Redmi Note 10 থেকে OnePlus Nord 2, গত সপ্তাহের টপ ট্রেন্ডিং স্মার্টফোনগুলি দেখে নিন

নিত্যনতুন হ্যান্ডসেটের আগমনে ভারতীয় স্মার্টফোনের বাজার এখন জমজমাট। ফলে একটি নতুন হ্যান্ডসেট কিনতে গিয়ে, ‘কোন স্মার্টফোনটি সেরা?’ এই প্রশ্নটি প্রত্যেক ক্রেতার মনেই উঁকি দিয়ে থাকে। তাই আজ আমরা আপনাদের সুবিধার্থে এমন কয়েকটি স্মার্টফোনের হদিশ নিয়ে চলে এসেছি, যেগুলি গত সপ্তাহের ‘টপ-ট্রেন্ডিং’ তালিকায় নিজেদের নাম লিখিয়েছে। এই লিস্টে জায়গা করে নিয়েছে Poco F3 GT, OnePlus Nord 2 5G, Xiaomi Redmi Note 10, Xiaomi Redmi Note 10 Pro, Samsung Galaxy A52 এর মতো স্মার্টফোনগুলি। এই প্রতিবেদন থেকে উল্লেখিত পাঁচটি ফোনের দাম এবং স্পেসিফিকেশনের নিরিখে কোনটি আপনার জন্য উপযুক্ত তা দেখে নিতে পারেন।

ভারতে বাজারে উপলব্ধ ৫টি ‘টপ-ট্রেন্ডিং’ স্মার্টফোনের তালিকা

OnePlus Nord 2 5G : ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি স্মার্টফোনে রয়েছে একটি ৬.৪৩ ইঞ্চির AMOLED ফুল এইচডি প্লাস (২,৪০০x১,০৮০ পিক্সেল) ডিসপ্লে। এই ৫জি স্মার্টফোনে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০-এআই (AI) প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটিকে ৮ জিবি, ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি, ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ।

ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি ফোনের ব্যাক প্যানেলে চারটি ক্যামেরা দেখা যাবে। এগুলি হলো, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং ২ মেগাপিক্সেল মোনো সেন্সর। আর সামনের দিকে থাকছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটি দিয়ে 4K রেজোলিউশনের ভিডিও রেকর্ড করা যাবে।কানেক্টিভিটির ক্ষেত্রে ফোনে, ৫জি, ইউএসবি টাইপ-সি পোর্ট বর্তমান। ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি স্মার্টফোনে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সমেত ৪,৫০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে।

দাম : OnePlus Nord 2 5G স্মার্টফোনের দাম ২৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে।

Xiaomi Redmi Note 10 : কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৮জি প্রসেসর দ্বারা চালিত রেডমি নোট ১০ স্মার্টফোনে, ৬.৪৩ ইঞ্চির সুপার AMOLED পাঞ্চ-হোল ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজোলিউশন ১০৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। সফ্টওয়্যার ফ্রন্টের কথা বললে ফোনটি, অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২ (MIUI 12) ওএস ভার্সনে কাজ করবে। এতে, ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ বর্তমান।

এই হ্যান্ডসেটে কোয়াড-ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। এই ক্যামেরাগুলি হলো, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি তোলার জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। আবার, কানেক্টিভিটি অপশন হিসাবে, 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.০, জিপিএস/এ-জিপিএস, ইনফ্রারেড (IR), ইউএসবি টাইপ-সি এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক রয়েছে। এতে, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০২০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে।

দাম : Xiaomi Redmi Note 10 স্মার্টফোনের দাম ১৩,৪৯৯ টাকার থেকে শুরু হচ্ছে। এটিকে অ্যাকোয়া গ্রিন, ফ্রস্ট হোয়াইট এবং শ্যাডো ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

Xiaomi Redmi Note 10 Pro : কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর দ্বারা চালিত রেডমি নোট ১০ প্রো স্মার্টফোনে, ৬.৬৭ ইঞ্চির সুপার AMOLED পাঞ্চ-হোল ডিসপ্লে দেখা যাবে। এর রেজোলিউশন ১০৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনটি, অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২ (MIUI 12) ওএস ভার্সনে চলে। ফোনটি ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ সহ পাওয়া যাবে।

ক্যামেরা ফ্রন্টের প্রসঙ্গে বললে ফোনে, কোয়াড-রিয়ার ক্যামেরা (৬৪ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল, ৫ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল) সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। রেডমি নোট ১০ প্রো স্মার্টফোনের ব্যাটারি ফ্রন্ট এবং কানেক্টিভিটি অপশনগুলি পূর্ববর্তী মডেলের ন্যায়।

দাম : Redmi Note 10 Pro স্মার্টফোনের দাম শুরু হয়েছে ১৭,৯৯৯ টাকা থেকে।

Samsung Galaxy A52 : অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত স্যামসাং গ্যালাক্সি এ৫২ স্মার্টফোনে আছে একটি ৬.৫০ ইঞ্চির (১,০৮০x২,৪০০ পিক্সেল) ডিসপ্লে। ফাস্ট পারফরম্যান্সের জন্য ফোনে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে, ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি (এক্সপেন্ডেবল) স্টোরেজ রয়েছে।

এই ফোনেও কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হলো, ৬৪ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/১.৮) প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.২) সেকেন্ডারি সেন্সর, ৫ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.৪) সেন্সর এবং ৫ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.৪) সেন্সর। এরই সাথে সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেলের (অ্যাপারচার : এফ/২.২) ফ্রন্ট-ফেসিং সেন্সরও পাওয়া যাবে। কানেক্টিভিটি অপশন হিসাবে হ্যান্ডসেটে থাকছে, ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ ভি৫.১০, NFC, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ডুয়েল সিম স্লট। ফোনটি ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে।

দাম : Samsung Galaxy A52 স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ২৬,৪৯৯ টাকা। এটিকে, অওসম ব্ল্যাক, অওসম ব্লু, অওসম ভায়োলেট এবং অওসম হোয়াইট কালারে পাওয়া যাবে।

Poco F3 GT : মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর দ্বারা চালিত পোকো এফ৩ জিটি স্মার্টফোনে, ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২ (MIUI 12.5) ওএস ভার্সনে কাজ করবে। স্টোরেজ হিসাবে ফোনে, ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।

এবার আসা যাক ক্যামেরা ফ্রন্টের প্রসঙ্গে। উক্ত স্মার্টফোনের ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা দেখা যাবে। এগুলি হলো, ৬৪ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/১.৭) প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.২) সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.২) সেন্সর। একই সাথে, ১৬ মেগাপিক্সেলের (অ্যাপারচার : এফ/১.৭) একটি সেলফি ক্যামেরাও থাকছে। উক্ত স্মার্টফোনে ৫,০৬৫ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে।

দাম : Poco F3 GT স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ২৬,৯৯৯ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

11 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago