ছবি তুলে পাঠিয়ে দিন, হাতে আসবে কড়কড়ে 500 টাকা, নতুন ট্রাফিক আইন আনছে মোদি সরকার

দেশের বিভিন্ন শহরে বেআইনি পার্কিংয়ের রমরমায় অসুবিধায় পড়ছেন আমজনতা। ফুটপাত বেদখল করে পার্কিং ফি-র নামে তোলাবাজি শুরু করেছেন অসাধু মানুষেরা। রাস্তার পাশে বিনা কারণে দীর্ঘক্ষণ…

দেশের বিভিন্ন শহরে বেআইনি পার্কিংয়ের রমরমায় অসুবিধায় পড়ছেন আমজনতা। ফুটপাত বেদখল করে পার্কিং ফি-র নামে তোলাবাজি শুরু করেছেন অসাধু মানুষেরা। রাস্তার পাশে বিনা কারণে দীর্ঘক্ষণ গাড়ি দাঁড় করিয়ে রাখা থাকছে। অভিযোগ করারও কেউ নেই। তাই বেআইনি ভাবে পার্কিং রুখতে এবার নগদ পুরস্কার চালুর ভাবনায় মোদি সরকার। কোনো ব্যক্তি রাস্তায় ভুলভাবে রাখা গাড়ির ছবি তুলে ট্রাফিক পুলিশকে দিলেই পেয়ে যাবেন কড়কড়ে ৫০০ টাকার নগদ পুরস্কার। এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari)

দেশে নতুন আইন আনতে চলেছে মোদি সরকার। যে আইন অনুযায়ী কোনো ব্যক্তি রাস্তায় বেআইনি ভাবে রাখা গাড়ির ছবি তুলে ট্রাফিক পুলিশকে দিলে আর্থিক পুরস্কার পেয়ে যাবেন। দোষী ব্যক্তির থেকে সংগৃহীত জরিমানা থেকে দেওয়া হবে এই পুরস্কার। এর ফলে দেশে অবৈধ পার্কিংয়ের বাড়বাড়ন্ত কমানো যাবে বলে আশাবাদী সরকার। এই প্রসঙ্গে গডকড়ী বলেন, “বেআইনিভাবে গাড়ি রাখার ছবি তুলে ট্রাফিক পুলিশকে দিলে পুরষ্কার মিলবে। ১,০০০ টাকা জরিমানা হলে পুরস্কার স্বরূপ ৫০০ টাকা দেওয়া হবে ওই ব্যক্তিকে।” তবে এটি আইনে কবে পরিণত হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

মন্ত্রী বলেন, জরিমানার অর্ধেক দেওয়া হবে তথ্যদাতাকে। রাস্তায় ভুল হবে যানবাহন পার্কিংয়ের অভ্যাস দূর করতে এই আইন প্রণয়নের কথা ভাবছেন বলে জানান গডকড়ী। যার ফলে প্রায়শই রাস্তায় যানজট তৈরি হয়। তিনি হতাশা প্রকাশ করে বলেন, লোকজন পার্কিং স্পেসে গাড়ি রাখে না, যাতায়াতের রাস্তায় পার্কিং করে। পরিসংখ্যান অনুযায়ী গত মাসে ২.৬৩ লক্ষ গাড়ি, ৬৬,০০০ বাণিজ্যিক গাড়ি, ৪১,০০০ থ্রি-হুইলার এবং ১২.২২ লাখ স্কুটার ও মোটরসাইকেল এদেশের রাস্তায় ভুলভাবে পার্কিং করা হয়েছে। প্রতি বছর এই সংখ্যাটি ২ কোটি পার করে।

গডকড়ী বলেন, দেশে গাড়ির সংখ্যা বৃদ্ধি, অর্থনীতির ঊর্ধ্বমুখী রেখচিত্রকে নির্দেশ করে। কিন্তু তিক্ত বাস্তব হল, গাড়ি কেনার সাধ্য থাকলেও বিশেষত শহরাঞ্চলের পার্কিং স্পেসে গাড়ি রাখার সময় সামর্থ্য ফুরিয়ে যায়। রাস্তায় গাড়ির পার্কিং যে কেবল পথচারীদের বিরম্বনার কারণ হয়ে দাঁড়ায় তাই নয়, রাস্তায় চলাচলকারী অন্যান্য যানবাহনের গতিতে বাধার সৃষ্টি করে। ফলে জ্বালানি তেলের খরচ বেড়ে যায়। এছাড়া রাস্তায় গাড়ি রাখার চূড়ান্ত পরিনাম হল পথদুর্ঘটনা।