ব্লক করা যাবেনা কোনো এসএমএস বা ওটিপি, কেবল মেসেজ ফিল্টারের নির্দেশ ট্রাই-এর

এবার দেশের সমস্ত টেলিকম অপারেটরগুলিকে নিজেদের নেটওয়ার্কে শুধুমাত্র এসএমএস ফিল্টার করার আদেশ দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI )। ইকোনমিক টাইমস এর রিপোর্ট অনুযায়ী, গতকাল, একটি চিঠির মারফতে TRAI সমস্ত টেলিকম কোম্পানিগুলিকে আজ অর্থাৎ ১৭ই মার্চ থেকে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে কোনো মেসেজ প্রয়োজনীয় টেম্পলেট বিধির অনুবর্তী না হলেও সেগুলিকে ব্লক করা যাবে না বলে জানিয়েছে TRAI। ফলে ব্যবসাভিত্তিক মেসেজ আদান প্রদানে আর কোনো সমস্যা থাকবে না বলেই আশা করা হচ্ছে।

আসলে মার্চের শুরুতেই, টেলিকম নিয়ন্ত্রকের নির্দেশে সমস্ত টেলিকম কোম্পানি একটি নতুন মেসেজ বা এসএমএস টেম্পলেট বিধি চালু করে। এই নিয়ম কার্যকর হওয়ার পর এগুলির নেটওয়ার্কে প্রায় ৪০০ মিলিয়ন মেসেজ ব্লক হয়ে যায়, যার মধ্যে OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড)-সহ প্রচুর গুরুত্বপূর্ণ এসএমএস ছিল। স্বাভাবিকভাবেই সময়মত প্রয়োজনীয় মেসেজ না পাওয়ায় গ্রাহকরা বেশ ভোগান্তির মুখে পড়েন। তাই, TRAI-এর এই নতুন নির্দেশনায় বিভিন্ন সংস্থা/ ব্যাবসায়ী প্রতিষ্ঠানগুলি যে অনেকটাই স্বস্তি পাবে তা আর বলার অপেক্ষা রাখে না!

এই মুহূর্তে TRAI, গত ৮ই মার্চ চালু হওয়া নতুন এসএমএস টেম্পলেট বিধির সাথে সামঞ্জস্য রেখে টেলিকম কোম্পানিগুলিকে মেসেজ মনিটর করার কথা বলেছে। এক্ষেত্রে কোনো মেসেজ, টেমপ্লেট না মানলেও টেলিকম কোম্পানিগুলি সেই মেসেজ ডেলিভার করবে তবে একই সাথে সেটির ঘাটতি রেকর্ড করে রাখবে। সপ্তাহে দু’বার কর্তৃপক্ষের কাছে এই সমস্ত রেকর্ড করা ডেটার সংক্ষিপ্ত বিবরণ জমা দিতে হবে। অন্যদিকে, সংস্থাগুলি মেসেজ স্ক্রাব করতে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করবে যাতে এসএমএসের সমস্ত কন্টেন্ট প্রি-রেজিস্ট্রার্ড টেম্পলেটের মাধ্যমে ফিল্টার হবে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে বলে রাখি, টেলিকম কোম্পানিগুলি গত সপ্তাহ থেকেই মেসেজগুলি ফিল্টার করে চলেছে। ইতিমধ্যে অপারেটররা প্রায় ১.২ মিলিয়ন হোয়াইট এসএমএস টেম্পলেট তালিকাভুক্ত করেছে এবং আরো ৩,০০,০০০ এসএমএস চিহ্নিত করতে সক্ষম হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন