Toyota লঞ্চ করলো তিন চাকার ইলেকট্রিক স্কুটার C+Walk T, দাম কত জানেন?

জাপানিজ অটোমোবাইল জায়ান্ট Toyota লঞ্চ করলো C+Walk T ই-স্কুটার। একে হাঁটার বিকল্প হিসাবে বাজারে আনা হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, তিন চাকার এই বৈদ্যুতিক স্কুটারটি কেবল যে সময় বাঁচাবে তাই নয়, পাশাপাশি ব্যস্তময় মানুষের জীবনে গতি এনে দেবে। যার উপর দাঁড়িয়ে আপনি মুহূর্তেই পৌঁছে যেতে পারবেন আপনার গন্তব্যে। পরিবেশবান্ধব স্বল্প গতির স্কুটারটির আজই আত্মপ্রকাশ ঘটেছে জাপানের বাজারে। আসুন এই চমৎকার স্কুটারটির খুঁটিনাটি জেনে নিই।

Toyota C+Walk T এর বৈশিষ্ট্য

তিন চাকার টয়োটা সি প্লাস ওয়াক টি ই-স্কুটারটির সামনে একটি এবং পিছন দিকে দুটি চাকা রয়েছে। মাটি থেকে এর উচ্চতা মাত্র ১৫০ এমএম। এত কম উচ্চতা রাখার কারণ যাতে যেকোনো বয়সের মানুষ খুব সহজেই এর উপর উঠে দাঁড়াতে সক্ষম হন। খুব বেশি দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে এটি মোটেই উপযোগী হবে না। বরং যেখানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে যেতে বেশ খানিকটা সময় ও পরিশ্রম ব্যয় করতে হয় কেবলমাত্র সেই সব জায়গাতেই হাঁটার বিকল্প হিসাবে এটি উপযোগী বলে জানানো হয়েছে। প্রধানত কোনো বড় পার্ক বা এয়ারপোর্ট টার্মিনাল বা কোনো বড় অফিসে এর ব্যবহার সর্বোৎকৃষ্ট হতে পারে কারোর ক্ষেত্রে। এখানে জানিয়ে রাখি এই ই-স্কুটার একসাথে একজনই সওয়ার হতে পারবেন। অবস্টাকেল ডিটেকশন ফাংশনের মত অত্যাধুনিক প্রযুক্তি রাখা হয়েছে এতে, যাতে চলার সময় খুব সহজেই ভিড়ভাট্টা এড়াতে সক্ষম হয়। এছাড়াও এর চাকাগুলি পাংচার-প্রুফ বলেই দাবি করেছে সংস্থাটি‌। তাই চিন্তার কোনো ব্যাপার নেই।

Toyota C+Walk T এর ব্যাটারি

এই ই-স্কুটারে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে যা ১০০ ভোল্টের চার্জিং ডিভাইস দ্বারা মাত্র ২.৫ ঘন্টায় সম্পূর্ণ চার্জ করা যায়। স্কুটারটির সাথেই এই চার্জিং ডিভাইসটি দেওয়া হবে। এটি একবার সম্পূর্ণ চার্জে ১৪ কিমি পথ অতিক্রম করতে পারবে।

Toyota C+Walk T এর কন্ট্রোল

স্বল্প গতির স্কুটারটিতে রয়েছে স্টিয়ারিং হ্যান্ডেল, যার একদিকে এক্সেলেরেটর এবং অন্যদিকে ব্রেক লিভার উপস্থিত। স্টিয়ারিং হ্যান্ডেলের মাঝামাঝি জায়গায় একটি ডিসপ্লে প্যানেল রয়েছে, যেখানে ব্যাটারির চার্জ লেভেল এবং গতিবেগ ভেসে উঠবে। এছাড়াও টার্নিং স্পিড কন্ট্রোল ফাংশনের মত অত্যাধুনিক ফিচারের সাথে এসেছে এটি। যার ফলে কোনো খাড়া ঢালু অথবা উঁচু জায়গা পেরোনোর আগেই স্বয়ংক্রিয়ভাবে এর গতি কমে যাবে।

Toyota C+Walk T এর দাম

অত্যাধুনিক তিন চাকার টয়োটা সি প্লাস ওয়াক ই-স্কুটারটির মূল্য শুরু হয়েছে প্রায় ২.২৭ লক্ষ টাকা থেকে। জাপানের বাজারে লঞ্চ হলেও ভারতে এটি কবে পাওয়া যাবে সে বিষয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত সামনে আসেনি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন