Tork T6X: নতুন রুপে বাজারে ফিরছে এই জনপ্রিয় বৈদ্যুতিক স্পোর্টস বাইক

নতুন বৈদ্যুতিক বাইক খোঁজ করছেন? তাহলে আর কিছুদিন অপেক্ষা করুন। আসলে বাজার চলতি দেশের অন্যান্য বৈদ্যুতিক স্পোর্টস বাইকগুলিকে টেক্কা দিতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Tork T6X। দেশীয় বৈদ্যুতিক মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা, Tork সম্প্রতি এই বাইকটির একটি টিজার ভিডিও প্রকাশ করেছে। সাথে টুইট করে Tork T6X এর লঞ্চের বিষয়টিও নিশ্চিত করেছে সংস্থার সিইও কপিল সেলকি (Kapil Shelke)।

প্রসঙ্গত, ২০১৬ সালে Tork T6X বাইকটিকে প্রথমবার লঞ্চ করা হয়েছিল। তখন এর মূল্য ছিল ১.২৫ লক্ষ টাকা এবং বাইকটি তখন যথেষ্ট সাড়া পেয়েছিল। লঞ্চের প্রথম দিনেই ১ হাজার মানুষ বাইকটি বুকিং করেছিলেন। কিন্তু আর্থিক সঙ্কট, অন্যান্য সমস্যা এবং কোভিড মহামারীর কারণে বাইকটির উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল সংস্থাটি। কিন্তু এবার নতুন উদ্যমে বাইকটির লঞ্চের খবর প্রকাশ্যে আনা হয়েছে।

Tork এর সিইও কপিল সেলকি (Kapil Shelke) টুইটে লিখেছেন, “শুনুন প্রত্যেকে, আমরা এবার আমাদের দীর্ঘ প্রতীক্ষিত প্রোডাক্টটি লঞ্চের জন্য প্রস্তুত। T6X, মোটরসাইকেলটিকে বাজারের সেরা বৈদ্যুতিক টু হুইলারের রূপ দিতে আমাদের সংস্থা অক্লান্ত পরিশ্রম করে চলেছে। প্রতিশ্রুতি মত আমরা আমাদের সেরা প্রোডাক্টটি ক্রেতাদের সরবরাহ করব। যদিও অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তবুও বলবো ভালো জিনিস পেতে সময় লাগে।”

প্রায় পাঁচ বছর আগে লঞ্চের সময় বলা হয়েছিল Tork T6X বাইকটির সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় ১০০ কিমি। এমনকি সম্পূর্ণ চার্জে ১০০ কিমি রেঞ্জের কথাও প্রকাশ করা হয়েছিল। সাথে ৬ কিলোওয়াট ব্রাশলেস ডিসি ইঞ্জিনের বাইকটিতে ২৭ এনএম সর্বোচ্চ টর্কের কথাও জানানো হয়েছিল। তাই এবারও উল্লেখিত স্পেসিফিকেশনগুলির সাথেই বাইকটি লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

সেক্ষেত্রে Revolt RV400 ই-বাইকটি Tork T6X এর মূল প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। Revolt এর এই বাইকটির ইকো ও নর্মাল মোডে সর্বোচ্চ রেঞ্জ যথাক্রমে ১৫০ কিমি ও ১০০ কিমি। সাথে স্পোর্টস ও নর্মাল মোডে যথাক্রমে ঘন্টায় ৮৫ কিমি ও ৬৫ কিমি গতিবেগ পাওয়া যায়। তাই স্বাভাবিকভাবেই Revolt RV400 কে টেক্কা দিতে গেলে Tork T6X এর স্পেসিফিকেশনগুলি যে অধিক উন্নততর করতে হবে তা বলাই বাহুল্য। যদিও গাড়িটির সম্পূর্ণ ফিচার ও লঞ্চের তারিখ সম্পর্কে কোম্পানির তরফে এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন