Triumph Tiger Sport 660 Launch Date: ট্রায়াম্ফ তাদের অ্যাডভেঞ্চার স্পোর্টস বাইক 29 মার্চ ভারতে লঞ্চ করছে

ট্রায়াম্ফের নতুন অ্যাডভেঞ্চার স্পোর্টস মোটরসাইকেল, Triumph Tiger Sport 660 গত বছরের অক্টোবরে ব্রিটেনে আত্মপ্রকাশ করেছিল। তারপর থেকেই ভারতে ট্রায়াম্পপ্রেমীরা বাইকটি এ দেশে লঞ্চ হওয়ার দিন গুনছিলেন। Tiger Sport 660-এর বুকিং চালু এবং ভারতে সংস্থার ওয়েবসাইটে অর্ন্তভুক্তি ইঙ্গিত করেছিল, এখানে অ্যাডভেঞ্চার বাইকটির লঞ্চের দিনক্ষণ ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। জল্পনা সত্যি করে আজ ট্রায়াম্ফের ভারতীয় শাখা ঘোষণা করল, Tiger Sport 660 আগামী ২৯ মার্চ এখানে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে।

Tiger Sport 660 এ দেশে ট্রায়াম্ফের অ্যাডভেঞ্চার ট্যুরার লাইনআপে এন্ট্রি লেভেল মডেল হিসাবে Tiger Sport 850 মডেলটিকে রিপ্লেস করবে। এবং দেশের বাজারে Kawasaki Versys 650 এবং Suzuki V-Strom 650XT-এর সাথে Triumph Tiger Sport 660 বাইকটির জোরদার প্রতিযোগিতা চলবে।

ট্রায়াম্ফ টাইগার স্পোর্ট ৬৬০ আসলে ট্রাইডেন্ট ৬৬০ রোডস্টার মোটরসাইকেলের উপর ভিত্তি করে তৈরি। যদিও এতে ভিন্ন ডিজাইন এবং হার্ডওয়্যার বর্তমান। যেমন টাইগারের ফুয়েল ট্যাঙ্কে ১৭ লিটার তেল ধরে‌ ট্রাইডেন্টের থেকে ৩ লিটার । বেশি। আবার ট্যুরিংয়ের জন্য ট্রায়াম্ফ টাইগার স্পোর্ট ৬৬০ আলাদা সাব-ফ্রেম, আরও লম্বা ট্রাভেল সাসপেনশনের সঙ্গে এসেছে।

টাইগার স্পোর্ট ৬৬০ ট্যুরারে ব্যবহৃত ইঞ্জিনটি ট্রাইডেন্টের থেকে নেওয়া৷ ফলে টাইগার স্পোর্ট ৬৬০ মিডলওয়েট অ্যাডভেঞ্চার ট্যুরার সেগমেন্টে অন্যতম শক্তিশালী ইঞ্জিনযুক্ত মোটরসাইকেল‌। এর ৬৬০ সিসি-র ইনলাইন থ্রি-সিলিন্ডার, লিকুইড-কুল্ড ইঞ্জিন ৮০ বিএইচপি ও ৬৪ এনএম টর্ক উৎপন্ন করে‌ এতে স্লিপার ক্ল্যাচ-সহ সিক্স-স্পিড গিয়ারবক্স রয়েছে।

ট্রায়াম্ফ টাইগার স্পোর্টস ৬৬০-এর বিশেষ ফিচারগুলির মধ্যে ৪১ মিমি ইউএসডি ফর্ক, স্মার্টফোন কানেক্টিভিটি-সহ টিএফটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস, ও রাইডিং মোডস (রোড ও রেন) অন্যতম। ট্রায়াম্ফ টাইগার স্পোর্টস ৬৬০-এর দাম ভারতে ৮ লক্ষ থেকে ৯ লক্ষ টাকার মধ্যে রাখা হবে বলে আশা করা যায়।

Tiger Sport 660 আর্ন্তজাতিক বাজারে লুসার্ন ব্লু/স্যাফিয়ার ব্ল্যাক, কোরোসি রেড/গ্রাফাইট, এবং ব্ল্যাক/গ্রাফাইট কালার অপশনে উপলব্ধ। ভারতেও এই রঙগুলি চয়ন করা যাবে বলে মনে করা হচ্ছে।