোনে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক অক্সিজেন ওএস ১০.৫ কাস্টম স্কিন রয়েছে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, এতে ৪৮ মেগাপিক্সেল IMX586 প্রাইমারি সেন্সর যুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং ডুয়েল সেলফি ক্যামেরা (৩২+৮ মেগাপিক্সেল) সেটআপ উপস্থিত। এছাড়া, থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনে ৪,১১৫ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩০টি ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

দাম : OnePlus Nord ফোনের ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ২৭,৯৯৯ টাকা। আবার, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে কিনতে খসাতে হবে ২৯,৯৯৯ টাকা। এই ফোনটি ব্লু মার্বেল ও গ্রে অনিক্স কালারে পাওয়া যাবে।

Motorola Edge Fusion: মোটোরোলা এজ ফিউশন স্মার্টফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) OLED ম্যাক্স ভিশন ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ ও এসপেক্ট রেশিও ২০:৯। ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ ৫জি প্রসেসর। এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক মাই ইউএক্স কাস্টম ওএস পাওয়া যাবে। ক্যামেরা ফ্রন্ট হিসাবে থাকছে, ট্রিপল রিয়ার ক্যামেরা (১০৮+৮+২ মেগাপিক্সেল) সেটআপ ও ৩২ মেগাপিক্সেল সেলফি সেন্সর। সিকিউরিটির জন্য ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সামিল করা হয়েছে। এতে, ৩০‌ ওয়াট টার্বোপাওয়ার টেকনোলজির সমেত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম : Motorola Edge Fusion ফোনের প্রারম্ভিক মূল্য ২১,৪৯৯ টাকা। এই দাম ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ করতে হবে ২২,৯৯৯ টাকা। এই ফোন সাইবার টিল ও ইলেক্ট্রিক গ্রাফাইট কালারে এসেছে।

Realme GT Master Edition: রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোনে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০:৯ এসপেক্ট রেশিও সহ ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০) সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসাবে ফোনে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমে ইউআই ২.০ রয়েছে। এই হ্যান্ডসেটে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং সেন্সর বর্তমান। এতে, ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জিং সাপোর্ট করে।

দাম : Realme GT Master Edition ফোনের ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ২৫,৯৯৯ টাকা। অন্যদিকে, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২৭,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত টপ-ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। এই ফোন কসমস ব্লু ও লুনা হোয়াইট কালারে কেনা যাবে।

OnePlus Nord CE 5G: ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) ডিসপ্লে। মাল্টিটাস্কিং ও ফাস্ট পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেন ওএস ১১ কাস্টম স্কিনে চলবে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে এতে, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল Sony IMX471 সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া, থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনে, ৪,৫০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে।

দাম : OnePlus Nord CE 5G তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। সেক্ষেত্রে, ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা, ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা থাকছে। এই ফোন ব্লু ভয়েড, চারকোল ইনক ও সিলভার কালারে উপলভ্য।

Xiaomi Mi 10i: শাওমি এমআই ১০আই, একটি ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি প্লাস LCD ডিসপ্লে সহ এসেছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি ৫জি প্রসেসরে কাজ করবে। আর এতে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১২ কাস্টম ওএস পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সমেত একটি কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একই সাথে, ফোনের সামনে থাকছে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই হ্যান্ডসেটে, ৪,৮২০ এমএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট-চার্জিং সাপোর্ট করবে।

দাম : Xiaomi Mi 10i ফোনের ৬ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা। অন্যদিকে, ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে, ২১,৯৯৯ টাকা ও ২৩,৯৯৯ টাকা। প্যাসিফিক সানরাইজ, মিডনাইট ব্ল্যাক ও আটলান্টিক ব্লু কালারে বেছে নেওয়া যাবে এই ফোন।