Tork Kratos: ছ’বছর ধরে চলেছে গবেষণা, এ মাসেই বাজারে আসছে এই ইলেকট্রিক মোটরবাইক

২০১৬-তে ভারতের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল T6X এর প্রোটোটাইপ ভার্সন উন্মোচন করেছিল Bharat Forge-এর অধীনস্থ পুণের সংস্থা Tork। সেবার বুকিং নেওয়াও শুরু করে দেওয়া হয়েছিল। প্রথম…

২০১৬-তে ভারতের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল T6X এর প্রোটোটাইপ ভার্সন উন্মোচন করেছিল Bharat Forge-এর অধীনস্থ পুণের সংস্থা Tork। সেবার বুকিং নেওয়াও শুরু করে দেওয়া হয়েছিল। প্রথম দিনেই ১ হাজার বুকিংয়ের মাইলফলক ছুঁয়েছিল Tork T6X ইলেকট্রিক বাইকটি। কিন্তু ওই শেষ। এরপর পেরিয়ে যায় ৬ বছরের দীর্ঘ সময়কাল। ২০২১ এ সেটির আনুষ্ঠানিক লঞ্চ করা হবে বলে ঘোষণাও করা হয়েছিল, কিন্তু আদতে তা হয়নি। আসলে আর্থিক সঙ্কট, অন্যান্য সমস্যা এবং কোভিড মহামারীর কারণে বাইকটির উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল সংস্থাটি।

কিন্তু এবছরের জানুয়ারিতে একদম নয়া অবতারে ও নতুন নামে আসতে চলেছে ই-মোটরসাইকেলটি। T6X এর পরিবর্তে এর নতুন নামকরণ করা হয়েছে Tork Kratos। নতুন বছরের জানুয়ারিতেই এটির ভার্চুয়াল লঞ্চ হবে, এরপরই টর্ক ক্র্যাটোস (Tork Kratos)-এর বুকিং নেওয়া শুরু হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই ভারতের রাস্তায় একাধিকবার এটির টেস্ট রান করতে দেখা গিয়েছে। আসন্ন ইলেকট্রিক মোটরসাইকেলটির ফিচার, মোটর ও দাম কত হতে পারে দেখে নিন।

Tork Kratos: ফিচার

ক্র্যাটোস (Kratos)-এর নতুন মডেলটিতে একাধিক পরিবর্তন ঘটানো হয়েছে। যেমন এর ফ্রেম, কার্যকারিতা, ফিচার, এমনকি এর ব্যাটারি প্যাকেও। দেশীয় সংস্থা টর্ক (Tork)-এর তৈরি TIROS নামক অপারেটিং সিস্টেমের সহায়তায় চলবে এই বিদ্যুৎ চালিত মোটরবাইকটি। তবে এর রেঞ্জ এবং ব্যাটারির সম্পূর্ণ চার্জের সময়কাল সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।অন্যান্য ফিচারের মধ্যে এতে থাকবে এলইডি হেডলাইট, টেল লাইট, একটি নতুন ভার্সনের স্প্লিট সিট ইত্যাদি।

Tork Kratos: মোটর

টর্ক ক্র্যাটোস (Tork Kratos)-এ দেওয়া হয়েছে সংস্থার তৈরি উন্নত ব্যাটারি এবং অ্যাক্সিয়াল ফ্লাক্স মোটর। যা একে আগাগোড়া একটি ভারতীয় পণ্যের ভোল দিয়েছে। পারফরমেন্সের দিক থেকে এটি ১৫০-১৬০ সিসি-র আইসিই ইঞ্জিনের কমিউটার মোটরবাইকগুলির সাথে প্রতিদ্বন্দ্বীতা করবে।

Tork Kratos: দাম

২০১৬-তে বাইকটির ঘোষিত মূল্য ছিল ১,২৫,০০০ টাকা। তবে এবার এর দাম ১.২০-১.৪০ লাখ টাকার (এক্স-শোরুম) মধ্যে রাখা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে Tork Kratos বাজারে আসার পর Revolt RV400-এর সাথে সম্মুখ সমরে অংশগ্রহণ করবে।