Toyota Camry Hybrid-এর প্রথম টিজার প্রকাশ, ভারতে আত্মপ্রকাশ ঘটছে কিছুদিনের মধ্যেই

খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে Toyota Camry Hybrid Faceift। ইতিমধ্যেই গাড়িটির এক ঝলক দেখিয়েছে সংস্থাটি। টয়োটা এ বছর নিজেদের পোর্টফোলিওতে একাধিক মডেল যোগ করতে চলেছে। Toyota Camry ছাড়াও সেই তালিকায় রয়েছে Maruti Suzuki Ciaz-এর উপর ভিত্তি করে তৈরি Toyota Belta সেডান ও Hilux Yaris হ্যাচব্যাক গাড়ি। আসুন আসন্ন লাক্সারি হাইব্রিড গাড়িটির সম্ভাব্য স্পেসিফিকেশন, ফিচার ও ইঞ্জিন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Toyota Camry Hybrid Facelift: স্পেসিফিকেশন ও ফিচার

২০২০-তে প্রথমবার উন্মোচিত করা হয়েছিল টয়োটা ক্যামরি হাইব্রিড (Toyota Camry hybrid) মডেলটি। সংস্থার তরফে প্রকাশিত টিজার দেখে আসন্ন মডেলটিতে বেশ কিছু অদলবদল ঘটানো হয়েছে বলেই মনে করা হচ্ছে। সেডান স্পোর্ট গাড়িটির সামনে রয়েছে একটি চওড়া ভি-শেপ গ্রিল, এলইডি ডিআরএল সহ এলইডি হেডলাইট, একটি ফ্রন্ট বাম্পার, ১৮ ইঞ্চির অ্যালয় হুইল, গোলাকৃতি ফগ ল্যাম্প, এলইডি টেললাইট ও আরো অন্যান্য।

বিলাসবহুল গাড়িটির অন্দরমহলে দেখা মিলতে পারে চমকদার সব ফিচার। যেমন অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো প্রযুক্তির দ্বারা সংযোগের সুবিধা সহ একটি ৯ ইঞ্চির টাচস্ক্রীন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অনুভূমিক এয়ার-কন ভেন্ট যুক্ত ‘ওয়াই’ (Y) আকৃতির ড্যাশবোর্ড, মধ্যেখানে বৃহৎ কাপ হোল্ডার, এটি সেন্ট্রাল আর্মরেস্ট সহ আরও অন্যান্য ফিচার।

Toyota Camry Hybrid Facelift-এ একটি ২.৫ লিটার পেট্রোল হাইব্রিড মোটর থাকবে। সেলফ-চার্জিং হাইব্রিড ইলেকট্রিক ড্রাইভট্রেন সহ এর ইঞ্জিনটি থেকে পাওয়া যেতে পারে ২১৫ বিএইচপি শক্তি। এর সাথে থাকবে ৬-স্পিড সিভিটি ট্রান্সমিশন।