মাত্র ১৮,৫০০ টাকা থেকে ৪২ ইঞ্চির Smart TV, এখানে পাওয়া যাচ্ছে

দীপাবলি বা দিওয়ালি হল আলো ও আনন্দের উৎসব। ফলে এই সময়টা আপামর ভারতবাসী নিজেদের বাড়ির অন্দরকে নতুন ভাবে সাজাতে কেনাকাটায় মশগুল থাকেন। সেক্ষেত্রে, আপনারা যারা এই ফেস্টিভ সিজনে একটি নতুন ও বড় ডিসপ্লে সাইজের স্মার্ট টিভি (Smart TV) কেনার পরিকল্পনা করছেন, তারা ই-কমার্স প্ল্যাটফর্ম, Flipkart-এ ঢুঁ মারতে পারেন। কারণ, সংস্থাটি এখন দিওয়ালি স্পেশাল সেলের আয়োজন করছে, যেখানে স্মার্ট টেলিভিশনের উপর ভারী ডিসকাউন্ট ও লোভনীয় অফার দেওয়া হচ্ছে। এই প্রতিবেদনে আমরা সেলে উপলব্ধ ৪২ ইঞ্চি ডিসপ্লের কয়েকটি স্মার্ট টিভির কথা বলব, যাদের দাম শুরু হচ্ছে মাত্র ১৮,৫০০ টাকা থেকে।

Flipkart Diwali Sale থেকে অফারের সাথে কেনা যাবে এই ৪২ ইঞ্চির স্মার্ট টিভিগুলি

Dyanora 106 cm (42 inches) Smart Android TV: এই ডায়নোরা স্মার্ট টিভির দাম ১৮,৪৯৯ টাকা। এতে, ৪২ ইঞ্চির ফুল এইচডি (১,০৮০x১,৯২০ পিক্সেল) ‘A+’ গ্রেড ডট ডিসপ্লে প্যানেল আছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই ডিসপ্লের চারপাশে সরু বেজেল দেখা যাবে। এটি অ্যান্ড্রয়েড ৯ টিভি ওএস-এ রান করবে। উক্ত টিভিটি ২০ ওয়াট সাউন্ড আউটপুট সরবরাহ করবে। এছাড়া থাকছে, সিনেমা জুম, নয়েজ রিডাকশন এবং সারাউন্ড সাউন্ড ফিচার। এটি, Netflix, Prime Video, Disney+Hotstar ও Youtube এর মতো অ্যাপ সাপোর্ট করে।

Coocaa 106 cm (42 inch) Smart Android TV: এই স্মার্ট টিভির দাম ১৮,৯৯৯ টাকা। এতে, ৪২ ইঞ্চির ফুল এইচডি (১,৯২০x১,০৮০ পিক্সেল) ‘A+’ গ্রেড ডিসপ্লে প্যানেল দেখা যাবে, যা দুর্দান্ত ভিউয়িং অভিজ্ঞতা প্রদান করবে। এটি অ্যান্ড্রয়েড ৯ টিভি অপারেটিং সিস্টেমে চলবে। আর, এতে গুগল প্লে স্টোর এবং ক্রোমকাস্টের সাপোর্ট পাওয়া যাবে।

Blaupunkt 42CSA7707 Smart TV: 42CSA7707 মডেল নম্বর যুক্ত এই স্মার্ট টিভি এখন ফ্লিপকার্টে ২০,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে, ৪২ ইঞ্চির LED IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ এসেছে। এতে, ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি স্টোরেজ রয়েছে। এই টিভিতে ইন-বিল্ট ক্রোমকাস্ট আছে এবং এতে গুগল প্লে স্টোর অ্যাক্সেস করা যাবে। এছাড়া, Netflix, Amazon Prime, Youtube, Voot ইত্যাদি ওটিটি অ্যাপের সাপোর্ট পাওয়া যাবে টিভিতে। তদুপরি, এই স্মার্ট টেলিভিশনের কানেক্টিভিটি অপশনের মধ্যে, ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই, তিনটি এইচডিএমআই এবং তিনটি ইউএসবি পোর্ট সামিল থাকছে।

Thomson 9A Series 106 cm (42 inch) Full HD LED Smart Android TV: থমসনের ৯এ সিরিজের এই স্মার্ট টিভিকে ২০,৪৯৯ টাকায় কেনা যাবে। অ্যান্ড্রয়েড ভিত্তিক এই স্মার্ট টিভিতে, ৬০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি ৪২ ইঞ্চির ফুল এইচডি (১,৯২০x১,০৮০ পিক্সেল) ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি ৩০ ওয়াট সাউন্ড আউটপুট অফার করবে। আর Amazon Prime Video, Disney+Hotstar ও Youtube এর মতো ওটিটি অ্যাপের সাপোর্ট পাওয়া যাবে এতে।

KODAK 7XPRO Series 106 cm (42 inch) Full HD LED Smart Android TV: কোডাকের এই স্মার্ট টিভি কিনতে ২০,৪৯৯ টাকা খরচ করতে হবে। এটি, ৪২ ইঞ্চির ফুল এইচডি (১,৯২০x১,০৮০ পিক্সেল) LCD প্যানেল সহ এসেছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। উক্ত স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড ভিত্তিক অপারেটিং সিস্টেমে কাজ করবে। আর, অডিও সিস্টেমের ক্ষেত্রে ৩০ ওয়াট সাউন্ড আউটপুট অফার করবে। ইউজাররা সরাসরি এই টিভি থেকে, Prime Video, Disney+Hotstar ও Youtube অ্যাপকে অ্যাক্সেস করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন