এই ৫টি SMS কখনো আপনার ফোনে এসেছে? ক্লিক করলেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে সাফ

সাইবার প্রতারণা বা অনলাইন জালিয়াতির ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে। প্রায়শই কোনো না কোনোভাবে ইন্টারনেট তথা স্মার্টফোন ইউজাররা প্রতারণার শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে যদি সজাগ না থাকা হয়, তাহলে আপনার সামান্যতম ভুলেও কিন্তু খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আসলে প্রতারকদের কাছে জালিয়াতির বিভিন্ন পন্থা রয়েছে – কখনও সাধারণ মানুষকে বিদ্যুত পরিষেবার নামে, কখনও KYC আপডেট করার জন্য আবার কখনও চাকরি দেওয়ার টোপ দেখিয়ে ভুয়ো মেসেজ করা হচ্ছে। এই ধরণের মেসেজগুলির সাথে দেওয়া হচ্ছে একটি লিঙ্কও৷ এক্ষেত্রে এই প্রতিবেদন আজ আমরা কয়েকটি প্রচলিত স্ক্যাম মেসেজের কথা বলব যা কখনও আপনার ফোনে এলে সতর্ক হবেন।

১. চাকরি দেওয়ার নামে হচ্ছে সাইবার জালিয়াতি

অনেক সময় জালিয়াতরা ভুয়ো মেসেজে কাউকে বলে যে তার চাকরির আবেদন মঞ্জুর হয়েছে, যেখানে বেতনের প্রসঙ্গ উত্থাপিত হয়। এরপর ভিকটিমকে একটি লিঙ্ক দিয়ে সেটিতে ক্লিক করতে বলা হয়। আর এতে ক্লিক করা মাত্রই স্ক্যামাররা হোয়াটসঅ্যাপ শিকারের হোয়াটসঅ্যাপ চ্যাট খুলে ব্যক্তিগত বিবরণ পেয়ে যায় এবং প্রতারণার জাল বিস্তার করে। 

২. ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লকের নামে প্রতারণা

এই দ্বিতীয় ধরণের স্ক্যামে, সাধারণ মানুষকে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কার্ড ব্লক করার কথা বলা হয়। তাই SBI Yono-র নামে হোক বা HDFC নেটব্যাঙ্কিং ব্লক করার প্রসঙ্গ হোক, ভুল করেও এই ধরণের মেসেজে থাকা ফিশিং লিঙ্কে ক্লিক করবেন না। প্রয়োজনে আপনার ব্যাঙ্কের সাথে সমস্যার কথা আলোচনা করুন।

৩. বিদ্যুৎ কানেকশন বিচ্ছিন্নের নামে কেলেঙ্কারি

সাম্প্রতিক সময়ে অনেকেই এমন একটি ভুয়ো মেসেজ পাচ্ছেন যাতে বলা হচ্ছে যে নির্দিষ্ট ফোন নম্বরে কল না করলে তার বাড়ির ইলেকট্রিক কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে। অনেক সময় এই মেসেজে বিদ্যুৎ বিল পরিশোধ না করার কথাও বলা হচ্ছে। আপনিও যদি এই ধরনের সন্দেহজনক মেসেজ পান (বিশেষত কোনো মোবাইল নম্বর থেকে) তাহলে নিশ্চিত হয়ে যান যে এটি কোনো স্ক্যাম। 

৪. ঋণ অনুমোদন সংক্রান্ত কেলেঙ্কারি

অনেক সময় ঋণ দেওয়ার নামেও মোবাইল ইউজারদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এক্ষেত্রে প্রথমে তাদের মেসেজ করা হয় এই মর্মে যে, একটি ঋণ তাদের জন্য অনুমোদিত হয়েছে (যার জন্য হয়ত কখনও আবেদন করা হয়নি)। এর সাথে একটি লিঙ্কে ক্লিক করার কথাও বলা থাকে, যা থেকে জালিয়াতরা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে।

৫. কাস্টম বিভাগের নামে বোকা বানানো

এখন একটি নতুন কেলেঙ্কারি মাথাচাড়া দিয়ে উঠেছে, যেখানে ভুয়ো মেসেজ করে মোবাইল ইউজারদের বলা হচ্ছে যে তার জন্য একটি দামী উপহার কাস্টম বিভাগের কাছে জমা রয়েছে; এটি পেতে তাদের শুল্ক দিতে হবে। এক্ষেত্রে কেউ অসাবধানতাবশত টাকা দিলেই তার সাথে কথা বলা বন্ধ করে দেয়।