আত্মনির্ভরতার দিকে আরও একধাপ, Trio Mobiles লঞ্চ করলো সম্পূর্ণ ভারতীয় চারটি ফোন

মাত্র একসপ্তাহ আগেই সম্পূর্ণ ভারতীয় স্মার্টফোন চালু করেছে দেশীয় ব্র্যান্ড Lava, যে ফোনগুলি কেনার সময় ক্রেতারা ইচ্ছেমত ফিচার কাস্টমাইজ করতে পারবেন। তবে যারা Lava ছাড়াও অন্য দেশীয় ব্র্যান্ড নির্মিত হ্যান্ডসেট কিনতে চান, তাদের জন্য বাজারে এল একটি নতুন বিকল্প। আসলে Trio Mobiles নামের ভারতীয় কোম্পানিটি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর কর্মসূচির অধীনে চারটি মেক ইন ইন্ডিয়া ফিচার ফোন লঞ্চ করেছে। Trio T8 Boss, T4 Power, T4 Jazz এবং T3 Magic নামের এই নতুন মডেলগুলি শীঘ্রই বাজারে পাওয়া যাবে। আগামী দিনে সংস্থাটি নতুন স্মার্টফোন এবং অ্যাক্সেসরিজ বাজারে আনার পরিকল্পনা করছে বলেও জানা গিয়েছে।

স্পেসিফিকেশনের কথা বললে, ট্রিও-র এই নতুন ফিচার ফোনগুলিতে ডুয়াল সিম সাপোর্ট, বড় ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি, ভিডিও/অডিও প্লেয়ার, ওয়্যারলেস এফএম, ব্লুটুথ, টর্চ, অটো-কল রেকর্ডিং, মাল্টি ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ফিচার রয়েছে। আপাতত ফোনগুলির দাম জানা যায়নি, তবে আশা করা হচ্ছে এগুলি ১,০০০ টাকার কাছাকাছি মূল্যে পাওয়া যাবে।

এই প্রসঙ্গে বলে রাখি, Trio Mobiles কোম্পানিটির নয়ডায় একটি সম্পূর্ণ ইন-হাউস R&D (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) এবং ম্যানুফ্যাকচারিং সেটআপ রয়েছে। সংস্থাটি, এশিয়া অঞ্চল জুড়ে ঘরোয়া মোবাইল হ্যান্ডসেটের প্রবর্তন এবং বিকাশের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এর আগেও এটি বহু ফিচার ফোন বাজারে এনেছে। শুধু তাই নয়, ট্রিও মোবাইলের একটি অভিজ্ঞ দল রয়েছে যা বেশ কিছু শীর্ষস্থানীয় বহুজাতিক ব্র্যান্ডের সাথে যুক্ত।

নতুন ফোনগুলির লঞ্চ সম্পর্কে ইন্ডাস্ট্রির প্রবীণ বিশেষজ্ঞ এবং বিজনেস হেড নিখিল চোপড়া বলেছেন, এই ব্র্যান্ডটি ভারতে অ্যামাজন, ফ্লিপকার্টের মত ইকমার্স প্ল্যাটফর্ম এবং অফলাইন ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে এই নতুন ফিচার ফোনগুলি বিক্রি করবে। এছাড়া দেশের সমস্ত রাজ্যে ৫০০টিরও বেশি সার্ভিস সেন্টার উপলব্ধ থাকবে যার সাহায্যে সংস্থার নেটওয়ার্ক আরো বিস্তৃত হবে। তবে দেশের টায়ার ২, টায়ার ৩ শহরে এবং যে সমস্ত গ্রামীণ জায়গায় ফিচার ফোনের উল্লেখযোগ্য চাহিদা রয়েছে – ওই সমস্ত অঞ্চলগুলিকে পাখির চোখ বানাতে চাইছে ট্রিও।