Mahindra Scorpio থেকে Toyota Hilux, চলতি বছরে দেশের বাজারে আসছে যে সব ডিজেল গাড়ি

ভারতের বাজারে ডিজেল চালিত গাড়ির বরাবরই চাহিদা রয়েছে। কিন্তু বর্তমানে সেই অনুযায়ী জোগান কমতে দেখা যাচ্ছে। ভারতে বিএস৬ নির্গমন বিধি চালু হওয়ার আগে বেশ কয়েকটি সংস্থা ডিজেল ইঞ্জিন সহ যাত্রীবাহী গাড়ি বাজারে নিয়ে আসত। কিন্তু নতুন দূষণ বিধি চালু হওয়ার পর ডিজেল গাড়ির দাম চড়া শুরু করে৷ মারুতি সুজুকি (Maruti Suzuki) ও ফক্সভাগেন (Volkswagen)-এর মত গাড়ি নির্মাতারা সম্পূর্ণভাবে ডিজেল ইঞ্জিন দিয়ে গাড়ি নিয়ে আসা বন্ধ করে দেয়। আসলে পেট্রল মডেলের তুলনায় বেশি মাইলেজ এবং টর্কের কারণে ডিজেল গাড়ির জনপ্রিয়তা এত বেশি। এই প্রতিবেদনে ভারতের বাজারে আসন্ন পাঁচটি টপ ডিজেল গাড়ির খোঁজ রইল।

Toyota Hilux

গত ২০ জানুয়ারি টয়োটা হিলাক্স (Toyota Hilux)-এর উপর থেকে পর্দা সরানো হয়েছে৷ চলতি মাসেই এটি লঞ্চ হবে৷ আর সে দিনই এর দাম ঘোষণা করা হবে। পিক-আপ গাড়িটির ২.৮ লিটার ডিজেল ইঞ্জিন থেকে ২০১ বিএইচপি শক্তি এবং ৫০০ এনএম টর্ক পাওয়া যাবে। ৬-স্পিড ম্যানুয়াল অথবা অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে আসবে গাড়িটি। লঞ্চের পর Isuzu V-Cross-এর সাথে টক্কর চলবে Toyota Hilux-এর। ভারতে গাড়িটির দাম ২৫-৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হতে পারে।

Jeep Meridian

জিপ মেরিডিয়ান (Jeep Meridian) এ মাসের ২৯ তারিখ সামনে আনা হবে এবং মে মাসে বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে। এটি Jeep Compass এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। অল হুইল ড্রাইভ ফিচারের গাড়িটি পেট্রল এবং ডিজেল উভয় ইঞ্জিন বিকল্পেই আসবে বলে মনে করা হচ্ছে। এর ২.০ লিটার মাল্টিজেট ইঞ্জিন থেকে ১৭৩ বিএইচপি শক্তি এবং ৩৫০ এনএম টর্ক উৎপন্ন হবে। এতে ৬-ম্যানুয়াল এবং ৯-স্পিড অটোমেটিক গিয়ার অপশনের দেখা মিলতে পারে। বাড়িটির আনুমানিক মূল্য ১৯-৩৩ লাখ টাকা (এক্স-শোরুম)। এর প্রতিদ্বন্দ্বীদের তালিকায় রয়েছে Toyota Fortuner, Isuzu MU-X এবং MG Gloster।

Hyundai Tucson

হুন্ডাই টাকসন (Hyundai Tucson)-এর চতুর্থ প্রজন্মের মডেলটি অবশেষে ভারতে পা রাখতে চলেছে। এটি ইতিমধ্যেই বিশ্ববাজারে লঞ্চ হয়েছে। নতুন প্রজন্মের সংস্করণটিতে ইঞ্জিনের কোনো পরিবর্তন ঘটানো হবে না, আগের মডেলের ইঞ্জিন‌‌‌ সহ আসবে এটি। এর ২.০ লিটার ডিজেল ইঞ্জিন থেকে ১৮২ বিএইচপি শক্তি এবং ৪০০ এনএম টর্ক পাওয়া যায়। ভারতের বাজারে নতুন মডেলটির এক্স-শোরুম প্রাইস ২২-২৭ লাখ টাকা রাখা হতে পারে বলে ধারণা। এদিকে Tata Harrier, Jeep Compass, MG Hector এবং Citroen C5 -এই এগুলির সাথে Hyundai Tucson-এর জোরদার টক্কর চলবে।

Mahindra Scorpio

মাহিন্দ্রা স্করপিও (Mahindra Scorpio) গাড়ির বাজারে একটি অতি পরিচিত নাম। দীর্ঘদিন হয়ে গেল এর নতুন কোনো সংস্করণ বাজারে আসেনি। এবার তা আসতে চলেছে। এবছরের মাঝামাঝি সময়ে এটি ভারতের বাজারে পা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। আবার টেস্টিং চলাকালীন গাড়িটিকে ভারতের রাস্তায় স্পট করা হয়েছে। এটিও তুরনো ইঞ্জিনের সাথেই হাজির হবে বলে খবর। Scorpio-র ২.২ লিটার m-Hawk ডিজেল ইঞ্জিন থেকে ১৫৫ বিএইচপি শক্তি এবং ৩৬০ এনএম টর্ক উৎপন্ন হয়। এর দাম হতে পারে ১০-১৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Hyundai Creta 2022

হুন্ডাই ক্রেটা ২০২২ (Hyundai Creta 2022)-র ফেসলিফ্ট ভার্সনটি গত বছর নভেম্বরে উন্মোচন করা হয়েছিল। কোরিয়ান অটোমোবাইল সংস্থার মিড-সাইজ এসইউভি গাড়িটি এ বছর দিওয়ালিতে লঞ্চ হতে পারে। আপডেটেড মডেলটি ১.৫ লিটার CRDi ডিজেল ইঞ্জিন সহ আসবে। যা থেকে ১১৪ বিএইচপি শক্তি এবং ২৫০ এনএম টর্ক পাওয়া যাবে। ৬-স্পিড ম্যানুয়াল অথবা অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্পে কেনা যাবে গাড়িটি। বাজারে এলে Kia Seltos, Suzuki S-Cross, Skoda Kushaq, Volkswagen Taigun ও MG Astor- গাড়িগুলির সাথে পাঙ্গা চলবে এর। Hyundai Creta 2022-র দাম হতে পারে ১১-১৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Subhadip Dasgupta

Recent Posts

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

17 mins ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

25 mins ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

59 mins ago

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

3 hours ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

3 hours ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

3 hours ago