OnePlus Nord সিরিজের জনপ্রিয় এই দুই ফোনে এল Android 14 আপডেট

OnePlus Nord CE 3 Lite ও Nord 2T স্মার্টফোনের জন্য লাইভ করা OxygenOS 14 Closed Beta প্রোগ্রাম

OnePlus ইতিমধ্যেই তাদের OnePlus Nord 3, OnePlus 11R, OnePlus 11 (ওপেন বিটা উপলব্ধ), OnePlus Nord 2T, এবং OnePlus 10 Pro স্মার্টফোনকে OxygenOS 14 Beta প্রোগ্রামের অধীনে সামিল করেছে। আর আজ সংস্থাটি আরো দুটি হ্যান্ডসেটের জন্য তাদের এই নয়া সফ্টওয়্যার আপডেটের ক্লোজ বিটা টেস্টিং লাইভ করার কথা ঘোষণা করল। আমরা কথা বলছি, OnePlus Nord CE 3 Lite এবং OnePlus Nord 2T স্মার্টফোনের প্রসঙ্গে। জানিয়ে রাখি, প্রোগ্রামটি শুধুমাত্র উক্ত দুটি ডিভাইসের ভারতীয় সংস্করণের জন্য উপলব্ধ করা হয়েছে।

OnePlus Nord CE 3 Lite ও Nord 2T স্মার্টফোনের জন্য লাইভ করা OxygenOS 14 Closed Beta প্রোগ্রাম

ওয়ানপ্লাস সম্প্রতি তাদের কমিউনিটি পেজের মাধ্যমে – নর্ড সিই ৩ লাইট এবং নর্ড ২টি স্মার্টফোনকে আপকামিং অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেনওএস ১৪ ক্লোজ বিটা প্রোগ্রামের অধীনে সামিল করার কথা জানিয়েছে। একই সাথে এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য কি কি নির্দেশাবলী পালন করতে হবে সেই তথ্যও শেয়ার করা হয়েছে। এক্ষেত্রে সংস্থাটি জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে থেকে মোট ৫০০ জনকে এই নয়া আপডেট পরীক্ষা করার জন্য বেছে নেওয়া হবে। নিচে কোন কোন শর্ত পূরণ করলে প্রোগ্রামে অংশগ্রহণ করা যাবে তা আলোচনা করা হল –

  • অংশগ্রহণকারীকে অবশ্যই ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট এবং নর্ড ২টি স্মার্টফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের মালিক হতে হবে।
  • উক্ত ফোন দুটির ব্যবহারকারীকে অবশ্যই সক্রিয় ওয়ানপ্লাস কমিউনিটি মেম্বার হতে হবে।
  • প্রতিদিন ওয়ানপ্লাস টিমের কাছে ওএস সংক্রান্ত সমস্যা এবং বাগ ইস্যু রিপোর্ট করতে হবে।
  • CBT টেলিগ্রাম গ্রুপে যোগ দিতে হবে এবং অন্যান্য টেস্টারদের সাথে যোগাযোগে থাকতে হবে।
  • সর্বোপরি, গোপনীয়তা বজায় রাখার জন্য প্রজেক্ট টিমের অংশ নন এমন ব্যক্তিদের সাথে CBT ইনস্টলেশন প্যাকেজ বা ইন্টারনাল বিটা সম্পর্কিত কোনো কন্টেন্ট শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

CBT প্রোগ্রামের জন্য কীভাবে আবেদন করবেন?

উপরি উল্লিখিত প্রত্যেকটি শর্ত পূরণ করতে পারলেই আপনি অক্সিজেনওএস ১৪ ক্লোজ বিটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। তবে আগেই বলে দিই, সবথেকে আগে যারা অ্যাপ্লিকেশন জমা দেবে তাদের আর্জি গৃহীত হওয়ার সম্ভাবনা সর্বাধিক। তাই আপনিও যদি ৫০০ জন অংশগ্রহণকারীদের মধ্যে একজন হতে চান তবে আজই আবেদন করুন। তবে আবেদন করার আগে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার ডিভাইসটি যেন সর্বশেষ ফার্মওয়্যার ভার্সনে চলে।

CBT প্রোগ্রামের জন্য আবেদন করতে নিচে দেওয়া ধাপগুলি অনুসরণ করুন

১. প্রথমেই মোবাইলের ‘Settings’ অপশনে চলে যান।

২. এখানে ‘About device’ লেখা বিকল্প পাবেন, এতে ট্যাপ করুন।

৩. এরপর ‘Up to date’ বাটনে ট্যাপ করুন।

৪. এবার যেই উইন্ডো ওপেন হবে, তার উপরি ডান কোণায় থাকা ড্রপ ডাউন আইকনে ট্যাপ করুন।

৫. পরবর্তীতে ‘Beta program’ বিকল্পটি নির্বাচন করুন।

৬. আপনার আবেদনটি গৃহীত হয়ে গেলে, পুনরায় ডিভাইস ‘Settings’ থেকে ‘About device’ -এ চলে যান। এখানে ‘Download Now’ অপশনটি চয়ন করলেই নতুন অক্সিজেনওএস ১৪ কাস্টম স্কিনের বিটা ভার্সন ইনস্টল হয়ে যাবে।

প্রসঙ্গত, OxygenOS 14 বর্তমানে বিটা অবস্থায় আছে। ফলে এই আপডেট ইনস্টল করার পর বিভিন্ন ধরণের বাগ সংক্রান্ত সমস্যা দেখা দিতেই পারে। তাই আপনার OnePlus Nord CE 3 Lite বা Nord 2T স্মার্টফোনটি যদি খুবই প্রয়োজনীয় হয়, তবে আমরা আলোচ্য বিটা বিল্ডটি ডাউনলোড না করার পরামর্শ দেব। কেননা এমনটা করলে হয়তো নিম্নলিখিত সমস্যাগুলির সম্মুখীন হতে হবে আপনাকে –

  • ভিডিও দেখার সময় প্রোট্রেট এবং ল্যান্ডস্কেপ মোডে ফ্লিপ করার সময় স্ক্রীন ফ্ল্যাশ সমস্যা।
  • ওয়ালপেপার উইন্ডোতে ‘লাইভ ওয়ালপেপার’ উপস্থিত নেই।
  • হটস্পট সেটিংস ক্লোন করার পরে AP ব্যান্ড ২.৪গিগাহার্টজ থেকে ৫গিগাহার্টজ -এ পরিবর্তিত হচ্ছে।
  • এডিটেড রেকর্ড রিল (Reels) ভিডিও আটকে যাচ্ছে।
  • শেলফ সেটিংস ইন্টারফেসে চীনা ভাষায় টেক্সট।