Bajaj Pulsar শেষ হাসি হাসল, TVS Apache রেঞ্জকে পিছনে ফেলে হয়ে উঠল বেস্ট সেলিং 150cc বাইক, লিস্টে আর কারা

১৫০ সিসি সেগমেন্টে বাজাজ পালসার এবং টিভিএস অ্যাপাচি রেঞ্জের মধ্যে ঠান্ডা লড়াই সর্বজনবিদিত। কিন্তু সাম্প্রতিক সময়ে পাল্লা ভারী যাচ্ছে পালসারের। জনপ্রিয়তার উপর ভর করে ফের একবার এই সেগমেন্টের সর্বাধিক বিক্রিত বাইকের তকমা যুক্ত হল Bajaj Pulsar 150-এর মুকুটে‌। একটু পিছিয়ে রানার আপ পজিশনে যৌথ ভাবে TVS RTR 160 এবং TVS RTR 160 4V।

ফেব্রুয়ারিতে Bajaj Pulsar 150-এর ১৭,৮০৪ ইউনিট বিক্রি হয়েছে৷ তবে গত বছরের একই সময়ের তুলনায় বিক্রিবাটা ৩০ শতাংশ সঙ্কুচিত হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা TVS Apache RTR রেঞ্জের ১৬,৪০৬টি বাইক বিক্রি হয়েছে গত মাসে। যদিও ২০২১-এর ফেব্রুয়ারির তুলনায় বিক্রিতে ৪৮ শতাংশ পতন ঘটেছে।তৃতীয় স্থানের দখলদার Yamaha FZ। ফেব্রুয়ারিতে ১৩,৩৯৫টি বিক্রি হয়েছে।

চতুর্থ স্থানে হন্ডার বহু পুরনো মোটরসাইকেল Honda Unicorn। গত মাসে এটি ১২,৮১২ জন নতুন ক্রেতার সন্ধান পেয়েছে। পঞ্চমে ইয়ামাহার ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইক Yamaha R15। ফেব্রুয়ারিতে এটি ৬,৪০৫ জনের গ্যারাজে ঠাঁই পেয়েছে৷ ফেব্রুয়ারিতে ৩,৫৯৩ ইউনিট বিক্রয়েরর মাধ্যমে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে Hero Xtreme।

পরবর্তী স্থানে Suzuki Gixxer, য ১,৮১৫টি বিক্রি হয়েছে। আট নম্বরে যৌথভাবে Honda 2.0 + CB200X জায়গা পেয়েছে। সম্মিলিতভাবে এদের বিক্রি হয়েছে ৯৬০টি। ১৫০ সিসির সর্বাধিক বিক্রিত বাইকের তালিকায় একমাত্র ক্রুজার মডেল হল Bajaj Avenger 160 Street। ৮৭৯টি বিক্রি হয়েছে। সর্বশেষ স্থানে জায়গা পেয়েছে Honda X-Blade। বাইকটির ১৫০ ইউনিট মডেল বিক্রি করতে পেরেছে হন্ডা