Tiger 1200 ভোল বদলে আসছে, তার আগে প্রোটোটাইপ মডেলের দর্শন করাল Triumph

পরবর্তী প্রজন্মের Tiger 1200-র একটি ভিডিও টিজার প্রকাশ করেছে Triumph। তাতে পাহাডের চূড়োয় দেখা গিয়েছে নতুন বাইকটিকে৷ শরীর ক্যামোফ্ল্যাজ করা। তবে আগের তুলনায় কম৷ পরিবর্তনগুলিও…

পরবর্তী প্রজন্মের Tiger 1200-র একটি ভিডিও টিজার প্রকাশ করেছে Triumph। তাতে পাহাডের চূড়োয় দেখা গিয়েছে নতুন বাইকটিকে৷ শরীর ক্যামোফ্ল্যাজ করা। তবে আগের তুলনায় কম৷ পরিবর্তনগুলিও স্পষ্ট। Tiger 1200-র পুরনো মডেলের চেয়ে প্রোটোটাইপ মডেলটি আরও বেশি স্লিম লাগছে৷ ডিজাইনেও সথেষ্ট অদলবদল করা হয়েছে।

নতুন Triumph Tiger 1200-এ শ্যাফ্ট ড্রাইভ সিস্টেম ও পুরনো সিঙ্গেল-সাইডেড সুইংআর্মের জায়গায় একটি ডাবল-সাইডেড ইউনিট দেওয়া হয়েছে। সম্ভবত হুইলবেস খাটো করার জন্য টিউবুলার স্টিল ট্রেলিস ফ্রেম নতুন করে ডিজাইন করা হয়েছে এবং রেডিয়েটর জায়গাও অ্যাডজাস্ট করে নেওয়া হয়েছে। এগজস্ট পাইপটিও স্লিম৷ মুখ একটু উঁচুতে।

ট্রায়াম্ফের তরফ থেকে জানানো হয়েছে,Tiger 1200 একটি টি-প্লেন ট্রিপল ইঞ্জিন পাবে। যা খুব মসৃণ এবং পারফরম্যান্স অসাধারণ দেবে। নতুন Tiger 1200 -এর ট্যুরিং ক্ষমতা কতখানি, তা অবশ্যই সবার নজরে থাকবে।

ট্রায়াম্ফ আত্মবিশ্বাসের সুরেই বলেছে, ” অফ-রোড বিশেষজ্ঞ দ্বারা নতুন টাইগার ১২০০ ডিজাইন করা হয়েছে। অপ্রতিরোধ্য রোড এবং অফ-রোড পারফরম্যান্স নতুন বাইকটির প্লাস পয়েন্ট। টাইগার ১২০০-এর নতুন অবতার ঠিক কবে বাজারে পা রাখবে, তা এখনও জানা যায়নি। সবার প্রথমে গ্লোবাল লঞ্চ, তারপর ২০২১-এর মার্চে এটি ভারতের বাজারে আসবে বলে আশা করা যায়।