এখন গাড়ি বুকিং করলে পাবেন 4 বছর পর, এই মডেলের ডেলিভারি সম্পর্কে বার্তা দিল Toyota

বুকিং করার পর গাড়ির ডেলিভারি পেতে চার বছরের অপেক্ষা! নতুন Toyota Land Cruiser LC300 সম্পর্কে এমনই জল্পনা শোনা যাচ্ছিল। সংস্থার তরফেও এবার সেই গুজবে শিলমোহর…

বুকিং করার পর গাড়ির ডেলিভারি পেতে চার বছরের অপেক্ষা! নতুন Toyota Land Cruiser LC300 সম্পর্কে এমনই জল্পনা শোনা যাচ্ছিল। সংস্থার তরফেও এবার সেই গুজবে শিলমোহর দেওয়া হল। ডেলিভারি দিতে দেরি হওয়ার কারণে জাপানে টয়োটার ওয়েবসাইটে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। তাতে লেখা, আমাদের গাড়ি বিবেচনা ও অর্ডার করার জন্য আপনাকে ধন্যবাদ। ল্যান্ড ক্রুজার এসইভি জাপান এবং সারা বিশ্বে দারুণ সমাদৃত হয়েছে।

টয়োটার সংযোজন, আমরা আন্তরিকভাবে দুঃখিত যে অর্ডার দেওয়ার পর ল্যান্ড ক্রুজার আপনার কাছে পৌঁছে দিতে অনেক সময় লাগবে। যদি এখন অর্ডার করেন। গাড়ি পাওয়ার অপেক্ষার মেয়াদ ৪ বছর পর্যন্ত হতে পারে। তবে সেই সময়ে যাতে কাটছাঁট করা যায়, তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করবো।

এর ফলে 2021 Toyota Land Cruiser LC300 ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনই লঞ্চ হওয়ার সম্ভাবনাও কমে গেল। এত দেরির পিছনে মূলত অটোমোবাইল শিল্পে সেমিকন্ডাক্টরের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের অভাব কাজ করছে। আর এমনিতেই 2021 Toyota Land Cruiser LC300 লেটেস্ট ফিচার ও আধুনিক প্রযুক্তির সঙ্গে এসেছে, যার জন্য উন্নত সেমিকন্ডাক্টর অবশ্যিক।

উল্লেখ্য, 2021 Toyota Land Cruiser LC300 গত বছর গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছে। গাড়ির পুরনো ৫.৭ লিটার ভি৮ ইঞ্জিনের জায়গায় নতুন টুইন টার্বোচার্জড ভি৬ ইঞ্জিন দেওয়া হয়েছে। যার পাওয়ার এবং টর্ক যথাক্রমে ৪০৩ বিএইচপি ও ৬৫০ এম। প্রিডিসেসরের চেয়ে আউটপুট ৩০ বিএইচপি ও ১০৮ এনএম বেশি।