কোভিডের বাড়বাড়ন্তে উদ্বিগ্ন Toyota, কারখানায় গাড়ি উৎপাদনের যাবতীয় কাজ বন্ধ করল

বিশ্বের অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পাশাপাশি পেটেও মেরেছে এই কোভিড-১৯ (Covid-19) অতিমারি। এর জেরে গত পৌনে দুই বছরে বিশ্বের বহু সংস্থার দরজায় পড়েছে তালা। কর্মহীন হয়েছেন বিপুল সংখ্যক সংস্থার অগণিত কর্মী। গত বছর করোনার দ্বিতীয় ঝাপটার পর অর্থনীতির বেহাল দশা যাওবা একটু আশার আলো দেখছিল, এবার ওমিক্রন ভ্যারিয়েন্টের চোখ রাঙানিতে সেই সামান্য আশাটুকুও ক্ষীণ হতে চলেছে। এরমধ্যেই সামনে এল অপর এক দুঃসংবাদ! এই ‘রাক্ষস’ করোনার প্রভাবে এবার বন্ধ হল Toyota Motor Corp কোম্পানির উৎপাদন। সরবরাহ, পরিচালন এবং উৎপাদনে দুরবস্থার কারণে জাপান এবং চীনের বেশ কয়েকটি নির্মাণ কেন্দ্রে গাড়ি নির্মাণ কিছুদিনের জন্য মুলতুবি রাখার কথা জানিয়েছে জাপানি সংস্থাটি।

আসলে সংক্রমনের সংখ্যা যে হারে বেড়ে চলেছে তার জেরে ব্যবসায় মন্দা যাওয়ার জন্যই এই ঘোষণা টয়োটা (Toyota)-র। চীনে এক সপ্তাহের অধিক সময় ধরে বন্ধ রয়েছে সংস্থার গাড়ি উৎপাদন। সেন্ট্রাল জাপানের পাশাপাশি সুৎসুমি প্ল্যান্টেও তাদের দ্বিতীয় প্রোডাকশন লাইন স্থগিত রাখা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে এর ফলে ১,৫০০ সংখ্যক গাড়ির উৎপাদন হ্রাস পেয়েছে। অন্যদিকে জাপানের আইচি প্রিফেকচার (Aichi Prefecture) স্থিত উৎপাদন কেন্দ্র যেখানে জনপ্রিয় সেডান গাড়ি Camry নির্মিত হয়, সেটিও আপাতত বন্ধ রয়েছে।

Toyota-র এক মুখপাত্র জানিয়েছেন, এই শাটডাউনের ফলে জানুয়ারি মাসে তাদের ৪৭,০০০ ইউনিট গাড়ি কম উৎপাদিত হবে। করোনার প্রকোপের পাশাপাশি সেমিকন্ডাক্টর চিপের অপ্রতুলতার কারণে চলতি মাসে ১১টি ফ্যাক্টরি তিন দিন বন্ধ থাকায়, ২১টি অ্যাসেম্বলি লাইনের উৎপাদন ব্যাহত হয়েছে। এছাড়াও চীনের তিয়ানজিন-এর সরকার সেখানকার মানুষের করোনার গণ টেস্টের আয়োজন করায় সেখানকার উৎপাদন আপাতত বন্ধ। Toyota-র আক্ষেপ যে, চলতি চিপের আকাল এবং করোনার কারণে এই আর্থিকবর্ষে তাদের ৯ মিলিয়ন গাড়ি তৈরীর লক্ষ্যমাত্রা তারা পূরণ করতে পারবে না।

অন্যদিকে অটোমেকার যেমন হন্ডা মোটর (Honda Motor Co.)-ও সম্প্রতি ঘোষণা করেছে তারা মি প্রিফেকচার (Mie Prefecture)-এর উৎপাদন কেন্দ্রটিতে সামনের মাস (ফেব্রুয়ারি) থেকে ৯০ শতাংশ সক্ষমতা নিয়ে নির্মাণকার্য চালাবে। এই সংস্থাটিও কোভিডের মাথা তুলে দাঁড়ানো এবং সেমিকন্ডাক্টর চিপের আকালকেই দায়ী করেছে। একই সাথে নিসান মোটর (Nissan Motor), উপরিউক্ত দুই সংস্থার সাথে সুর মিলিয়ে জানিয়েছে যে, তারা ‘পুনর্লাভ’-এর জায়গায় রয়েছে।

Subhadip Dasgupta

Recent Posts

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

1 hour ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

1 hour ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

2 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

3 hours ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

3 hours ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

4 hours ago