Credit Card: শূন্য বার্ষিক ফি সহ এই পাঁচটি ক্রেডিট কার্ড আপনার জন্য হতে পারে সেরা

Zero Annual Fees Credit Card: সদ্য কেরিয়ার শুরু করেছেন? ক্রেডিট কার্ড নেবেন বলে ভাবছেন? তাহলে, বার্ষিক ফি বিহীন ক্রেডিট কার্ড পরিষেবাই হতে পারে আপনার আদর্শ পছন্দ। শূন্য বার্ষিক ফি এর সুবিধার পাশাপাশি এই ধরনের কার্ড আপনাকে দেবে আকর্ষণীয় উপহারও।

উচ্চ বার্ষিক ফি যুক্ত ক্রেডিট কার্ডগুলি যদি সংশ্লিষ্ট ফি এর বিনিময়ে উপযুক্ত রিওয়ার্ড প্রদান করে, শুধুমাত্র সেক্ষেত্রেই এগুলির ব্যবহার লাভজনক হতে পারে। অন্যথায়, শূন্য বার্ষিক ফি বিশিষ্ট ক্রেডিট কার্ড এর ব্যবহার গ্রাহককে উপহারের সাথে সাথে তুলনায় উচ্চ মূল্যও প্রদান করবে, তাও আবার কোনোরকম বাড়তি বার্ষিক ফি এর ঝক্কি ছাড়াই। সাশ্রয়ী গ্রাহকদের ক্ষেত্রে এই ধরনের ক্রেডিট কার্ড পরিষেবা দীর্ঘ সময়ের জন্য ব্যবহারের উপযোগী হবে। পাশাপাশি, এটি ক্রেডিট ব্যবহারের অনুপাতের সমতা বজায় রাখতে সাহায্য করবে এবং ক্রেডিট স্কোরের উন্নতির পক্ষেও যথেষ্ট উপযোগী হবে।

Paisabazaar আপনার জন্য নিয়ে এসেছে বাজার চলতি শূন্য বার্ষিক ফি বিশিষ্ট সমস্ত ক্রেডিট কার্ড গুলির মধ্যে থেকে উপহার, ক্যাশ ব্যাক, ফুয়েল সারচার্জ ওয়েভার, মুভিজ, ডাইনিং সহ অন্যান্য আরও নানা উপলব্ধ সুযোগ সুবিধার ভিত্তিতে এমনই পাঁচটি বাছাই করা সেরা ক্রেডিট কার্ড পরিষেবার সন্ধান। নীচে রইলো কার্ডগুলি সম্পর্কে বিশদ তথ্য।

ICICI Bank: Amazon Pay ICICI ক্রেডিট কার্ডটি অ্যামাজন প্রাইম সদস্য এবং অ্যামাজন প্রাইমের সদস্য নয় এমন গ্রাহকদের জন্য যথাক্রমে ৫% ও ৩% ক্যাশব্যাক প্রদান করবে। এছাড়াও কেনাকাটা, খাওয়াদাওয়া, ভ্রমণের খরচের ওপর ১% ক্যাশব্যাক ও ফুয়েল সারচার্জ ওয়েভারের ওপর ১% ক্যাশব্যাক সহ থাকছে আরও নানা সুযোগ সুবিধা।

Axis Bank: ব্যাংকটি তাদের নির্বাচিত গ্রাহকদের জন্য ‘অ্যাক্সিস ইনস্টা ক্রেডিট কার্ড’ নামে একটি শূন্য বার্ষিক ফি বিশিষ্ট ক্রেডিট কার্ড পরিষেবা চালু করেছে। ফিক্সড ডিপোজিটের প্রারম্ভিক মূল্যের ওপর ৮০% পর্যন্ত ঋণ প্রদান করা হবে এই কার্ডে। পাশাপাশি, প্রারম্ভিক মূল্যের ১০০% ক্যাশ তুলে নেওয়ার (withdrawal) ব্যবস্থাও রয়েছে। এছাড়া বাড়তি সুবিধাগুলির মধ্যে আছে পার্টনার রেষ্টুরেন্টে খাওয়াদাওয়ায় ১৫% ছাড় ও ফুয়েল সারচার্জ ওয়েভারের ওপর ১% ক্যাশ ব্যাক।

HSBC Bank: এইচএসবিসি ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডে পাওয়া যাবে ফুয়েল সারচার্জের ওপর ৩০০০ টাকার বার্ষিক সঞ্চয়। এছাড়াও মিলবে Tara CLiQ -এ কেনাকাটায় ১৫ শতাংশ ছাড়, বুক মাই শো (BookMyShow) তে সিনেমার টিকিট বুকিংয়ে লক্ষণীয় ছাড়। পাশাপাশি, দেশীয় ও আন্তর্জাতিক এয়ারপোর্ট লঞ্জে তিনবার প্রবেশের অধিকারও মিলবে এই কার্ডের দ্বারা। তবে, এই কার্ড ব্যবহারকারীদের ন্যূনতম বার্ষিক আয় ৪ লাখ টাকা হওয়া আবশ্যক।

ICICI Bank: আইসিআইসিআই ব্যাংক প্ল্যার্টিনাম চিফ কার্ডটি জ্বালানি বাদ দিয়ে, ১০০ টাকার অন্য সমস্ত খুচরো কেনাকেটার ওপর দুটো পে-ব্যাক পয়েন্ট এবং ইনসুরেন্স সংক্রান্ত বিভাগে একটি পে-ব্যাক পয়েন্ট প্রদান করবে। এছাড়াও ফুয়েল সারচার্জ ওয়েভারের ওপর ১% ছাড় ও ১২ টি প্রধান শহরে খাওয়াদাওয়ার ওপর ১৫% সঞ্চয় প্রদান করবে।

Kotak Mahindra Bank: কোটাক মহিন্দ্রা ব্যাংক কেবলমাত্র ব্যবসায়ীদের জন্য ‘কোটাক গোল্ড ফরচুন ক্রেডিট কার্ড’ পরিষেবা চালু করেছে। গ্রাহকদের উপলব্ধ সুবিধাগুলির মধ্যে থাকছে, বার্ষিক ১.৫ লাখ টাকা খরচের ওপর ফ্রি PVR মুভি টিকিট, ফুয়েল সারচার্জ ওয়েভার প্রভৃতি। এই কার্ডের গ্রাহকদের বার্ষিক আয় ন্যূনতম ৩ লাখ টাকা হওয়া আবশ্যক।

তবে এই ক্রেডিট পরিষেবার ক্ষেত্রে বেপরোয়া খরচ না করে, খরচের ক্ষেত্রে সংযমী আচরণ গ্রহণ করাই শ্রেয়। যদি কেউ তার ক্ষমতার বাইরে গিয়ে খরচ করে এবং পরে তা পরিশোধ করতে না পারে, তবে সেক্ষেত্রে তার জন্য ২৮-২৯% মতো উচ্চ সুদের হার ধার্য করা হতে পারে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

1 hour ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

1 hour ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

2 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

2 hours ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

3 hours ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

4 hours ago